![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিংকর্তব্যবিমূড় I don't want to be a product of my environment.... I want my environment to be a product of me.
টানা চারবার ব্যালন ডি অর জেতা ভিনগ্রহের ফুটবল খেলা লিওনেল মেসিকে এসময়ের কেন, অনেকে তো সর্বকালের ফুটবল গ্রেটদের তালিকাতেও রাখেন। কিন্তু মজার বিষয় হল এই তারকাকে তার নিজ দেশ আর্জেন্টিনার লোকেরা দুচোখে দেখতে পারে না! কিন্তু কেন?!!! চলুন জানি...
ব্রাজিলের মাঠে যখন লিওনেল মেসি এবারের বিশ্বকাপ মিশনে নামবেন তখন তার মাথার উপর সবচেয়ে বড় বোঝা হয়ে থাকবে যে বিষয় সেটা হল তাকে জিততেই হবে! তা না হলে তার নিজ দেশের লোকেদের মুখে তাকে শুনতে হবে যে সে দেশের জন্য খেলে-না ক্লাবের জন্য খেলে!
২৬ বছরের খেলোয়াড়ী জীবনে কি না জিতেন নি তিনি! শুধু আক্ষেপ একটাই আর সেটা হল বিশ্বকাপ অধরা থেকে যাওয়া! বার্সেলোনার হয়ে ছয়টি লীগ শিরোপা, তিনটি চ্যাম্পিয়েন্স লীগ আরো কত কি! কিন্তু এত কিছু জেতা মেসিকে আর্জেন্টিনার লোকেরা একেবারেই দেখতে পারে না! অদ্ভুদ! তাই না? অনেকেই তো আছেন যারা ক্লাবের হয়ে অনেক ভাল খেলেন কিন্তু দেশের হয়ে তার ক্যারিয়ার ততটা ভাল না- কিন্তু তাদের তো নিজ দেশের মানুষ দেখতে পারে না এমন তো কখনো হয় না! কিন্তু মেসির বেলায় কেন এমনটি????
মেসির ব্যাপারে আর্জেন্টাইনদের যত ক্ষোভ তার ভেতর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়গুলো হল মেসি অনেক ছোট বেলায় দেশ ত্যাগ করেছে, ঘরোয়া লীগে সে খেলে নি। তবে এই দোষটা পুরটা মেসির নয়- এখানে হাত ছিল তার ভাগ্যদেবীর! মেসির ভাগ্যদেবী তার জন্য অন্য কিছু লিখে রেখেছিলেন, তাই তিনি গ্রোথ হরমোনের ঘাটতি জনিত রোগে আক্রান্ত হন আর ফুটবল ক্লাব বার্সেলোনার সহায়তা পান-আর বার্সেলোনা পায় তার ইতিহাসের সেরা খেলোয়াড়কে।
কিন্তু আর্জেন্টাইনদের আরেকটি আক্ষেপ হল, মেসি জাতীয় সংগীত এর সময় সবার সাথে তাল মিলিয়ে দেশের জাতীয় সঙ্গীত গান না। তাই তারা মনে করেন মেসির দেশের প্রতি কোন টান নেই, তার দেশের জার্সির প্রতি কোন মায়া নেই!
আরেকটি মজার বিষয় হল মেসির সহজাত সরল প্রবৃত্তির কারণে আর্জেন্টাইনরা মনে করে যে মেসির কোন ব্যক্তিত্ব নেই! নানা কারণে সবসময় আলোচনায় থাকা ফুটবলগ্রেট ম্যারাডোনাকে দেখে অভ্যস্ত আর্জেন্টাইনরা বোধহয় মেসির সরল স্বভাবকে একজন ফুটবলারের স্বাভাবিক ব্যক্তিত্ব বলে মনে করে না।
তবে যে একটা বিষয়ের জন্য যে এখনো মেসিকে আর্জেন্টাইনরা একেবারেই ছুড়ে ফেলে নি তা হল তার আর্জেন্টাইন স্প্যানিশের উচ্চারণ! সুদূর স্পেনে গিয়েও মেসি তার দেশের উচ্চারণেই কথা বলেন স্প্যানিশ ভাষায়। আর্জেন্টাইনরা এই একটা কারণেই বলতে গেলে আর্জেন্টিনা দলে মেসিকে মেনে নেয় তা না হলে তারা তাকে হয়ত জাতীয় দলেই ঢুকতে দিত না! আর্জেন্টাইনদের দৃষ্টকোণ থেকে মেসি আর ম্যারাডোনার ভেতর সবচেয়ে বড় তফাত হল ম্যারাডোনা ফুটবল শিখেছেন আর্জেন্টিনার কাদা মাটিতে আর মেসি ফুটবল শিখেছেন দামি কাতালান কাপড় গায়ে জড়িয়ে! সাধারণ আর্জেন্টাইনদের পরিবারে জন্ম নেয়া ম্যারাডোনাকে আর্জেন্টাইনরা নিজেদের লোক বলে মনে করে!
২০০৬ সালের বিশ্বকাপে জার্মানীর কাছে বিধস্ত হওয়ার পর মেসি নিজের দেশের মানুষের কাছে আরো বড় খলনায়কে পরিণত হন! তবে বিশ্বকাপ বাছাই পর্বে ১০ টি গোল করে আর্জেন্টিনাকে মূল পর্বে খেলার সুযোগ করে দিয়ে তিনি দেশের মানুষের কাছে নিজের ভাবমূর্তি কিছুটা হলেও পরিবর্তন করতে পেরেছেন।
মেসি কি পারবেন এবার বিশ্বকাপ জিতে নিজ দেশের মানুষের কাছে নিজের একটই পাকা স্থান তৈরি করে নিতে? সময়ই দিতে পারবে এর সঠিক জবাব.........
বিঃ দ্রঃ আমি নিজে একজন অন্ধ মেসিভক্ত তাই পোস্টটিকে মেসির বিপক্ষে লেখা বলে মনে করার কোন কারণ নাই!!!!
(তথ্যসূত্রঃ ফক্স সকার, গোল ডট কম, মুন্ডো ডেপোর্টিভো, ব্লিচার রিপোর্ট)
১১ ই জুন, ২০১৪ সকাল ১১:২২
ই ম ন বলেছেন: true fact!
২| ১১ ই জুন, ২০১৪ সকাল ৮:৩৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রবাসী পাঠক বলেছেন: মেসি আর্জেন্টিনার প্রতি দায়বদ্ধ নয় এ ধারণা অনেক আর্জেন্টাইনই পোষণ করে। কিন্তু মেসি চাইলেই স্পেন জাতীয় দলের হয়ে খেলতে পারত। মেসি কিন্তু তা করে নি, সে নিজের মাতৃভূমিকেই বেঁছে নিয়েছিল। দেখা যাক পাহাড় সমান প্রত্যাশার চাপ মাথায় নিয়ে মেসি এই বিশ্বকাপে কি করতে পারে!!!
৩| ১১ ই জুন, ২০১৪ সকাল ৯:১৭
এন ইউ এমিল বলেছেন: সবকিছুর উপরে খেলোয়ারী যোগ্যতা, একজন কেলোয়ারের জিবনে এর উপর আর কোন কথা থাকতে পারেনা,
১১ ই জুন, ২০১৪ সকাল ১১:২৫
ই ম ন বলেছেন: true!
৪| ১১ ই জুন, ২০১৪ সকাল ১০:০২
মামুন রশিদ বলেছেন: এই রকম অসহনীয় মানসিক চাপ সব স্টার খেলোয়ারের উপরই থাকে । আই লাইক মেসি, সে সব চাপ জয় করে অন্য গ্রহের ফুটবল খেলে বিশ্বের ফুটবল ভক্তদের মন জয় করে নিতে পারবে ।
১১ ই জুন, ২০১৪ সকাল ১১:২৩
ই ম ন বলেছেন: hmm
৫| ১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৬
ইমরুল_কায়েস বলেছেন: আরেকটি মজার বিষয় হল মেসির সহজাত সরল প্রবৃত্তির কারণে আর্জেন্টাইনরা মনে করে যে মেসির কোন ব্যক্তিত্ব নেই! নানা কারণে সবসময় আলোচনায় থাকা ফুটবলগ্রেট ম্যারাডোনাকে দেখে অভ্যস্ত আর্জেন্টাইনরা বোধহয় মেসির সরল স্বভাবকে একজন ফুটবলারের স্বাভাবিক ব্যক্তিত্ব বলে মনে করে না।
১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৮
ই ম ন বলেছেন: kosto pailam hai deikha :p
৬| ১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১০
অশ্রু হাসান বলেছেন: দেখা যাক কি করিয়া ফেলেন উনি
১২ ই জুন, ২০১৪ সকাল ৯:১৭
ই ম ন বলেছেন:
৭| ১২ ই জুন, ২০১৪ রাত ২:১৪
মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: হুম, সময়ই দিবে এর জবাব। দেখা যাক কি হয়।
১২ ই জুন, ২০১৪ সকাল ৯:১৭
ই ম ন বলেছেন:
৮| ১৪ ই জুন, ২০১৪ রাত ১১:৫১
ই ম ন বলেছেন: Tomorrow......
৯| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৭:০৭
আপেক্ষিক বলেছেন: গোল একটা পেয়েছেন তিনি
২৪ শে জুন, ২০১৪ সকাল ৮:২৫
ই ম ন বলেছেন: 2 goals and still counting!!!!
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৪ সকাল ৭:৫৬
প্রবাসী পাঠক বলেছেন: মেসি আর্জেন্টিনার প্রতি দায়বদ্ধ নয় এ ধারণা অনেক আর্জেন্টাইনই পোষণ করে। কিন্তু মেসি চাইলেই স্পেন জাতীয় দলের হয়ে খেলতে পারত। মেসি কিন্তু তা করে নি, সে নিজের মাতৃভূমিকেই বেঁছে নিয়েছিল। দেখা যাক পাহাড় সমান প্রত্যাশার চাপ মাথায় নিয়ে মেসি এই বিশ্বকাপে কি করতে পারে!!!