![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বলি পাপ
তাদের নিকট পূণ্য ,
ঐ মতে না চলিলে
বঞ্চিত হই ;সম্পূর্ণ।
আমি দেখি দূর্নীতি
তাদের কাছে নীতি,
সে পথে না হাটিলে
আমার হয় ক্ষতি।
উনাদের 'উচিত' মুখে
অনুচিত কাজে,
এই পদ্ধতি না মানিলে
আমি অপেশাদারিত্ব ; বাজে।
আমারওতো বাঁচাতে হয়
মান সন্মান নিয়ে,
আমি নাহয় করে খাই
তাদের মতো হয়ে।
২০ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪৭
ইমন শাই বলেছেন: ধন্যবাদ
২| ১৭ ই জুলাই, ২০২১ রাত ৮:১০
আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ ইমন ভাই। মনোযোগ দিয়ে পড়লাম । বানানে ভুল আছে। সংশোধন করে নিবেন। যেমনঃ পূর্ণ নয় পূণ্য এবং অনউচিত নয় অনুচিত। শুভেচ্ছা নিরন্তর। আমার ব্লগে নিমন্ত্রণ রইল।
২০ শে জুলাই, ২০২১ সকাল ৯:৫০
ইমন শাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। অবিরত মঙ্গলময় হোক আপনার চলার পথ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০২১ রাত ৮:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+