![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উন্নয়নের বেড়াজালে
ডুবছে দেশ ঋণের তলে।
জনগন পিষে মারে
তেল ছাড়া খাবার খারে।
ক্যামনে মোরা নিরব রই!
তেলের গ্যালন গেলো কই?
ঋনের বোঝায় কৃষক মরে
কুমড়া দিয়ে বেগুনি করে।
"তত্ত্বাবধায়ক সরকারে
চাই নির্বাচন,
দাবী একটাই আর নয়
আষাঢ়ে বচন"।
দিনদিন বাড়ছে জিনিসপত্রের দাম
উন্নয়নের নামে হচ্ছে নিচু-
জীবনযাত্রার মান।
তিন হাজার কোটি টাকা খরচ করে
তিন বছর ধরে
মহাকাশে যাচ্ছে দিয়ে লাইট,
এক আনাও করেনি আয়!
কিভাবে শোধাবে ঋণ ?
বঙ্গবন্ধু স্যাটেলাইট ।
হাসিনার অধীনে নির্বাচন
অপচয় লোকদেখানো প্রহসন।
হাসিনা হঠাও আন্দোলন
স্বতঃস্ফূর্ত জনগন।
এসো জনতা করি নাশ
হাসিনা ভাইরাস।
এসো কর্মী ধরি হাত
ওরা খেলে দুধভাত।
হবে হবে হবে সিন
আওয়ামীলীগ ভাইরাসে
বিএনপি'র ভ্যাক্সিন।
আবারও আসো জীয়ারসেনা
রাজপথে হবে লেনাদেনা।
ডাক দিয়াছে তারেক জিয়া
ফিরবো ঘরে বিজয় নিয়া।
গনতন্ত্রের আন্দোলন ছাড়া বাকী সব বাদ
স্লোগান ২০২২ বাংলাদেশ জিন্দাবাদ।
০৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:৩৭
ইমন শাই বলেছেন: ভাই আপনার মন সুন্দর
২| ১৫ ই মে, ২০২২ দুপুর ২:৪৫
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ২০২০ - ২০২১ বৈদেশিক ঋণের দায় ১৯১ কোটি ডলার।
০৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:৩৮
ইমন শাই বলেছেন: ওরে বাপ - এতো মেলা ঋণের চাপ!
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০২২ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। বাস্তব কবিতা।