![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাথরে পাথরে সঙ্গমে আগুনের জন্ম,
আলো জ্বালাতে যে ঢুকেছিল পঞ্চবটির কুটিরে
সভ্যতার স্যাটায়ারে সে হয়ে গেল তালাবদ্ধ কবিতা।
আকরিক পান করা
আবাবিল পাখির উড়োচিঠি পেয়ে
মানুষ খুঁজে পেল শানিত বল্লম,
শিশ্নওয়ালারা কেটে নিতে থাকে
অবরুদ্ধ কবিতার ক্লাইটোরিস।
কবিতা এখন ভেঙে দিচ্ছে সীমানার সীমা,
শক্তিমান শ্মশানচারীর বুকে পা রেখে
সে পিষে মারতে চায় নোংরা ভগবিধান।
পাথর চেনো,
সঙ্গম জানো,
প্রেম বোঝো না !
এবার বিদ্রোহ দ্যাখো...
যে আলো জ্বালাতে জানে
সে আগুনের ব্যবহারও জানে ।
©somewhere in net ltd.