![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি পড়ে নাগরিক
বৃষ্টি।টুপোর টাপুর
ঝন ঝনা ঝন,কত
গীতের সৃষ্টি।
বৃষ্টিপড়ে জলজমে
চিলেকোঠার করিডোরে।
জলেরধারা দলবেধে,
বাসগৃহে প্রবেশ করে_
অগোচরে।
বৃষ্টি পড়ে জল জমে
আজব শহর তলিয়ে পড়ে,
রাজপথ করে জলে থৈথৈ
পরিবহনের থামে হৈচৈ।
বৃষ্টি পড়ে জলে কাদা
জমে!জমে বিনের ময়লা ,
ময়লা জলের রং দেখে
মুচকি হাসে কয়লা।
বৃষ্টি পড়ে জল জমে
রাশি রাশি জল করে টলমল।
©somewhere in net ltd.