নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধুনিকতা পছন্দ করি, অশালীনভাবে চলাফেরা, কথাবার্তা পছন্দ করি না ।

আমি যতটুকু বর্তমান তারচেয়ে ভাল হতে চেষ্টা করি ।

বিপুল কুমার বিশ্বাস

মানুষের জীবনের কষ্টের সময় অতিক্রম করা খুব কঠিন । আর একবার অতিক্রম করতে পারলে বাকি জীবনের সবকিছু খুব সহজে মোকাবেলা করা যায় । তবে সেটা অবশ্যই সঠিক পথে থেকে মোকাবেলা করতে হবে । অন্যথায় একই পরিস্থিতি আবার তৈরি হবে ।

বিপুল কুমার বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ যা করেন মঙ্গল বা ভালর জন্য করেন ।

২৫ শে মে, ২০১৩ সকাল ৮:৫২

আল্লাহ যা করেন মঙ্গল বা ভালর জন্য করেন ।

মানুষ কোনকিছুতে ব্যর্থ হলে যে পরিমান ভেঙ্গে পড়ে বা হতাস হয় । তারপর

আমার কথা হল মানুষ নিজে ভুল করে, পরাজিত হয়ে, ঠকার পর বলে সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্য করেন । তারপর বলেন তিনি হয়ত আমার জন্য এরচেয়ে অনেক ভাল কিছু রেখেছেন । যার জন্য আজ আমি ঠকে গেছি বা পরাজিত হয়েছি । আর নতুন করে নব উদ্যমে কাজে নেমে পড়ি সেই ভাল কিছু পাওয়ার আশায় । কিন্তু কোন কিছুতে জয়লাভ করার পর এত হতাস, আপসোস ও করতে দেখা যায় না বা বলেন না আল্লাহ যা করেন ভালর জন্য করেন বা এর চেয়ে খারাপ বা ভাল কিছু আমার জন্য অপেক্ষা করছে । তখন আমরা শুধু আনন্দ ফুর্তি নিয়ে বেশি ব্যস্ত থাকি । আর নতুন করে ভালকিছু পাওয়ার আশায় নব উদ্যমে কাজে নেমে পড়ার কথা মনে হয় আর মনে থাকে না আমাদের ।যার ফলে আমরা মনে হয় আবার ভুল, পরাজিত, ঠকার সম্মুখিন হই ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ সকাল ১০:০৮

মাহিরাহি বলেছেন: বিপুল কুমার বিশ্বাস?

আপনার নামের রহস্যটা কি?

২| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:০৩

মোঃ জুম্মা বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.