নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/EngineerSaiful.bd

ইঞ্জিনিয়ার সাইফুল

যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। কারণ মিথ্যা তাঁর প্রকৃতগত কারণেই বিলুপ্ত হয়ে যায়!!!! আল-কুরআন সূরা- ইসরা, অধ্যায়-১৭, আয়াত-৮১.

ইঞ্জিনিয়ার সাইফুল › বিস্তারিত পোস্টঃ

ফেয়ার এন্ড লাভলীর বিরুদ্ধে কেউ মামলা করে না কেন??

০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৯

ছোট বেলা থেকেই টিভিতে দেখে আসছি ফেয়ার এন্ড লাভলী ইয়ুজ করলেই নাকি মাত্র ৬ সপ্তাহে রঙ ফর্সা হয়ে যায়। তাই তখন থেকেই নিয়মিত দিনে ৩ বেলা ফেয়ার এন্ড লাভলী দুই হাতের তালুতে নিয়ে হালকার উপ্রে একটু ঘষা দিয়ে মুখে আলতো করে ৩ মিনিট ডলাডলি করতাম।
-
কি তাজ্জব ব্যাপার ৫ মিনিট পরেই আমার ত্বক আরো উজ্জ্বল হয়ে গেল। অত:পর ভেবে নিলাম এই ফেয়ার এন্ড লাভলী আসলেই একটা কার্যকর ক্রিম। একদিন হয়তো আমি ব্রিটিশদের মতো সাদা হয়ে যাব। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায় কিন্ত আমি আর ব্রিটিশ প্রিন্স হতে পারি না। এভাবেই ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত আমার চেষ্টা অব্যাহত থাকলো। কিন্ত ফলাফল জিরো।
-
কলেজ লাইফে উঠে ছেলেদের জন্য ফেয়ার এন্ড লাভলী হ্যান্ডসাম বের করলো ইউনিলিভার। ততদিনে পুরনো সৃতি মনে করে নিজেরে ধিক্কার জানাইতে লাগলাম ইয়া মাবুদ! তবে কি এতোদিন মেয়েদের ক্রিম ইয়ুজ করায় আমি ফর্সা হতে পারি নি?? এরপর টানা ৪ বছর ফেয়ার এন্ড লাভলী হ্যান্ডসাম ইয়ুজ করলাম কিন্ত তামিম ইকবাল বা সাইফ আলি খানের মতো হ্যান্ডসাম হৈতে পারলাম না। একবালতি আপসুস..
-
ইউনিভার্সিটি লাইফে এসে টিভিতে শাহরুখ খানের বিজ্ঞাপন দেখলাম ইমানি ফেয়ারনেস হ্যান্ডসাম। অত:পর ভেবে নিলাম শাহরুখ যেহেতু এই ক্রিম ইয়ুজ করে ৬০ বছরের বুইড়া হয়েও নিজের বয়সটাকে এখন পর্যন্ত ধরে রেখেছে আর যেহেতু বলছে এটাই ছেলেদের জন্য বিশ্বের নাম্বার ওয়ান ক্রিম সেহেতু এটাই বেষ্ট হতে পারে।
-
এটাও পুরা চার বছর ইয়ুজ করতে লাগলাম। কিন্ত চেহারায় ওয়াইটনেস ভাবটা আজও এলো না। পিচ্ছিকাল থেকে এডাল্ট বয়স পর্যন্ত অন্তত ২ লাখ টাকার ক্রিম এবং ফেইস ওয়াস ইয়ুজ করছি কামের কাম তো কিছুই হৈল না উল্টা ব্রণ হৈছে এইবার এই ব্রণ রিমুভ করতে আরো হাজার হাজার টাকা উড়াইতে হৈসে।
-
তবে কি ভেবে নিব এইসব ফেয়ারনেস কোম্পানি গুলি ফেইক। তারা আমাকে বোকা বানিয়ে আমার সরলতার সুযোগ নিয়ে আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে?? শুধুই কি আমার সাথে প্রতারণা করেছে নাকি শ্যাম বর্নের এদেশের নিরিহ সব ছেলে-মেয়ে সবার সাথেই দিনের পর দিন এমন প্রতারণা করে যাচ্ছে? সত্যিই যদি তাই হয় তবে এইসব কোম্পানিদের বিরুদ্ধে কেউ মামলা করে না কেন????

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৬

দিশেহারা আমি বলেছেন: চাইলে আপনিও মামলা করতে পারবেন।
উনার সাথে যোগাযোগ করতে পারেন।

২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:২৭

মহা সমন্বয় বলেছেন: কলেজ লাইফে উঠে ছেলেদের জন্য ফেয়ার এন্ড লাভলী হ্যান্ডসাম বের করলো ইউনিলিভার। ততদিনে পুরনো সৃতি মনে করে নিজেরে ধিক্কার জানাইতে লাগলাম ইয়া মাবুদ! তবে কি এতোদিন মেয়েদের ক্রিম ইয়ুজ করায় আমি ফর্সা হতে পারি নি?? এরপর টানা ৪ বছর ফেয়ার এন্ড লাভলী হ্যান্ডসাম ইয়ুজ করলাম কিন্ত তামিম ইকবাল বা সাইফ আলি খানের মতো হ্যান্ডসাম হৈতে পারলাম না। একবালতি আপসুস.

খেক খেক.. আমি আর কিছু কমু না। :P

৩| ০৫ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৩০

নিশি মানব বলেছেন: আপসুচ ভাই আপসু্চ....
আপনার জন্য সমবেদনা রইলো।
এইটা বাংলাদেশ। এখানে এদের বিরুদ্ধে মামলা করলে আমারও মনে হয়না কিছু আসে যাবে।
তার চেয়ে সচেতন থাকুন। সবাইকে সচেতন হতে বলুন!

৪| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১২

সোজোন বাদিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গণপ্রতারণার বিষয় নিয়ে লিখেছেন। এখানে শুধু প্রতারণা নয়, আরও আপত্তিকর যে বিষয়টি আছে সেটি হলো বর্ণবাদ - সাদা ত্বক শ্যামলা ত্বকের চেয়ে উত্তম এমন একটি নগ্ন দাবি; এবং এদের বিজ্ঞাপনে মাঝে মাঝে অতি কুৎসিত ভাবে, পুনশ্চঃ অতি কুৎসতি ভাবে সেই প্রচারণা।
তবে মামলা বিষয়ক যে প্রশ্নটি করেছেন সেটি নিজেকে করলেও একটা উত্তর পেয়ে যাবেন। আমার ধারণা হলো কোনো ব্যক্তি এদের বিরুদ্ধে মামলা করে কিছু করতে পারবে না। প্রশ্ন থাকে যে রাষ্ট্র কেন কিছু করছে না? তার উত্তরও সহজ। প্রশ্ন দিয়েই বলি - রাষ্ট্রযন্ত্রটা কি আদৌ জনগণের?

৫| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৯

রাজীব বলেছেন: করেন ভাই, মামলা করেন। আমার মনে হয় মামল করলে টাকা ওরা নিজেরাই দিবে।
কারন মামলার কারনে কিছুদিন বিনে পয়সায় পেপারে প্রথম পেজে বিজ্ঞাপন হয়ে যাবে যে।

৬| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৬

ইঞ্জিনিয়ার সাইফুল বলেছেন: আমার মতে এইসব ক্রিম/কসমেটিকস্ এর উৎপাদন/ব্যবসা বন্ধ করে দেয়া উচিত। এদেশের অশিক্ষিত/অর্ধশিক্ষিত ভাই বোনেরা যতদিন না সচেতন হবে ততদিন লিভার ব্রাদার্স এর মত বহুজাতিক কোম্পানীগুলো বিলিয়ন ডলারের ব্যবসা করে যাবে।

ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য...

৭| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৭

ইঞ্জিনিয়ার সাইফুল বলেছেন: আমার মতে এইসব ক্রিম/কসমেটিকস্ এর উৎপাদন/ব্যবসা বন্ধ করে দেয়া উচিত। এদেশের অশিক্ষিত/অর্ধশিক্ষিত ভাই বোনেরা যতদিন না সচেতন হবে ততদিন লিভার ব্রাদার্স এর মত বহুজাতিক কোম্পানীগুলো বিলিয়ন ডলারের ব্যবসা করে যাবে।

৮| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: ওরা একটা ফালতু সেন্টিমেন্টকে পুঁজি করে ব্যবসা করে। ফর্সা হওয়ার চাহিদা তৈরি করে সেইজন্যই শাহরুখ, সাইফ এদের দিয়া বিজ্ঞাপন দেওয়ায়।
আপনিই মামলা করে দিন না একটা! আপনার চাইতে বড় ভুক্তভুগি আর কে আছে?

৯| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮

শায়মা বলেছেন: কলেজ লাইফে উঠে ছেলেদের জন্য ফেয়ার এন্ড লাভলী হ্যান্ডসাম বের করলো ইউনিলিভার। ততদিনে পুরনো সৃতি মনে করে নিজেরে ধিক্কার জানাইতে লাগলাম ইয়া মাবুদ! তবে কি এতোদিন মেয়েদের ক্রিম ইয়ুজ করায় আমি ফর্সা হতে পারি নি?? এরপর টানা ৪ বছর ফেয়ার এন্ড লাভলী হ্যান্ডসাম ইয়ুজ করলাম কিন্ত তামিম ইকবাল বা সাইফ আলি খানের মতো হ্যান্ডসাম হৈতে পারলাম না। একবালতি আপসুস..


হা হা হা ভাইয়া ফান করছো নাকি সত্যিই লিখেছো???

১০| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৯

আরজু নাসরিন পনি বলেছেন:

পুত্রদের মায়েরা-বাবারা সাদা চামড়ার পাত্রী চাইবে, পুত্রদের সাদা চামড়া দেখলে পরাণ জুড়াবে...তাইতো ফেয়ার এ্যান্ড লাভলী।

আমি তো কাইল্লা থেইকা ফর্সা হইয়া গেছি এই ফেয়ার এন্ড লাভলরি গুনে...কন কী ?!!!!


হাহাহাহা

১১| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬

দিগন্ত জর্জ বলেছেন: আপনার জন্য সমবেদনা রইলো। আমারেও একটু সমবেদনা দিয়েন। আমিও ইউজ করছিলাম, কাজে দেয় নায়। আপনি মামলা খান করেন, আমি আছি আপনার সাথে।
লেখায় ব্যাপক বিনোদন পাইলাম।

১২| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
বংশের ইজ্জত রাখতে হোলে, বউ হোতে হবে ফরসা...

জ্ঞান হবার পর থেকে সেটাই দেখে আসছিলাম, হঠাৎ করে সুচতুর বেনিয়া, নতুন কাঠাল এনে মাথায় ভেঙ্গে খাওয়া শুরু করলো - "ছেলেদের রং ফর্সা করার ক্রীম"। ওহ্ এত বড় আবিস্কার ছাড়া পৃথিবীটা এতদিন চলছিলো কি করে?!!!

যাক্ কিছুই বলার নেই। ব্রাদার, বাইন্যার পুত যত টাকা বিজ্ঞাপণ, ট্যাক্স আর স্পীড মানিতে খরচ করে, তাতে আর তাদের বিরুদ্ধে কেউ মামলা করার উদ্যোগ নেয়না।

১৩| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২

বিজন রয় বলেছেন: কারণ কি?

১৪| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৩

জ্যোস্নার ফুল বলেছেন: ভাই, ফেয়ার এন্ড লাভলি নিয়া যদি এত আফসোস করেন তাইলে বডি স্প্রে গুলা নিয়া কি করবেন! এই যে এত বডি স্প্রে মাখাইছেন কুন্দিন একটা মাইয়াও আইছে কাছে X((

১৫| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৭

ডা: শরীফুল ইসলাম বলেছেন: সাহারা খাতুনকে দেখে আপনার শিক্ষা নেয়া দরকার ছিল।

১৬| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৩:৪০

কাদা মাটি জল বলেছেন: বাংলাদেশে মিথ্যা বিজ্ঞাপনের বিরুদ্ধে মামলার কোন আইন নেই।
কেবলমাত্র পণ্য কিনে ক্ষতিগ্রস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আইন আছে ভোক্তা অধিকার অধিদপ্তরের আওতায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.