![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খোদেজা বেগম সড়ক দুর্ঘটনায় মারা যায়নি। বরং তাকে হত্যা করা হয়েছিলো। ঐ ট্রাক ড্রাইভার কয়েকদিন আগে কথা কাটাকাটির জের ধরে প্রতিশোধ নিতে খোদেজা বেগমকে চাপা দিয়ে হত্যা করে। অথচ এই পরিকল্পিত খুনের রায় দেয়ার কারণে হরতাল-অবরোধ ডাকা হল। এই হরতালের নেপথ্যে কলকাঠি নেড়েছেন ক্ষমতাসীন মন্ত্রী শাহজাহান খান। তার মানে মন্ত্রী খুনীদের পক্ষে।
এই হরতাল যদি বিএনপি ডাকতো তাহলে অবস্থা কী হত ভেবেছেন? সুশীল সমাজ ছি ছি করতো। টক শো-তে ঝড় উঠতো। প্রধানমন্ত্রীর বক্তব্য হাইলাইট হতো। এবার কী বলবেন মাননীয় প্রাইমজোকার? আবার পরিবহন শ্রমিকরাও কতটা আবাল তা বোঝা গেল। অবশ্য আমরা তো পরিবহন শ্রমিক ও কর্মকর্তাদের কাছেও জিম্মি।
একইদিনে সিপিবি-বাসদ আধাবেলা হরতাল ডেকেছিলো গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে। কই তখন পরিবহন শ্রমিকরা তো কথা বলেনি। অথচ একজন খুনীকে বাঁচাতে তারা অবরোধ-হরতালই শুধু করেনি, ব্যাপক ভাংচুরও করেছে।
সড়ক দুর্ঘনায় নিহত তারেক মাসুদ ও মিশুক মুনীর-এর প্রতি সেদিন মন্ত্রীরা কিংবা সরকার প্রধান শ্রদ্ধা দেখিয়ে কত কথা বলেছিলো, কিন্তু আজ এই হরতাল-এর ঘটনায় তাদেরকে অপমান করা হল না?
জানি উত্তর মিলবে না। কারণ এদেশে ক্ষমতাই আসল। যে যত ক্ষমতার দাপট দেখাতে পারে। ফলে একজন মন্ত্রীও স্বয়ং আদালতকেও ক্ষমতার দাপট দেখায়। এর আগে আমাদের বন্ধু ফারজাত যখন সড়ক দুর্ঘনায় মারা গেল, তখন হানিফ পরিবহনের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য মানববন্ধন করা হয়েছিলো, সেখানেও ছাত্রলীগ হামলা চালিয়েছিলো।
হরতাল আহবান করে পেট্রোল বোমা মেরে বিএনপি যেমন মানুষ হত্যা করেছে, তেমনি আওয়ামীলীগও বিরােধী দলে থাকা অবস্থায় পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। এই কুত্তার বাচ্চারা আসলে একই মুদ্রার এপিট-ওপিট। এবার ঘটলো ব্যতিক্রমী ঘটনা। খোদ সরকারী দলের মন্ত্রী হরতাল ডেকে বসলেন। হরতাল পালনও হল। অথচ তেল-গ্যাস এর দাম বাড়ানোর প্রতিবাদে কিংবা সুন্দরবন ধ্বংসের প্রতিবাদে হরতাল আহবান করলে সাড়া মেলে না। কারণ ক্ষমতার দাপট। কিন্তু এই দুদিনে যে আর্থিক ও অন্যান্য ক্ষতি হল তার দায়ভার কে নেবে? দায়ভার জনগনই নেবে। কারণ জনগনই ক্ষমতা তুলে দেয় পরম মমতায়। তাই বুঝি জনগন রিকশা-ভ্যানে অতিরিক্ত ভাড়া দিয়ে কিংবা কড়া রোদে ব্যাগ মাথায় নিয়ে পায়ে হেঁটে দায়ভাড় মাথায় তুলে নিয়েছে।
২| ০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: এনিয়ে রাজনীতি করার কিছু নেই!
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৪
চাঁদগাজী বলেছেন:
শাহজাহান খান বোম্বতে থাকলে ইয়াবা বিক্রয় করতো, ঢাকায় থাকায় দেশ চালচ্ছে।