![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসে পাশে থাকবো / লিখে অনু কাব্য।
ছড়া কাটি সকালে
ছড়া কাটি বিকেলে,
ঘুম নাই দু চোখে
ঘুম আসে কী খেলে?
ছন্দকে মেলাতে
চিন্তাকে মেলে দি,
দিন কাটে লিখে তবু
কিছু লেখা ফেলে দি।
কিছু লেখা ছাপানো
বড় বেশি মুশকিল,
ছড়াকার প্রকাশক
দো'ন খাই ঘুষি কিল ।
জেগে থেকে লাভ কি
হাতকড়া শিকলে,
ঘুম চাই দু চোখে
ঘুম আসে কী খেলে?
২৯ শে জুন, ২০১৬ ভোর ৪:৩২
ইকরাম উল হক বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই
২| ২৮ শে জুন, ২০১৬ রাত ৯:১০
প্রথমকথা বলেছেন: ছন্দকে মেলাতে
চিন্তাকে মেলে দি
দিন কাটে লিখে তবু
কিছু লেখা ফেলে দি
খুবসুন্দর লিখেছেন.।
২৯ শে জুন, ২০১৬ ভোর ৪:৩১
ইকরাম উল হক বলেছেন: কস্ট করে এসে পড়ে গেলেন। ধন্যবাদ জানবেন।
৩| ২৯ শে জুন, ২০১৬ রাত ৩:০৬
অতৃপ্তচোখ বলেছেন: বিয়ের আগে শুনছিলাম ভালো ঘুম হয় বিয়ের পরে ----
মজার একখান ছড়া শোনালেন ভাই। শুভকামনা রইল----
২৯ শে জুন, ২০১৬ ভোর ৪:২৮
ইকরাম উল হক বলেছেন: কি বলেন!! তাহলেতো মহা বিপদ সামনে। ভয় পাইয়ে দিলেন ভাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ
৪| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১০:০১
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: হা হা হা!!!
বেশ মজার ছড়া!!
দারুণ ছন্দময়!!!
৫| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:৫২
ইকরাম উল হক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ শামীম ভাই
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০০
কল্লোল পথিক বলেছেন:
বাহ!বেশ হয়েছে।