![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথায় বীর্য
নুনুতে চ্যাতনা
ক্ষমতার মুরোদ
বাঙালি সোদেনা।
নায়ক নাইকা,
করে ব্যবহার!
দাম্ভিক চরিত্রহীন
প্রতিমন্ত্রী টাকলার।
সেচ্ছায় আসো
নয়তো ধর্ষণ!
নেতার হুমকি
যেনো গোলাবর্ষণ।
কুশিক্ষার শিক্ষায়
প্রসিদ্ধ কুলাঙ্গার
পরিচয় তার
আচার ব্যবহার।
লোকের ঘৃণা
সাথে নিয়ে -
দিব্যি হাসে
ইনিয়ে-বিনিয়ে।
জয় হয়েছে
রাতের ভোটে,
ভেঙেছে হাঁড়ি
ভরা হাটে।
মুরাদ নামের
অমানুষ তিনি,
অসৎ রাজার
চাটার খনি।
একদিন কাটবে
নিষ্ঠুরতার রেষ,
সেদিন খেলা -
শেষ, বাংলাদেশ।
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৯
ইমন শাই বলেছেন: রিমান্ড হবে নাকি?
বিভিন্ন মেয়রদের হচ্ছে।
২| ০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: মুরাদ বেশ কিছু দিন ধরেই খুব উজাই ছিলো। তখনই আমি বুঝেছি। হারামজাদার পতন হবে খুব শ্রীঘই।
০৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৭:২৯
ইমন শাই বলেছেন: পীপিলিকার পাখা থিওরি এপ্লাই হয়ে গেছে।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৪:১৭
ভবিষ্যত বলেছেন: বাংলার মন্ত্রী আমলার জন্য সব ফ্রী..... এটা কোনো ব্যাপার না.... এটা বাংলাদেশে যায়েজ কাজ....
০৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৩১
ইমন শাই বলেছেন: ওনাদের জায়েজ কাজ আমাদের বিড়ম্বনা বাড়ায়।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৬
কলাবাগান১ বলেছেন: চাকরি নট। নারী তথ্যমন্ত্রী চাই