নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমন জামানের এলোমেলো লেখনী আর ছবিকথায় আপনাকে স্বাগতম।

ইমন জামান

আমি পেশায় জল যন্ত্রমানব। লেখালেখি আর পাহাড়-সমুদ্র ঘুরে বেড়ানো শখ আর ছবি তোলা আমার নেশা।আমি একজন ছবিওয়ালা।

ইমন জামান › বিস্তারিত পোস্টঃ

এটি আজকের চট্টগ্রাম এর একটি রাস্তার পাশে বেড়ে ওঠা বাজারের দৃশ্যপট।। আমরা আদৌ কি সচেতন হবো?

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১১



ভিডিও না দেখা গেলে এখানে ক্লিক করুনঃ
Video Link

চট্টগ্রাম মহানগরীর বেপারীপাড়া এলাকার একটি মোড়ে রাস্তার পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বাজারের আংশিক অংশের দৃশ্যপট এটি !!
আজ সকাল ১১টার সময়কার। আমাদের মধ্যে এখনো সচেতনতাবোধটা আসলে আসেনি। ভাবি, কয়েকটা দিন টাটকা সবজি না খেলে কি হয়না আমাদের! অনেকেই বলবেন এসব মানুষ প্রয়োজনে বের হয়েছেন। হ্যা প্রয়োজনেই বের হয়েছেন, কিন্তু প্রয়োজনটা কি নিতান্তই গুরুত্বপূর্ণ ছিল?
আজ পত্রিকায় পড়লাম, লিখেছে.. করোনা রোগীর শ্বাসকষ্ট এর চিত্র যদি মানুষ দেখত, তাহলে আর কেউ ঘর থেকে বের হতে সাহস পেতনা। আমরা বোধ হয় করোনাকে কোন রোগই ভাবছিনা!!

আমি জাহাজ সম্পর্কিত কাজের সাথে জড়িত। আমাকে নিতান্তই বাধ্য হয়েই গত ৩-৪ দিন যাবৎ জাহাজে যেতে হচ্ছে। গতকালও এই রাস্তার ধারে গড়ে ওঠা বাজারের বেহাল দশা দেখেছি। একটা মাত্র চিত্রের বর্ণনা দিই। গতকাল দেখলাম, একটা পাকা পেপে বহনকারী ভ্যান গাড়ি ঘিরে আনুমানিক ১০-১২ জন দাঁড়িয়ে পেপে কিনছে। হুম বুঝেছি, আমরা বেশ সচেতন তো তাই। করোনায় ভিটামিন প্রয়োজন তাই সবাই তারা দলবেঁধে পেপে কিনছে,বেশ ভালো। তা বলি কোন প্রোটেকশন এর বালাই নাই, একটা ভ্যান গাড়ির চারপাশে ১০-১২ জন দাঁড়িয়ে সামাজিক দূরত্ব- এর গুষ্টি কিলিয়ে যে ভিটামিন কিনছেন,তাতে কি ভালো হচ্ছে!! এমনি সচেতন আপনারা... পুরাই আজব!!

আচ্ছা এসব কাচামালের বাজার,সবজি ইত্যাদি জিনিসপত্র কেনাকাটা কি প্রতিদিনই করা প্রয়োজন? মনে করুন না, বন্যা দূর্গত এলাকায় আটকা পড়েছেন। শুকনা খাবার খেয়ে বাচতে হবে। কিংবা মনে করুন দেশে দুর্ভিক্ষ চলছে। এখন আর কোন উপায় নাই...
এই করোনা মহামারী কি এসব বন্যা, দুর্ভিক্ষের চেয়ে কম ভয়াবহ.. লাগছে !!!

আল্লাহর রহমতে এখনো করোনা আক্রান্তের সংখ্যা আমাদের দেশে যুক্তরাষ্ট্র, স্পেন, যুক্তরাজ্য, ইটালি,চীনের চেয়ে অনেক কম।চট্টগ্রাম এর মত বেশ কিছু শহরে এখনো সর্বোচ্চ সতর্কতা এবং সচেতনতা বজায় থাকলে আক্রান্তের সংখ্যা হয়ত লাগাম টানা সম্ভব। কিন্তু এমন অপরিকল্পিত বাজার বা লোক সমাগম হলে এই বানিজ্যিক নগরী চট্টগ্রামেও আক্রান্তের সংখ্যা কিন্তু মহামারী আকার ধারণ করতে পারে।
ভুলে গেলে চলবেনা .. চট্টগ্রাম বিভাগ করোনা ঝুঁকিতে ১ নম্বরে রয়েছে!
সর্বশেষ, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি। কারণ আমরা এখনো বিশ্বাস রাখি, আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী যদি চায় বর্তমান সময়ের এমন পরিস্থিতি সামাল দিতে পারবে।এই মহামারীতে মাইকিং আর সচেতনতা বৃদ্ধির গান অনেক হয়েছে, আমরা এতে অভ্যস্ত নই। আমাদের ডান্ডার বাড়ি লাগে, না হয় সোজা হওয়ার মানুষ আমরা নই। লাগাম টানার এখনো সময় আছে,অনুগ্রহকরে এখনি লাগাম টেনে ধরুন।

যাই হোক, সবার জন্য আল্লাহর নিকট দোয়া করি, আমার ও আমার পরিবারের জন্যও সকলে দোয়া করবেন।

ঘরে থাকুন, ভালো থাকুন।

শুভ পহেলা বৈশাখ ১৪২৭

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: পৃথিবীর জরাজীর্ন দুর হোক, সবাই সুস্থ থাকুক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.