নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিমূড়

ই ম ন

কিংকর্তব্যবিমূড় I don't want to be a product of my environment.... I want my environment to be a product of me.

ই ম ন › বিস্তারিত পোস্টঃ

***যে সমস্ত কোম্পানি (আপনি হয়ত এদের পণ্য ব্যবহার করছেন!) ইসরায়েলকে সরাসরি হত্যাযজ্ঞে সহায়তা করছে***

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫০

ফেসবুক, কোকাকোলা, বাটা-ইহুদী মালিকানাধীন প্রতিষ্ঠান-তাই এগুলো বর্জন করবেন??!! অনেক ইহুদী আছে যারা এই ইসরায়েলী আগ্রাসনের বিপক্ষে!!! ইহুদী মালিকানাধীন প্রতিষ্ঠান নয় বরং যেসমস্ত প্রতিষ্ঠান ইসরায়েল কে নানা ভাবে সরাসরি সহায়তা করে আসছে এই হত্যাযজ্ঞে তাদেরকে বয়কট করুন...!!! তবে এর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানই ইসরাইল এ ব্যবসা করে মাত্র-একান্তই সেদেশীয়-আর্ন্তজাতিক অঙ্গনে তাদের ঘোরাফেরা কম! তবে কিছু প্রতিষ্ঠান আর্ন্তজাতিক এবং বাংলাদেশেও আপনি এদের প্রোডাক্ট পাবেন-চলুন দেখি এমন কিছু প্রতিষ্ঠানঃ



১। Caterpillar Inc: সবচেয়ে নিন্দিত এই প্রতিষ্ঠানটি! হাজার হাজার নিরীহ ফিলিস্তিনী নাগরিকদের উপর ইসরায়েলী সেনারা হামলা করছে এই কোম্পানীর বানানো সাজোয়া যানগুলো দিয়ে। শুধুমাত্র ফিলিস্তিনীদের উপর যাতে সহজে অত্যাচার করতে পারে-এজন্য তারা তাদেরকে বিশেষভাবে তৈরি বুলডোজার, সাজোয়া যান ইত্যাদি সরবরাহ করে আসছে! বাংলাদেশে এই কোম্পনীর নির্মাণ সামগ্রী(ট্রাক,বুল্ডোজার,ক্রেন) পাওয়া যায়-দয়া করে এগুলো বর্জন করুন। বসুন্ধরা সিটির #মোস্তফা মার্টে এই কোম্পানীর লাইসেন্সিং এ বানানো জুতা পাওয়া যায়-এগুলো বর্জন করুন!



২। L’Oreal: ফরাসী এই প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকেই জিয়োনিজমের কট্টর সমর্থক। এরা ইসরায়েলের বিভিন্ন সামরিক কার্যক্রমকে সরাসরি সমর্থন করে এবং ইসরায়েল এর সামরিক বিশেষজ্ঞদের নানা সময় পুরস্কৃত করে আসছে। আপুদের বলি, যদি গাজায় মারা যাওয়া একটি শিশুর জন্যও মায়া লেগে থাকে তাহলে L’Oreal এর সকল প্রকার প্রসাধনী বর্জন করুন!



৩। Victoria’s secret: যুক্তরাষ্ট্র ভিত্তিক এই Lingerie রিটেইলারটি সেই শুরু থেকেই ইসরায়েলের সমস্ত কার্যক্রমকে সমর্থন করে আসছে এবং নানা ধরণের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনকে তারা তাদের মৌলিক অধিকার হিসেবে আখ্যা দিয়েছে! যারা এই ব্রান্ডের পণ্যগুলো ব্যবহার করেন-তারা দয়া করে এগুলো বর্জন করুন!



৪। CEMEX: এই প্রতিষ্ঠানটি বাংলাদেশেও তাদের কার্যক্রম চালায়-নারায়ণগঞ্জের কদমরসূলে এদের সিমেন্ট ফ্যাক্টরী। নীতিগত কারণে মেক্সিকান এই প্রতিষ্ঠানটি ইসরায়েলীদের সমস্ত কাজকে সমর্থন করে! Coalition of women for Peace এর দেয়া তথ্য অনুযায়ী পশ্চিমতীরে উচু উচু দেয়ালগুলো বানাতে সবধরণের ভর্তুকী দিয়ে এই প্রতিষ্ঠানটি ইসরায়েল কে সহায়তা করে আসছে! নতুন অবৈধ বসতি স্থাপনের সময়েও তারা নানা ভাবে সহায়তা করে আসছে! এদের উৎপাদিত সিমেন্ট বর্জন করুন!!!



৫। DELL: অনেক দুঃখজনক হলেও সত্য যে, আমাদের অনেকেরই প্রিয় এই কম্পিউটার ব্রান্ডটি প্রতি বছর কোটি কোটি ডলার ভর্তুকি দিয়ে ইসরায়েলের সেনাবিহিনী কে কম্পিউটার সামগ্রী সরবরাহ করে আসছে। কয়েক বছর আগে তারা বাজার মূল্যের চেয়েও ২০ মিলিয়ন ডলার(প্রায় ১৮০ কোটি টাকা) কমে ইসরায়েল এর সেনাবাহিনীকে ৫০,০০০ বিশেষায়িত কম্পিউটার দেয় যা কিনা তারা কখনো মার্কিন সেনা বাহিনীকেও দেয় নি! দয়া করে DELL এর ল্যাপটপ এবং অন্যান্য সামগ্রী পরিহার করুন-তা যত ভালই হোক না কেন!



৬। GENERAL ELECTRIC CORPORATION: গাজায় এপাচি হেলকপ্টারগুলো থেকে ফিলিস্তিনীদের উপর হামলা চালাতে যে বিশেষ PROPULSION সিস্টেম ব্যবহার করে ইসরায়েলী সেনাবাহিনী তা GE বানিয়ে দিয়েছে বিশেষভাবে! ইসরায়েলী সেনাবাহিনী নানা ধরনের সামরিক বিমানের ইঞ্জিনের মূল সরবরাহক ও এরা! GE এর তৈরী সব ইলেক্ট্রনিক্স পণ্য বর্জন করুন!



৭। HEWLETT PACKARD COMPANY: ইসরায়েলী নেভির সমস্ত আইটি কার্যক্রম দেখাশুনা করে এই প্রতিষ্ঠানটি! গাজায় যখন মানবিক সাহায্য নিয়ে কোন জাহাজ যায় তখন এদের উপর যে হামলা চালান হয় তার সমস্ত ব্লুপ্ল্যান ইসরায়েলী নেভিকে সহায়তা করে HP এর নিয়ন্ত্রণাধীন থাকা আরেকটি প্রতিষ্ঠান MATRIX. দয়া করে ত্রাণ জাহাজে হামলাকারীদের দ্বারা উৎপাদিত সমস্ত পণ্য বর্জন করুন!



৮। MOTOROLA: লজ্জাজনক হলেও সত্য যে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদীদের জন্য MOTOROLA বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে। আর অবৈধ ইহুদী স্থাপনায় তাদের কমপক্ষে ৭০ টি টাওয়ার আছে! গাজায় হামলা চালানোর জন্য ইসরায়েলী সামরিক বাহিনীকে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা বানিয়ে দিয়েছে এই প্রতিষ্ঠানটি। ২০০৯ সালের দিকে MOTOROLA এর নিয়ন্ত্রণের থাকা একটি কোম্পানি ইসরায়েলী সেনাবিহিনীর বোমা বানাতে সহয়তা করত। MOTOROLA এর উৎপাদিত সমস্ত পণ্য বর্জন করুন!



৯। VOLVO: এই গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটিও নানা সময়ে ইসরায়েলী সেনাবাহিনী কে নানা ভাবে সহায়তা করে আসছে গাজার আগ্রাসনে! তারা বিশেষ ছাড়ে ইসরায়েলী সেনাবাহিনীকে বুলডোজার সরবরাহ করে যা কিনা এত কমে আর কোন প্রতিষ্ঠান দেয় নি! গাজায় অধিকৃত অঞ্চলে নির্মাণ সামগ্রীর সবচেয়ে বড় সবরাহকারীও এরা! VOLVO এর পণ্য বর্জন করুন!!!







খুব নির্মম বাস্তবতাও হলেও সত্য যে আমার আপনার বর্জনের ভেতরে এদের কিছুর যায় আসবে না-তবুও এই কাজগুলো করা যেতে পারে শুধু এই ভাবে যে বিশ্বব্যাপী মুসলিম কমিউনিটি একেবারেই একতাহীন হয়ে যায় নি! ন্যূনতম বিবেক বোধ থেকে এই প্রতিষ্ঠানগুলোকে বর্জন করুন যারা কিনা এই গণহত্যার সহায়তাকারী!!! আমাদের মধ্যে কিছুটা হলেও ভ্রাতৃত্ববোধ এখনো টিকে আছে! সব মানুষই অমানুষ হয়ে যায় নি! বিশ্ব মানবতার জয় হোক...!!!!!

N.B. প্রদত্ত তথ্য বিষয়ক কোন সন্দেহ থাকলে আমাকে ফেসবুকে নক করুন আর আরো তথ্য থাকলে শেয়ার করুন [email protected] ঠিকানায়...!!!



মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ েশয়ার করার জন্য।

২| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫

বাংলাদেশী দালাল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

খুবই মুল্যবান আর জরুরী তথ্য গুলোর জন্য।

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৭

ই ম ন বলেছেন: Please advice the female members of your family to avoid all L'Oreal products.

৩| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৪

মুদ্‌দাকির বলেছেন: ভাই এমন কিছু করা যায় না, জাতে করে ওদের চেয়ে বেটার কোন ব্র্যান্ড আমারা তৈরি করলাম, তারপর তা আউট অফ মার্কেট করলাম !!!! কি করে ওদের এত সব পন্য বর্জন করবেন?? আপনি ওদের অনেক অনেক পন্যের নাম এখানে উল্লেখও করেন নাই!!!! আর অনেক গুলো ছাড়াতো চলাই সম্ভব না!!! যেমন ক্যাটারপিলার কম্পানির হেভিম্যাসিনারি ছাড়া কি চলবে ?????????????

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৬

ই ম ন বলেছেন: I did mention only products those are directly involved in the aggression. There is no point of boycotting all Jews owned products. Indeed there are some Jews who are aginst this mayhem-So we should act precisely.

৪| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৬

মুদ্‌দাকির বলেছেন: আপনি ভুল জানেন, জিউরা তাদের ধর্মের প্রয়োজনেই কেউই এই সকল হত্যাকাণ্ডের বিপক্ষে নয়।

১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০২

ই ম ন বলেছেন: may be.

৫| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০২

আবু শাকিল বলেছেন: তেল সমৃদ্ধ দেশ সৌদি, সংযুক্ত আরব আমিরাত,ওমান ,কাতার ইরান এই দেশ গুলা তাদের তেল একদিন স্টক রাখলে উন্নত দেশ গুলা কাঁদতে শুরু করবে।তারা কি করছে ?????

আপনি যে পণ্য গুলা দিয়েছেন তার ব্যাপক ব্যাবহার আছে গালফ কান্ট্রি তে। আমি আবুধাবী থাকি আমি দেখেছি ইহুদী মালিকানাধীন প্রতিষ্ঠান- ফুড চেইন শপ ম্যাকডোনলাস।কফি ব্র্যান্ড স্টার বকস ব্রাঞ্চ অনেক বৃদ্ধি পাচ্ছে।তারা কেন বর্জন করছে না?

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫০

ই ম ন বলেছেন: ভাই, ইহুদী মালাকানাধীন পণ্য বর্জনের সাথে আমি পুরোপুরি একমত নই! আমি শুধু ঐ সমস্ত প্রোডাক্টের কথা বলেছি যারা সরাসরি সামরিক অভিযানে সহায়তা করছে!

৬| ১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০০

রাজ হাসান বলেছেন: খুবই দুখঃজনক যে ডেল এই কাজ করে,আমি আগে জানলে ডেল এর পন্য ক্রয় করতাম না।

১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

ই ম ন বলেছেন: খুবই মর্মান্তিক বিষয়

৭| ১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০২

পে পোঁ কইরেন না, যান। বলেছেন: VOLVO
MOTOROLA
HP
DELL
L’Oreal:


অনেক অনেক ধন্যবাদ ভাই।

খুবই মুল্যবান আর জরুরী তথ্য গুলোর জন্য

১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

ই ম ন বলেছেন: Avoid them!

৮| ১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

রাজিব বলেছেন: ভাই কিছু বলছি দয়া করে খারাপ ভাবে নেবেন না।
এই ধরনের পোস্ট সামু এবং ফেইসবুকে প্রতিবার ইসরাইল কিছু ফিলিস্তিনি মারলে আসে এবং তারপর পোস্ট দাতারা ভুলে যান যে ইসরাইল কোন কালে কিছু করেছিল। মৌসুমি পাখির মত মৌসুমি পোস্ট।
ইহুদীরা সংখ্যায় মাত্র দেড় কোটি (ইসরায়েলে ৬০ লক্ষ আর আমেরিকাতে ৭০ লক্ষের মত আর সারা বিশ্বের সব দেশ মিলে ৩০ লাখ) কিন্তু তারা লেখাপড়াকে সবচেয়ে মূল্য দেয়। তারা মূল্য দেয় জ্ঞান বিজ্ঞানকে গবেষণাকে, ব্যবসা বানিজ্যকে। আপনি এখানে কিছু কোম্পানির নাম হয় ইচ্ছা করে নাহয় অজ্ঞতার কারণে চেপে গেছেন যাদের ইসরায়েলের সঙ্গে সখ্যতা ও ভালবাসা মারাত্বক। কোক, পেপসি, ইন্টেল, গুগোল, নোকিয়া, এদের কথা বাদ দিয়েছেন। ফেইসবুকের মালিক ইহুদী এবং উইকিপিডিয়ার প্রতিষ্ঠাটাও তাই। লিস্টটা অনেক লম্বা করা যায়।
আর নোবেল প্রাইজের লিস্টে প্রায় প্রতি বছর কোন না কোন ইহুদী বিজ্ঞানের নাম থাকে। কিছু ফালতু লোক এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেষ্টা করে কিন্তু আইনস্টাইন ইহুদী ছিলেন এটাই সত্য।
ঢাকা শহর ও এর আশে (নারায়ণগঞ্জ, টঙ্গি, আশুলিয়া, সাভার, গাজীপুর, কেরানীগঞ্জ ইত্যাদি ধরে) এখন প্রায় দেড় কোটি লোকের বাস অর্থাৎ সারা বিশ্বের ইহুদীদের সমান। চলেন ভাই সব মুসলিমদের বলি তোমরা আমাদের বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগ্ননাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এসবে টাকা পাঠাও গবেষণার জন্য। তাহলে দেখবেন আগামি ২০ বছরের মধ্যে বাংলাদেশ জ্ঞান বিজ্ঞান মিডিয়া ব্যবসা সব কিছুতেও অনেক এগিয়ে যাবে। এর আস্তিক নাস্তিক ধার্মিক অধার্মিক যাই হোক অন্তত ফিলিস্তিনিদের বোম মারবে না। তখন ইসরাইলি আর আমেরিকান ব্লগাররা এভাবে বাংলাদেশী কোম্পানির লিস্ট দিয়ে বলবে আসুন ফিলিস্তিনিদের পক্ষে থাকা এসব কোম্পানির পন্য বর্জন করি।

৯| ১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

ই ম ন বলেছেন: দেখুন, আমার পোস্টের বিষয়বস্তুই হল যারা ইসরায়েল কে সরাসরি সামরিক দিক দিয়ে সহায়তা করছে এই হত্যাযজ্ঞে ইহুদী প্রতিষ্ঠান কোক, বাটা, ফেসবুক এ তাদের সখ্যতা আছে তবে এগুলোর চেয়ে উপরের গুলো বেশি , মারাত্মক পোস্ট দেয়া শুধুমাত্র কিছু লোকের জন্য যারা ইহুদী পন্য বর্জনে নেমেছেন! তার চেয়ে এই আগ্রাসনে যারা সহায়তা করছে সে ইহুদী হোক আর অন্য হোক তাদের বয়কট করা আগে প্রয়োজন। আপনি যেটা বললেন সেটা অবশ্যই করতে হবে তবে তা দীর্ঘমেয়াদী পরিকল্পনা! এখনকার জন্য এটুকু করে দেখান তাহলেই হবে!

১০| ১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: গুড পোস্ট ইমন ...
ধন্যবাদ ...

১১ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৩

ই ম ন বলেছেন: :D

১১| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই মর্মান্তিক । মূল্যবান একটি পোস্ট। উক্ত প্রসাধনী সামগ্রী আর নয়

১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৬

ই ম ন বলেছেন: খুবই ভাল লাগল প্রমিলা পাঠিকার মন্তব্য পেয়ে! বর্জন করা বাদে আমাদের খুব অল্পই করার আছে!

১২| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৫

রাজিব বলেছেন: ভারতীয় সিরিয়ালের মত ফালতু ওপ্রয়োজনীয় জিনিস আমরা ছাড়তে পারিনি সেখানে DELL, GE, HP এর মত দরকারি পন্য ছাড়ার ব্যাপারে আমি খুব আশাবাদী নই। ইসরাইলীরা এখন পিকনিক করছে তাই আমাদের বিবেক অস্থির হয়ে পড়েছে কয়েকদিনের জন্য কিছু করতে। তারপর আবার একবছরের মত আমরা ভুলে যাবো ইসরাইলদের বর্বরতার কথা। এক বছর পর আবার ইসরাইলীরা নিরিহ মানুষ শিকারের পিকনিকে নামবে তখন আবার আমাদের বিবেক অস্থির হবে। আবার সেই পুরনো লিস্ট সামনে আসবে পন্য বর্জন করা। এই ব্লগেই ৮ বছর ধরে দেখছি আরও ৮ বছর দেখবে।
সত্যিই আমাদের উচিৎ দীর্ঘমেয়াদী চিন্তা করা। আপনার পোষ্টের সঙ্গে আমার দ্বিমত নেই। আপনার আন্তরিকতা নিয়েও সন্দেহ নেই। আমি শুধু আমার নিজ চোখে দেখা অভিজ্ঞতা শেয়ার করলাম।

১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৭

ই ম ন বলেছেন: একটা হল পণ্য আর আরেকটা হল সরাসরি সহায়তা!

১৩| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ২:৪৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অনেকেই সমালোচনা করলেন। কিন্তু পোস্টের দৃষ্টিভঙ্গি খুবই ভাল। প্রিয়তে রইল।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫২

ই ম ন বলেছেন: ধন্যবাদ :D

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯

রঙীন রবীন বলেছেন: তথ্য গুলো কতটা আসল, এই ব্যাপারে আমি সন্দিহান। হতেও পারে যে আপনি, উল্লেখিত ব্র্যান্ড গুলোর প্রতিদ্বন্দ্বী র হয়ে কাজ করছেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৮

ই ম ন বলেছেন: ডেটা চাইলে দিতে পারব :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.