নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকরাম এর দুনিয়া

আমার ব্লগঃ http://genesisblogs.com/

মোঃ ইকরাম

নেশা, পেশা সব আইটি কেন্দ্রিক

মোঃ ইকরাম › বিস্তারিত পোস্টঃ

জাতীয় রাজনীতিতে কিরকম পরিবর্তন আমার প্রত্যাশা

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫১

জাতীয় রাজনীতিতে কিরকম পরিবর্তন আমার প্রত্যাশা সেটা আমি শেয়ার করলাম।
১) বদিকে কোন দল প্রমোট করুক, সেটাকে সাপোর্ট করিনা বললে যদি গুম হওয়ার ভয় থাকে, ঠিক একইভাবে পর্ণ নায়িকা শায়লাকেও কেউ প্রমোট করুক, সেটাকে অসমর্থন করলেই গালাগালি শুনতে হবে।
তখন দুটা দলকেই একই মনে হয়। এর পরিবর্তন চাই। খারাপকে খারাপ বলে মত দেওয়ার অধিকার চাই। এক্ষেত্রে যেকোন দলের সহনশীলতা প্রত্যাশা করি।

২) কোন দলের খারাপ কাজটাকে খারাপ বললে একদল থেকে থ্রেড পাবো ইনবক্সে। আবার তাদের কোন ভাল উদ্যোগকে সমর্থন করলেও আরেক দল থেকে থ্রেড, গালি খাবো। তখন দুই দলের মধ্যে কোন ভিন্নতা খুজে পাইনা। এর পরিবর্তন চাই।
৩) মাশরাফি কোন দলে ঢুকলেই সে খারাপ হয়ে যাবে, তাকে দালাল গালি শুনতে হবে। আবার সে অন্য দলে ঢুকলে তাদের কাছ থেকে প্রশংসা শুনতো। তাহলেতো দুই দলকেই একই মনে হয়। এর পরিবর্তন চাই। মানুষিকতার পরিবর্তন চাই।
৪) কাদের সিদ্দিকীর মত নেতা কোন দলে গেলে তাকে রাজাকার গালি শুনতে হয় আবার যে বদরুদ্দৌজাকে রাজাকার গালি শুনতে হতো, সে অন্য দলে যোগ দিয়ে সাথে সাথে মুক্তিযুদ্ধা হয়ে যাবে, এ রাজনীতির পরিবর্তন চাই। প্রত্যেকের নিজস্ব মত থাকতেই পারে।
৫) কাদের সিদ্দিকীর মুখে খালেদা জিয়া কিংবা বিএনপির প্রশংসা আর বদরুদ্দৌজার মুখে আওয়ামিলীগের প্রশংসা শুনলে তখন রাজনীতিবিদদের নীতি নিয়ে আমার সন্দেহ তৈরি হয়। পেটনীতির জন্যই তারা রাজনীতি করে কিনা সন্দেহ হয়।
এটা আমার প্রত্যাশা, জাস্ট শেয়ার করলাম। এটুকু অধিকার আমি চাই। এ পরিবর্তনের প্রত্যাশার সাথে অন্যদের অমত থাকতেই পারে, সেটাও প্রকাশ করার অধিকার আপনার রয়েছে।
আমি বিশ্বাস করি, বর্তমানে ভোটের রাজনীতিতে বড় ধরনের ইফেক্ট পড়বে, যদি কোন একটা দল এ আশ্বাসটুকু দেয়, যে যেকোন ধরনের মতামত দিক, তার গুম হওয়ার ভয় করতে হবেনা। তাকে জেলে ঢুকতে হবেনা। এ আশ্বাসটুকু যে দল দিবে, আমি বিশ্বাস করি সেই দলের ভোটের অংক পুরো পরিবর্তন হয়ে যাবে। বিশ্বাস করেন, পুরো সোনা দিয়ে মড়াইয়া দেন, তারপরও যদি মুখ বন্ধ করে দেন, মানুষ সেটা পছন্দ করে না। মানুষ মন খুলে কথা বলতে চায়। আতংক ছাড়া কথা বলতে চায়।
এটুকু চাওয়া, এটুকু পরিবর্তনের প্রত্যাশা করার অপরাধে কি আমাকে জেলে ঢুকার ভয় করতে হবে?
বর্তমান কোন পলিটিশিয়ানের কি এটুকু নিশ্চয়তা দেওয়ার সাহস রয়েছে? কিংবা কোন দলের কর্মী, সমর্থনকারীরও কি নিজেদের মধ্যে সেটুকু কথা বলতে দেওয়ার সাহস রয়েছে? যদি সেটাই আমরা পারি, এটাই হবে, আমাদের রাজনীতিতে সবচাইতে বড় পরিবর্তন। দেশ পরিবর্তন হয়ে যাবে তখন।
অন্য পরিবর্তনের আশ্বাস দিয়ে লাভ নাই, শুধু এটুকু আশ্বাস দেন, ভোটের অংকে বিশাল পরিবর্তন হবে বলে আমার বিশ্বাস।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: তবুও কালসাপ দংশেছিল বেহুলার বাসর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.