নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধুনিকতা পছন্দ করি, অশালীনভাবে চলাফেরা, কথাবার্তা পছন্দ করি না ।

আমি যতটুকু বর্তমান তারচেয়ে ভাল হতে চেষ্টা করি ।

বিপুল কুমার বিশ্বাস

মানুষের জীবনের কষ্টের সময় অতিক্রম করা খুব কঠিন । আর একবার অতিক্রম করতে পারলে বাকি জীবনের সবকিছু খুব সহজে মোকাবেলা করা যায় । তবে সেটা অবশ্যই সঠিক পথে থেকে মোকাবেলা করতে হবে । অন্যথায় একই পরিস্থিতি আবার তৈরি হবে ।

বিপুল কুমার বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

নতুন খবর ওয়াইফাই সংযোগ দিয়ে পিডি প্রক্সি ব্যবহার করে ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে ...........

০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:০২

নতুন খবর ওয়াইফাই সংযোগ দিয়ে পিডি প্রক্সি ব্যবহার করে ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে ...........



বিস্তারিত নিচে দেওয়া হল -

১। যেকোন ওয়াইফাই সংযোগ

২। পিডি প্রক্সি সফটওয়ার

৩। পিডি প্রক্সি একাউন্ট

৪। সার্ভার - Demo Server 1

5 . Protocol - ICMP

6. Account Login-

Username -

Password-

8. Click connect Button



এরপর তাদের দেওয়া ইন্টারনেট ব্যবহার করতে থাকুন ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১৭

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ওয়াইফাই নাকি ওয়াইম্যাক্স?

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৪

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: আমারটা নরমাল ওয়াইফাই যেটি বর্তমানে সকল আবাসিক এলাকা ও বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে । আমার কাছে বাংলালায়ন, কিউবি ওয়াইম্যাক্স নাই তাই আপনি নিজে চেষ্টা করে সফল হলে জানান ।

আমার মনে হয় দুটোতেই হবে তাই চেষ্টা করে দেখে কমেন্ট করে আমাদের জানান।

২| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:২৭

আরিফ আহমেদ বলেছেন: PD Proxy Premium account দরকার হলে [email protected]এ মেইল করতে পারেন

০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: বিনামূল্যে দিবেন নাকি তা বললেন না যে ?

ধন্যবাদ

৩| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

িত্রস্তান বলেছেন: বিস্তারিত জানালে উপকৃত হতাম

শুধু নিচের প্রথম সুবিধাটাই আছে আমার। আর তো কিছু বুঝিনা খুব একটা।

১। যেকোন ওয়াইফাই সংযোগ
২। পিডি প্রক্সি সফটওয়ার
৩। পিডি প্রক্সি একাউন্ট
৪। সার্ভার - Demo Server 1
5 . Protocol - ICMP
6. Account Login-
Username -
Password-
8. Click connect Button

০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:১৭

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: ওয়াইফাই থাকলে এবার আপনাকে পিডি প্রক্সিতে সাইনআপ করে পিডি প্রক্সি( http://www.pdproxy.com ) ডাউনলোড করতে হবে এবং Username ও Password মনে রাখতে হবে ।
তারপর

১। মনে করেন আপনার ওয়াইফাই সংযোগ আছে কিন্তু টাকা নেই একাউন্টে । যেমন গ্রামীনফোনের সীম এতে টাকা না থাকলেও নেট সংযোগ থাকে কিন্তু নেট ব্রাউজ করা বা কোন পেজ দেখা যায়না ।

২। এ অবস্থায় আপনার ওয়াইফাই টিকে আগের মত শুধু কানেক্ট করে নিতে হবে তারপর পিডি প্রক্সি রান করাতে হবে ।

৩। এবার পিডি প্রক্সি চালু হলে

Server - Demo Server 1
Protocol - ICMP
6. Account Login-
Username -
Password-
ইত্যাদি পূরণ করে কানেক্ট বাটনে ক্লিক করেন । দেখবেন কিছুক্ষনের মধ্যে কানেক্ট হয়ে গেছে ইন্টারনেটে । তারপর পেজ দেখতে শুরু করেন ।

৪| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

েবনিটগ বলেছেন: +

০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: ধন্যবাদ

৫| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

নিষ্‌কর্মা বলেছেন: ভাইয়া, যদি আরেকটু কিলিয়ার করে বলতেনঃ কিউবি সংযোগ আছে, কিন্তু তাতে কি আপনার প্রসেস মোতাবেক কাজ করা যাবে?

ধন্যবাদ।

০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: যদি আপনার একাউন্টে টাকা না থাকলেও কিউবিতে কানেক্ট করা যায় তবে এই প্রসেস কাজ করার কথা । আপনি চেষ্টা করে দেখেন এই উপায়ে । কাজ হলে এখানে জানাতে ভুলবেন না ।

ধন্যবাদ

৬| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

নিষ্‌কর্মা বলেছেন: আপনার দেওয়া লিঙ্কে কোন সফটওয়ার নাই! আরেকবার চেক করে দিবেন কি সাইটটা?

০৬ ই জুন, ২০১৩ রাত ৮:০৩

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: http://www.pdproxy.com

ভুল ধরে দেওয়ার জন্য .......
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.