![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালোয়; আলোয় ভরা এই ভূবণ
কিছু দেখা; কিছু হলোনা,
আপন ;পর নিয়ে এই স্বপন
কিছু ধরা; কিছু গেলোনা।
আজ ঘর বন্দী রেখেছে
'করোনা'।
রুদ্ধশ্বাস চার দেয়ালে
আগুনে আমাজান ছারখার জ্বলে
আকুতি কেউ কি শুনেছি
ঐ প্রনের কান্না!
আজ ঘর বন্দী রেখেছে
'করোনা'।
আতংক উদ্বেগে প্রতি মুহূর্ত
অযথাই আছে পারমাণবিক অস্ত্র
ও শুধু মানুষ মারে
মানুষের শত্রু না!
আজ ঘর বন্দী রেখেছে
'করোনা'।
নৈতিকতায় কুৎসিতে আমাদের মন ভরা
মানুষেরা অবশেষে সুবোধ ছাড়া,
পৃথিবীর হয়েছে অসুখ
প্রকৃতির ক্ষমা করে না।
আজ ঘর বন্দী রেখেছে
'করোনা'।
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:২০
ইমন শাই বলেছেন: ধন্যবাদ
২| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৩
হাবিব বলেছেন: করোনা মুক্ত বিশ্ব কামনা করি
০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
ইমন শাই বলেছেন: আমিন
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:০৪
খোলা জানালা। বলেছেন: দারুণ