নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকরাম এর দুনিয়া

আমার ব্লগঃ http://genesisblogs.com/

মোঃ ইকরাম

নেশা, পেশা সব আইটি কেন্দ্রিক

মোঃ ইকরাম › বিস্তারিত পোস্টঃ

গ্লোবাল ডেথ ৫০০০ ছাড়ালো অফিশিয়ালি!

১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:২৮

গ্লোবাল ডেথ ৫০০০ ছাড়ালো অফিশিয়ালি!

১) অলমোস্ট পুরো ইউরোপ লকড ডাউন,

২) সুইজারল্যান্ডের মত পরিষ্কার পরিচ্ছন্ন দেশও সব বন্ধ করে দিয়েছে,

৩) ইউকে'র নেক্সট ১ মাসের সব পাবলিক ইভেন্ট স্থগিত

৪) স্পেনের রাণীর করোনা ভাইরাসের জন্য পরীক্ষা করা হয়েছে

৫) বৃটেনের রাণী নেক্সট ঘোষণা না দেয়া পর্যন্ত কোথাও যাচ্ছেন না,

৬) ইরানে রোগীদের চাইতে যারা সেবা দিচ্ছে তারাও মরছে অনেক,

৭) ফ্লাইট রাডার ২৪ সাইটে যারা রেগলার ভিজিট করেন তারা বুঝবেন ইন্টারন্যাশনাল ফ্লাইট কিভাবে কমে গেছে,

৮) করোনার প্রভাবে অর্থনৈতিক মন্দা কাটানোর জন্য লুফথানসা এয়ারলাইনস জার্মান সরকারের ফান্ডে সহায়তা করছে,

৯) ইটালীর সরকার দিশেহারা,

১০) আজকে ল্যাটিন আমেরিকায় প্রবেশ করলো করোনা,

১১) আফ্রিকার বেশ কয়েকটি দেশে আজকে ধরা পড়লো,

১২) পৃথিবীজুড়েই সব বড় ইভেন্ট স্থগিত করা হয়ে গেছে,

বিশ্ব ফুটবলের বড় তারকে ক্রিশ্চিয়ানো রোনালদো কোয়ারেন্টাইন পিরিয়ডে আছেন, আরো বেশ কজন বড় তারকার ইতোমধ্যে করোনা পজিটিভ ডিটেক্ট হয়েছে।

এবার পাশের দেশে আসি,

ভারত ইতালীর মিলানে এয়ার ইন্ডিয়ার স্পেশাল ফ্লাইট পাঠিয়েছে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য, তামিলনাডুর সব স্কুল কলেজ বন্ধ, পাকিস্তান - চীন সীমান্তবর্তী জেলাগুলোয় অতিরিক্ত সতর্কতা, সব ধরণের গণ জমায়েত বন্ধ, ভারতে থাকা অনেক দেশের নাগরিককে তারা দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে।

--

উপরের আপডেট গুলো আজকের দিনের, আর বেশীরভাগই গত ২/৩ ঘন্টার। এগুলো পুরো সিচুয়েশনের ১% ও না, শুরুতে যেরকম ভেবেছিলাম, আসলে তারচেয়ে অনেক বেশী ভয়াবহ এই করোনা। এই মাস্ক কেনা আর বেচা নিয়ে ঝড় তোলা আমরা অনেকেই জানিনা, হাতের সংস্পর্শে আরো দ্রুত ছড়ায় এই ভাইরাস। সারাদিনে হাত দিয়ে কত জায়গায় স্পর্শ করছি ভেবেছেন?

বেশীরভাগ দেশই থেমে আছে৷ অথচ আমরা এইদেশে দিব্যি সব করে বেড়াছি, চাকরী করছি, ঘুরছি, খাচ্ছি, বাদ যাচ্ছেনা কিছুই- অফিসে আর বাকীদের সাথেই লিফটেত সুইচটা প্রেস করে অফিসের ফিংগারপ্রিন্টও সবাই মিলে এক জায়গাতেই দিচ্ছি!

করোনা আছে কি নেই সেই প্রশ্ন সরকারের জন্যই বরাদ্দ থাকলো কিন্তু আমাদের সময় সচেতন হবার। এরকম একটা মহামারীর পর সবচেয়ে বড় ধ্বস নামে পৃথিবীর অর্থনীতিতে, কারেন্সিরেট ওলটপালট হয়ে যায়, জিনিসপত্রের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাবে, করোনায় যত মানুষ মারা যাচ্ছে তার চেয়ে বেশী মারা যাবে দুর্ভিক্ষে হয়তোবা। ভারসাম্যহীন অর্থনীতি ডেকে আনবে ওয়ার্ল্ডের টপ কান্ট্রিগুলোর কদর্য রাজনীতি আর একে অন্যকে ধরাশায়ী করে টিকে থাকার যুদ্ধ, সেই যুদ্ধে এই ক্ষুদ্র আমরা কই থাকবো?

জানিনা করোনা এই মানব সভ্যতার গতিপথকে কোন দিকে নিয়ে যাচ্ছে, নিয়তির বিশাল খেলায় আমরা খুবই ক্ষুদ্র দর্শক মাত্র, তবে সেই খেলার মাঠের বল আমাদের মাথায় এসে লাগার আগে নিজেরাই নিজেদেরকে সেইভ করতে হবে! সবাই যার যার জায়গায় সচেতনতা বাড়ান, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, আল্লাহ মানুষজাতিকে ভালো করে দিক!

--*

তথ্যসূত্রঃ দ্যা গার্ডিয়ান, টাইমস অফ ইন্ডিয়া, ডেইলি টেলিগ্রাফ, খালিজ টাইমস, রয়টার্স।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: পরিস্থিতি এমন দাঁড়িয়েছে মাঊষের কিচ্ছু করার নেই। সব আল্লাহর হাতে।

২| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: হাসুন। প্রাণ খুলে, প্রাণের মোমবাতিটি জ্বেলে। হাসির পাখনায় উড়ে স্নানের সেতার বাজিয়ে হাসুন। সুশীতল জলের হারমোনিয়াম বাজাতে বাজাতে, হাসির লম্বা ছাতার নীচে অকারণে হাসুন। মনে রাখবেন, হাসির দাম যখন বেড়ে যায়, তখনি এইসব ছত্রাকের জন্ম হয়। তাই, হাসতে ভুলবেন না। হাসি, কান্নার চাইতেও শক্তিশালী তুলি। যদি একবার আঁকতে শুরু করেন্‌, জ্যোৎস্না নিকানো হাস্যরস, তাহলে দেখবেন কোথাও কোন ভয় নাই, নিশচিহ্ন হয়ে গেছে মারণ-ছত্রাকের পদাবলী।আপনার সামনে শুধু সম্ভাবনার পেখম, মাথার ওপরে টাঙানো জীবনসম্ভবা ময়ূরের সামিয়ানা।

৩| ১৫ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০০

নেওয়াজ আলি বলেছেন: একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.