| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তহীন অরণ্য
অতি তুচ্ছ, সাধারণ একজন মানুষ।
ওপাশের সূর্যটা অস্তগামী,
আকাশের লালিমা ছুয়ে ডুবে যাচ্ছে অবলীলায়৷
সন্ধ্যে নামার আগে, আলোটা ঠিক এমনি করেই হারিয়ে যায়!
কিছু জীবনের আলো তেমনি নিভে যায়, সবার অলক্ষ্যে,
কেউ দেখেনা৷
অথচ ওরা যাকে আলো ভেবে পিছু নিয়েছিল,
মেঘের পেছনে একটুকরো লাল সূর্য ভেবে ধাওয়া করেছিল,
সে তো আঁধার বৈ কিছু ছিল না।
আকাশের লাল রঙা রুপ যেন আলতা রাঙা পা!
কী মোহে আবিষ্ট করেছিল, কেড়ে নিয়েছিল ভেতর-বাহির সবটা।
আজ তাদের শিরায় শিরায় অন্ধকার বহে,
রক্তে বহে ধিক্কার!
যাক আলো ভেবে ভুল করেছিল,
সে ছিল সন্ধ্যে নামার আগের এক চিলতে আঁধার!
২|
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০০
খায়রুল আহসান বলেছেন: কবিতার নাম, কবির নাম এবং কবিতা- তিনটেই ভাল লাগলো । + +
"কিছু জীবনের আলো তেমনি নিভে যায়, সবার অলক্ষ্যে, কেউ দেখেনা" - চমৎকার পর্যবেক্ষণ!
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।