নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধুনিকতা পছন্দ করি, অশালীনভাবে চলাফেরা, কথাবার্তা পছন্দ করি না ।

আমি যতটুকু বর্তমান তারচেয়ে ভাল হতে চেষ্টা করি ।

বিপুল কুমার বিশ্বাস

মানুষের জীবনের কষ্টের সময় অতিক্রম করা খুব কঠিন । আর একবার অতিক্রম করতে পারলে বাকি জীবনের সবকিছু খুব সহজে মোকাবেলা করা যায় । তবে সেটা অবশ্যই সঠিক পথে থেকে মোকাবেলা করতে হবে । অন্যথায় একই পরিস্থিতি আবার তৈরি হবে ।

বিপুল কুমার বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

টেলিটক কতজন ব্যবহারকারিকে সেবা দেয় ............

০৩ রা মে, ২০১৩ সকাল ৮:৫৪

টেলিটক কতজন ব্যবহারকারিকে সেবা দেয় ............যে নেট্ওয়ার্ক থাকে না, কাভারেজ থাকে না । ২জি নেট স্পিড পায় না । ৩জি ব্যবহার করার আগে এসব কথা মনে পড়লে মনে হয় বাংলালিংক, জিপি, রবি ই এখন পর্যন্ত খারাপের দেশে ভাল আছে । এদের কর্মচারিরা মনে হয় শুধু খায় আর ঘুমায় । তাদের ৩জি থাকা সত্ত্ব্ওে এ নিয়ে আরো ভাল সেবা দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের কোন নড়াচড়া নেই । ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টাতো নাই যা আছে তা্ও মনে হয় দিন দিন মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে বা গেছে । অন্য অপারেটরদের ৩জি সেবা দেওয়ার সুযোগ দিলে পারে । তা না করে নিজের পারে না অন্যকে ও খেতে দেয় না । বাজে মন মানসিকতা । কতদিন পরীক্ষামূলক সম্প্রচার করলে তারা শিখতে পারবে ৩জি সম্পর্কে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:১৩

একাকী সমুদ্রে বলেছেন: টেলিটকের ২জি এর অবস্থা অনেক বেশি খারাপ। ৩জি তার তুলনায় অনেকখানি ভাল। আপনি বললেন "অন্য অপারেটরদের ৩জি সেবা দেওয়ার সুযোগ দিলে পারে । তা না করে নিজের পারে না অন্যকে ও খেতে দেয় না । " এটা আসলে মিথ্যা কথা অন্য অপারেটর গুলা ৩জি আসলে নিতে চায় না। ওরা ২জি যেই ব্যবসা করছে ৩জি দিয়ে শুধু শুধু খরচ বাড়াতে চায় না। এই জন্য গ্রামীণফোন সহ অন্যান্য অপারেটর গুলো ৩জি লাসেন্স নিতে গরিমসি করছে। আশা করতেছি নতুন আরেকটি অপারেটর আসবে ৩জি চালু হলে। দেখা যাক তখন কি হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.