নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একমনে চুরি করে;আরেক মনে বিচার মানে,আমি কে? আমার মন জানে।

ইমন শাই

আত্মতত্ত্ব অর্জনের চেষ্টা করি

ইমন শাই › বিস্তারিত পোস্টঃ

অমর জিয়া

৩০ শে মে, ২০২২ বিকাল ৩:২২



করেছো দেশ প্রেমে তুমি
নিজেকে দান।
তুমি মহান;স্বাধীনতার ঘোষক
বীর উত্তম জীয়াউর রহমান।

ইতিহাস বিকৃতি করে বাংলার জমিনে
পারেনি মুছতে তোমার নাম,
তুমি অমর- অম্লান , তুমি মানচিত্র -
তুমি স্বাধীনতার প্রতীক,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তুমি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক
আজও তোমার দেখানো পথে চলি,
সমতল নদী পাহাড় সমুদ্র -
জনতার নেতা,
তোমার শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।


মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২২ বিকাল ৩:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই

০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৮

ইমন শাই বলেছেন: জানান ভাই।

২| ৩০ শে মে, ২০২২ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: জিয়া অমর হোক। মানুষ হত্যা করুক।

০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১০

ইমন শাই বলেছেন: অমর হয়ে মানুষ হত্যা করবে কেনো?

৩| ৩০ শে মে, ২০২২ বিকাল ৪:২৮

খাঁজা বাবা বলেছেন: গনতন্ত্র আবার মুক্ত হোক।

০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১১

ইমন শাই বলেছেন: গনতন্ত্র ও বাক স্বাধীনতা আবার মুক্ত হোক।

৪| ৩০ শে মে, ২০২২ বিকাল ৫:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার কবিতায় কেউ কেউ রাগ করবেন।

০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১২

ইমন শাই বলেছেন: সেটাই স্বাভাবিক। আপনাকে ধন্যবাদ।

৫| ৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার সোনার বাংলা আমি তোমায়ই ভালো বাসি।
শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা।
কিন্তু জামাত তো বিএনপিকে ডুবাবে।

০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৩

ইমন শাই বলেছেন: জামায়াত মুক্ত বিএনপি চাই

৬| ৩১ শে মে, ২০২২ রাত ২:৩৮

সোনাগাজী বলেছেন:


জেনারেল জিয়া ৩০০'এর বেশী মুক্তিযোদ্ধা সৈনিককে ফাঁসী দিয়েছিলো; সব সৈনিকদের মাঝে আপনার পরিবারের বা জানাশোনা কেহ ছিলো?

০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৪

ইমন শাই বলেছেন: না ভাই মতিয়া চৌধুরী আর বাকশালের প্রধান আমার আত্নীয়।

৭| ৩১ শে মে, ২০২২ সকাল ১১:১২

জুল ভার্ন বলেছেন: প্রতিদিনের প্রার্থনায়-
জিয়াউর রহমান একটি নাম, একটি ইতিহাস।
একবুক ভালোবাসা আর সম্মানের নাম জিয়াউর রহমান।
আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই।

০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৪

ইমন শাই বলেছেন: আচ্ছা ঠিক আছে।

৮| ৩১ শে মে, ২০২২ বিকাল ৫:৩৭

জগতারন বলেছেন:
মোনাফেক কাজ, ষড়যন্ত্র, ব্যাক্তিস্বারথ দিয়ে রাজনীতি করা যায় না।
বি-এন-পি এর প্রতিষ্ঠা হয়ে ছিল ষঢ়যন্ত্রের মধ্য দিয়ে।
মোনাফেক জিয়া যেমন বিলীন হয়েছে তেমনি তিনার বিবি মূর্খ খালেদা ও লম্পট ও দুস্কৃতিকারি পোলা তারেক জিয়াও বিলীন হবে বাংলাদেশের রাজনীতি থেকে।
কারন রাজনীতিতে ষঢ়যন্ত্র কোন দিন তামাদি হয় না।
---- অন্তত ইতিহাস ও প্রকৃতির অভিশাব তাই স্বাক্ষী দেয়।

০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৭

ইমন শাই বলেছেন: আপনার ব্যাক্তিগত ইতিহাস আর রাষ্ট্রীয় ইতিহাস এক নয়।

৯| ৩১ শে মে, ২০২২ বিকাল ৫:৩৮

জগতারন বলেছেন:
জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারী খুনিদের দেশের বাইরে দায়িত্ব দিয়েছেন, দূতাবাসে চাকরি দিয়েছেন।

০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৬

ইমন শাই বলেছেন: হুম দিছে।আওয়ামিলীগের নেতারা তখন কি করছে?

১০| ৩১ শে মে, ২০২২ বিকাল ৫:৪১

জগতারন বলেছেন:
জিয়া হলো নব্য মীরজাফর, একটা গাদ্দার ও বিশ্বাসঘাতক খুনি।
বঙ্গবন্ধু তাকে বিশ্বাস করে সেনা উপপ্রধান পর্যন্ত বানিয়েছেন, তার ভাঙ্গা সংসার জোড়া দিয়েছেন।
সে-ই বঙ্গবন্ধুর খুনিদের ষড়যন্ত্র জানার পর সে তা আটকানো দুরে থাক বরং তাদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রদুতের চাকরি দিয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছে।
এমনকি সেই হ্ত্যার বিচার বন্ধে ইণ্ডেমনিটি পর্যন্ত চালু করেছিল।
যে কর্নেল তাহের তার জীবন বাঁচিয়েছেন সেই তাহেরকে বিচারের নামে সে ফাঁসিতে ঝুলায়।
তার নির্দেশে হাজার হাজার আর্মি অফিসার হত্যা করা হয়।
বিচারপতি সায়েমকে সরিয়ে জোর করে প্রেসিডেণ্ট পদ দখল করে।
ঐ কুলাঙ্গার নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য ক্ষমতায় থেকেই হ্যাঁ /না ভোটের আয়োজন করে,
যাতে ফল্স ভোটে হ্যাঁ’র সংখ্যা এত বেশি ছিল যে সবাই একে জালিয়াতির নির্লজ্জ উদাহরন বলেছিল।
বেশরম বিএনপির চ্যালাগুলোর লজ্জা থাকলে কথা বলতোনা।

০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৮

ইমন শাই বলেছেন: ভাই আপনি কি খন্দকার মোশতাকের ভাতিজা।

১১| ৩১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

সোনাগাজী বলেছেন:


সমান্য রাজনীিতিও বুঝেন না, পদ্য মিলায়ে কি হবে?

০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩১

ইমন শাই বলেছেন: ওবায়দুল কাদেরের উপদেষ্টা ভাই পদ্য না মিলায়ে কি হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.