![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জীবনের কষ্টের সময় অতিক্রম করা খুব কঠিন । আর একবার অতিক্রম করতে পারলে বাকি জীবনের সবকিছু খুব সহজে মোকাবেলা করা যায় । তবে সেটা অবশ্যই সঠিক পথে থেকে মোকাবেলা করতে হবে । অন্যথায় একই পরিস্থিতি আবার তৈরি হবে ।
Contact list এ খুব কম নাম্বার বলতে গেলে এমন কেউই নাই যে এই ইভেন্ট এর কথা জানে।সুতরাং কালকে আমার মিসকল মিসাইল এর শিকার ভিকটিম দের কাছ থেকে আমার গালি খাওয়ার সম্ভাবনা ৯৫%।
কিন্তু এই সামান্য গালি গালাজ খাওয়ার বিনিময়ে যদি কম খরচে ইন্টারনেট ব্যাবহার করতে পারি তাহলে ক্ষতি কি??? এমনিতেও বাসায় গুজব আগামী মাস থেকে আমার ইন্টারনেট বিল দাওয়া বন্ধ করে দেয়া হবে।
সুতরাং সবার কথা চিন্তা না করে হলেও নিজের এই ক্ষুদ্র স্বার্থের জন্য আমি আমার কাজ চালিয়ে যাব
আপনার সাথে একমত আমিও কারন আমার ১ জিবি আজ রাতেই শেষ হয়ে যাবে । যদি কমপক্ষে ৩ জিবি হত ৩৫০ টাকায় তবে এই সমস্যায় পড়তে হত না মনে হয় । আর সমস্যা হলেও সেটার মাত্রা এত বেশি হত না ।
আমার মাসে ৩৫০ টাকার বেশি বিল দেওয়া সম্ভব না । ছাত্র জীবনে এটাই অনেক বেশি টাকা ।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
আহমাদ-২০০৫ বলেছেন: আমাদের দাবি একটাই ।
Bandwidth: Unlimited
Minimum Speed: 512 KBPS ( 4 mpbs )
Maximum Price : 250 Taka
একমত হলে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না।
উচ্চগতির ইন্টারনেট বর্তমান বিশ্বে মানুষের মৌলিক অধিকার গুলোর একটি। পৃথিবীর অনেক দেশেই ইতিমধ্যে তা মৌলিক অধিকার হিসেবে স্বিকৃতি পেয়েছে। কিন্তু আমাদের দেশে এই খাতটি সব সময় অবহেলিত হয়ে আছসে।
আমাদের দেশের অসংখ্য তরুণেরা অনেক প্রতিকুলতার মধ্যেদিয়ে ( অনিয়মিত বিদুৎ ব্যবস্থা, ধির গতির ইন্টরনেট কানেকশন) এখন ফ্রীলান্সিংয়ের মাধ্যেমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করছে কিন্তু সেই মাত্র আরও বৃদ্ধ পেত যদি উচ্চগতির ইন্টারনেট সেবা আমাদের দেশে বহাল থাকতো। আর তখন এই খাতটিও আমাদের পোষাক শিল্পকের ছাড়িয়ে দেশের বৈদিশিক মুদ্রা অজর্ননের একনাম্বার খাত হতে পারতো। শুধু কি এই খাত কোন ক্ষেত্রে আর উচ্চগতির ইন্টারনেট প্রয়োজন নেই ? আমাদের দেশের আরেক তরুন সালমান খান যখন আমেরিকাতে বসে ইউটিউভ ভিতিও টিওটরিয়াল তৈরি করে সারা বিশ্বকে শিক্ষা দিয়ে যাচ্ছে, সেখানে আমাদের দেশের ছাত্র-ছাত্রীরই এর সুভল ভোগ করতে পারছে না । আজকে টেলেমেডিসিন বলো, ব্যবসাহিক কাজে বলো কোথায় উচ্চ গতির ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। এজন্য আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে আর দেরি করলে চলবে না। তাই ঐক্য বদ্ধভাবে আমাদের এই দাবি তুলতে হবে ।
তাই আমাদের সাথে যুগদিন এই আন্দোলনে click
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
kaal বলেছেন: আপডেট দেখুন : Click This Link
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
আমি ই মিসির আলি বলেছেন: আমার লেখা থেকে চুরি করলেন কেন???
নিজে থেকে লেখার চেষ্টা করুন
Click This Link
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
kaal বলেছেন: এটাতো এতো কঠিন কিছু নয়, এমনতো নয় যে আপনাকে আপনার contact list এর সকলকেই মিস কল দিতে হবে। আপনি একজনকে ঠিক করে তাকে বারবার দিতে থাকুন। এমনকি আপনার নিজের অন্য একটা নাম্বার থেকে থাকলে সেটাতেই যত খুশি মিস কল দিতে থাকুন। কাকে দিচ্ছেন, বা যাকে দিচ্ছেন সে কত দুরে থাকে সেটি কোনো বিষয় না।