![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় প্রতিটি রাজনীতিবীদ,বিচারক,শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার,সরকারি কর্মকর্তা,
ব্যাবসায়ী, সাংবাদিক, আইনজীবী এবং বিভিন্ন পেশাজীবিগন একসময় এসে বলেন
আমি পেশাগত জীবনে কোন অন্যায় এবং দূর্নীতি কে প্রশ্রয় দিইনি ও গ্রহণ করিনি।
সে কথা শুনে বলিঃ
-"বাহ বেশ,
-তাইতো এগিয়েছে দেশ"।
কিন্তু দেশ ভরা দূর্নীতিতে!
পিপড়ে - মশাদের থেকে দুর্নীতির সংখ্যা বেশী।
এগুলো কি সব দুধ ওয়ালা, পরিস্কার ওয়ালা, সবজি ওয়ালা, রিক্সা ওয়ালা,
আর পরিবনের হেল্পাররা করে?
লোকে কয়ঃ করে-করে
-সবাই করে; কয়জন আর ধরা পরে!
যে দেশে দুর্নীতি বহে রক্তে,নিশ্বাসে,প্রশ্বাসে
মুখে শুধু না।
সেই দেশে দুর্নীতির নাম সরলবিশ্বাস।
০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৮
ইমন শাই বলেছেন: জানা নাই ভাই।
যতটা সম্ভব নিরাপদে ও সুস্থ থাকবেন।
২| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
নিজ এলাকার খবর জানেন না, এতকিছু নিয়ে লিখে ফেলেছেন!
০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৯:১৮
ইমন শাই বলেছেন: হ, ভাই।
অযথা বাহিরে ঘোরাঘুরি করবেনা না।
৩| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: দুর্নীতিবাজরা ঘুষ নেয়ার সময় বলে আপনাদের উপদেষ্টা হিসাবে আমরা এই অর্থ গ্রহণ করিলাম। অনেকে বলেন স্পিড মানি। অর্থাৎ কাজকে গতিশীল করার জন্য দেয়া অর্থ। আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেবও স্পিড মানির পক্ষে বলেছেন। আরেকটা থিউরি হোল, না চাইতেই কেউ যদি দেয় তাহলে সেই অর্থ গ্রহণ করা অন্যায় না। সরকারী কর্মকর্তা এবং কর্মচারীরা অনেকেই বেতন নেন অফিসে আসা এবং যাওয়ার কারণে। তাদের অফিসের কাজের বিনিময়ে অর্থ প্রদান করে থাকে সেবাগ্রহিতা। অনেক অফিসে ঘুষের হিসাব রাখার জন্য পাকা খাতা আছে।
০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৯:২০
ইমন শাই বলেছেন: ঠিক বলেছেন অনেকের পাঁকা খাতা আছে।
৪| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১:৫৬
ফাহিমা আক্তার বলেছেন: আমরা নিজেরকে দুর্বলভাবে প্রকাশে ইচ্ছুক সর্বদা। যার ফলস্বরূপ আমরা সরলবিশ্বাস নামে চুপচাপ থাকা পছন্দ করি।
০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৯:২২
ইমন শাই বলেছেন: এটা আমাদের রীতি তে পরিনত হয়েছে।
৫| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ২:১৪
দেয়ালিকা বিপাশা বলেছেন: সকলেরই নৈতিকতার অভাব আছে। ঘুষ প্রদানকারী এবং গ্রহণকারী দুজনকেই নৈতিকতার পথ অনুসরণ করতে হবে।
০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৯:২৩
ইমন শাই বলেছেন: তাহলে তো আমরা ভালোই হয়ে যাবো।
৬| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: সরল বিশ্বাসের দিন মরে গেছে। মানুষ এখন ভয়ানক কুটিল জটিল।
০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৩
ইমন শাই বলেছেন: যতো কুটিল আর জটিল
এসব ভরা মানুষের দিল।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
আপনাদের এলাকায়, করোনায় কতজন মানুষের মৃত্যু হয়েছে?