নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইমেলা শুরু হলে ৪ দিন। গত ২ ফেব্রয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে শুরু হলো বইমেলা’২০২০। এবারই প্রথমবারের মত ১ দিন পিছিয়ে ২ তারিখে বইমেলা শুরু হলো। এবারের বইমেলা ১দিন পরে শুরু হলেও এই বইমেলা নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছে জানুয়ারির মাঝামাঝি থেকেই।
গত কয়েক বছর অনলাইনে বই বিক্রির প্লাটফরম তৈরি হওয়ার পর থেকে বইয়ের পাঠক যেরকম অনেক বেড়েছে, ঠিক একইভাবে অনলাইনে বই নিয়ে আড্ডা, উল্লাস, আলোচনার অভ্যাসও তৈরি হয়েছে। অনলাইন প্লাটফরমের কারনেই বইপ্রেমীরা বইমেলার স্বাদ পায় একটু বেশি সময় জুড়ে। জানুয়ারি - মার্চ এ ৩মাস অনলাইনেই বইমেলার উন্মাদনা চলতে থাকে।
বাংলা একাডেমীর বইমেলার মূল উন্মাদনা শুরু হতে আরও এক সপ্তাহ হয়তো লেগে যাবে। আসল উন্মাদনা শুরু হওয়ার আগেই, এমন কি বই প্রকাশিত হওয়ার আগেই যেসব বই ইতিমধ্যে অনলাইন বইমেলার কারনে পাঠক হৃদয়ে ব্যপক ঝড় তুলেছে, এবং বই প্রকাশিত হওয়ার আগেই যেসব বই প্রি-অর্ডারেই প্রচুর বিক্রির মাধ্যমে ঝড় তুলেছে, সেরকম কিছু বই সম্পর্কে সংক্ষিপ্তভাবে এ লেখাতে আলোচনা করতে চাই।
গতবারের মতও এবারও রবি-টেন মিনিটস স্কুলের আয়মান সাদিকের নতুন বইগুলো ব্যাপক সাড়া ফেলেছে। এ লেখকের এবার ৪টি বই প্রকাশিত হবে। তার মধ্যে কমিউনিকেশন হ্যাকস, লোকে কি বলবে? বই দুটির ব্যাপারে পাঠকদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। অনুপ্রেরণাদায়ক ক্যাটাগরীর বইয়ের পাঠকদের মধ্যে মনজুর এইচ. এর লেখা “ঘুরে দাঁড়ানো”, মাশাহেদ হাসান সীমান্তের "জীবন ও জগতের গল্প" বইগুলো নিয়েও পাঠকদের উৎসাহ রয়েছে ব্যাপক।
হুমায়ুন আহমেদের মারা যাওয়ার পর কিছু তরুণ লেখক তাদের লেখনীর মাধ্যমে নতুন প্রজন্মের পাঠকদের মনে নিজেদের একটি স্থায়ী আসন তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। এবারও তরুণ কিছু লেখকের সাড়া ফেলার মত উপন্যাস আসতে যাচ্ছে। গত ৩ বছরের মত এবারও সাদাত হোসাইনের নতুন বইয়ের জন্য পাঠকদের বেশি অপেক্ষা। এ প্রজন্মের সেরা এ লেখকের ৪টি বই প্রকাশিত হতে যাচ্ছে। তার মধ্যে ”অর্ধবৃত্ত” বইটি নিয়ে ইতিমধ্যে অনলাইনে পাঠকদের ব্যপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কিংকর হাসানের ”মেঘডুবি”, আব্দুল্লাহ আল মামুনের লেখা ”কায়কর কামলার বউ”, মৌরি মরিয়মের “সুখী বিবাহিত ব্যাচেলর” নতুন প্রজন্মের পাঠকদের মধ্যে পছন্দের শীর্ষস্থান দখল করে রয়েছে।
গত কয়েক বছরের মত এবারেও ইসলামিক কিছু বই ব্যাপক ঝড় তুলবে সেই আভাস পাওয়া যাচ্ছে। অনলাইনে প্রি-অর্ডারের তালিকা থেকে যেসব বইয়ের চাহিদা বেশি বুঝা যাচ্ছে, তার মধ্যে সর্ব প্রথমে রাখা যাবে দুটি বই। অনুবাদ বই “সিক্রেটস অব জায়োনিজম” এবং প্যারাডক্সিক্যাল সাজিদ এর লেখক আরিফ আজাদের বই “বেলা ফুরাবার আগে”। ইসলামিক মোটিভিশনাল বই “প্রোডাক্টিভ মুসলিম” বইটি নিয়েও পাঠকদের ব্যাপক আগ্রহ পরীলক্ষিত হচ্ছে।
রহস্য কিংবা গোয়েন্দা উপন্যাসের প্রতি কিশোর পাঠকদের আগ্রহ সব সময়ই খুব বেশি থাকে। এবার বইমেলাতে অরুণ কুমার বিশ্বাসের নতুন লেখা বইগুলো নিয়ে পাঠকদের উৎসাহ দেখা যাচ্ছে বেশি। অনলাইনে বিক্রির তালিকায় দেখা যাচ্ছে এ লেখকের লেখা গোয়েন্দা গল্প “অনল মিত্রের অপমৃত্যু” বইটি প্রকাশের আগেই পাঠকদের আগ্রহের তালিকাতে উপর দিকেই জায়গা করে নিয়েছে। এছাড়া এ লেখকের লেখা “তদন্তে ভুল ছিলো” এবং ”লাশ কাটা ঘর” ও এ শ্রেনীর পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলার আভাস দিচ্ছে।
বিগত ৩-৪ বছর ধরে আইটি ক্যারিয়ার বিষয়ক বইগুলোর প্রতি পাঠকদের আগ্রহ প্রচুর বেড়েছে। এবারও এ ক্যাটাগরির চমৎকার অনেকগুলো বই বের হয়েছে। “ফ্রিল্যান্সিং : ইন্টারনেট থেকে আয়” বইটি অনলাইনে প্রি-অর্ডারের ক্ষেত্রে ইতিমধ্যে রেকর্ড সৃষ্টি করেছে। ”দ্য ফ্রিল্যান্সার, লেগে থাকলে সাফল্য আসবেই”, “ডিজিটাল মার্কেটিংয়ের হাতেখড়ি” বইগুলোর ও প্রচুর অর্ডার হচ্ছে।
শিশুদের হাতে ভালো বই তুলে দিতে পারলে সেটি দেশের ভবিষ্যতে গঠনে সহায়ক হয়। সেই লক্ষ্যে এবারও শিশুদের জন্য ভাল কিছু বই প্রকাশিত হয়েছে। ”ছোটদের ঈমান সিরিজ” বইটি আমার কাছে খুব আকর্ষনীয় লেগেছে। তাছাড়া ”স্পাই স্টোরিজ : এসপিওনাজ জগতের অবিশ্বাস্য কিছু সত্য কাহিনি” মোশতাক আহমেদের লেখা সায়েন্স ফিকশন বই “ইলিন” শিশুদের হৃদয় কাড়বে।
অনলাইনে বইমেলা উপলক্ষ্যে অনলাইন বই বিপনণ প্রতিষ্ঠানগুলোতে আকর্ষনীয় অফার দিয়ে পাঠকদের আকর্ষণ করার চেষ্টা চলছে। ”রকমারী”তে সকল নতুন বইয়ে ২৫% ছাড়ের পাশাপাশি বিকাশ পেমেন্টে চলছে ১০% ক্যাশব্যাক অফার। অন্যদিকে ”বইবাজার.কম” এ ৩০% ছাড়ে সকল বই কেনার সুযোগের পাশাপাশি শর্তসাপেক্ষে ফ্রি ডেলিভারী গ্রহণ করার সুযোগও পাচ্ছে দূর দূরান্তের পাঠকরা। তাছাড়া অনেক লেখকও তাদের বইয়ের বিক্রি বাড়ানোর জন্য প্রতিটা বইয়ের সাথে টি-শার্টসহ অনেক আকর্ষনীয় গিফট দিচ্ছে। সেই সাথে পাঠকদের জন্য তার প্রিয় লেখকদের অটোগ্রাফতো থাকছেই।
সব মিলিয়ে অনলাইনে বইমেলা পুরোপুরি জমে উঠেছে। এখন বাংলা একাডেমীতে অনুষ্ঠিত হওয়া, সকল পাঠক শ্রেনীর প্রাণের উৎসব “বইমেলা”র জমে উঠার অপেক্ষা।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: বানোয়াট পোষ্ট।
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭
নেওয়াজ আলি বলেছেন: বাহ্ দারুণ