![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জীবনের কষ্টের সময় অতিক্রম করা খুব কঠিন । আর একবার অতিক্রম করতে পারলে বাকি জীবনের সবকিছু খুব সহজে মোকাবেলা করা যায় । তবে সেটা অবশ্যই সঠিক পথে থেকে মোকাবেলা করতে হবে । অন্যথায় একই পরিস্থিতি আবার তৈরি হবে ।
দেশের জনসাধারন ও অর্থনীতিকে বাচাতে ঢাকা শহরকে পরিত্যাক্ত ঘোষনা করা হোক । অন্যথায় সাভারের এরকম ঘটনা আরো ঘটতে পারে বলে মনে হয় । ঢাকা শহরের পুরাতন, নতুন স্থাপত্যগুলো পর্যবেক্ষন করে ব্যবহার কিংবা মেরামত করা হোক । আর নতুন পরিকল্পিত শহর গড়ে তোলা হোক । যেন সকল মানুষ নতুন শহরে ঢাকার চেয়ে নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ পায় । সকলের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয় ।
আর হরতাল নামে হরতাল কাজে ঠনঠনা । তাই হরতাল প্রত্যাহার করা হোক । এই হরতাল দিয়ে চোর ধরা পরে না । শুধু জনগনের দুর্ভোগ আর কিছু নয় । এর আগেও হরতাল হয়েছে কিন্তু অপরাধী ধরা পরে নাই । দুই তিন দিন হরতাল দেশের ক্ষতি জনগনের ক্ষতি তারপর সবাই সবকিছু ভুলে যাবে । লাভ কি হল ? হরতাল না করে সরকারকে রাজনৈতিক ভাবে আলোচনার মাধ্যমে বাধ্য করা হোক অপরাধী ধরতে । হরতাল দিয়ে শুধু শুধু জনগনের আর ক্ষতি করবেন না ।
ঢাকা শহরকে মেরামত করে দেশের মানুষ ও দেশের অর্থনীতিকে বাচান ।
©somewhere in net ltd.