![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তীব্র গরম নিয়ে একটি চমৎকার রিপোর্ট করেছেন চ্যানেল-420 এর বিশেষ প্রতিনিধি শ্রীমান অশ্বলিঙ্গ কুমার।
চলুন দেখে নিই।....
"বেড়েই চলেছে গরমের মাত্রা। জনগন পড়েছে দুর্ভোগে। সরকার বলছে এটা বিএনপি জামাতের চক্রান্ত। বিএনপি জামাত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে বায়ুমন্ডলে বিষাক্ত বস্তু ছড়িয়েছে। এদিকে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি পাল্টা অভিযোগ করেছে যাতে তারা প্রখর রোদ ও গরমে রাজপথে না নামতে পারে সেজন্য সরকার ডিজিটাল কায়দায় সূর্যের চার্জ বাড়িয়ে দিয়েছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেছেন গরম একটি বিচ্ছিন্ন ঘটনা। তিনি এই গরমে প্রেমিক প্রেমিকাদের বিচ্ছিন্ন থাকার পরামর্শ দিয়েছেন। তবে পুলিশ বলছে কারো বাসার ফ্যান চুরি হলে তারা পাহাড়া দিতে পারবে না। এ কথা শুনে এক সুশীল বললেন ফ্যান তো কাজেই আসছে না লোডশেডিং এর কারণে। দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ গেল কই? তাহলে কি বিদ্যুতের বায়োমেট্রিক করা ছিল না?"
Note: এই রিপোর্টে জনগনের কোনো বক্তব্য নেই। কারণ জনগনের কথা কেইবা শোনে!
২| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:১৫
ইকরাম উল হক বলেছেন: হা হা হা দারুন রিপোর্ট
৩| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ২:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর রিপোর্ট
৪| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৫
অশ্রুকারিগর বলেছেন: মজার রিপোর্ট, তয় কেউ জংগীরে দায়ী করলনা এইটা দেখা কষ্ট পাইলাম।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৭
সেলিম৮৩ বলেছেন: চমৎকার রিপোর্ট ।
চরম ঠান্ডার সময় একটি রিপোর্ট কইরেন।