![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জীবনের কষ্টের সময় অতিক্রম করা খুব কঠিন । আর একবার অতিক্রম করতে পারলে বাকি জীবনের সবকিছু খুব সহজে মোকাবেলা করা যায় । তবে সেটা অবশ্যই সঠিক পথে থেকে মোকাবেলা করতে হবে । অন্যথায় একই পরিস্থিতি আবার তৈরি হবে ।
ফরেক্সের সম্পর্কে কয়েকটা সত্য কথা যেগুলো বাধ্যতামূলক বলে মনে করি এগুলো না করলে আপনার টাকা হুরহুর করে বিদেশীদের পকেটে চলে যাবে যা দেশের জন্য ক্ষতিকর ।
ফরেক্স বন্ধ হোক বা না হোক সেটা দেখার বিষয় না । আপনি কতটুকু এ ফরেক্স সম্পর্কে জানেন সেটা বিষয় । আর আপনার কতটুকু ধৈর্য আছে সেটা দেখতে হবে । আপনি কম টাকা দিয়ে কম ভলিয়মে ট্রেড করতে পারেন এতে দাম ফল করলে ব্যাকআপ হিসেবে আবার কম ভলিয়মে ট্রেড করতে হবে । দাম বাড়তে থাকলে কম দামে কেনা থেকে কিছু সেল করে দিতে হবে । লাভের লিমিট না রাখলেও স্টপ লস দিয়ে রাখতে হবে যেন একাউন্ট ০ না হয় । আর যতটা সম্ভব লাভ না লস হচ্ছে সেটা সবসময় খেয়াল রাখতে হবে । সাথে সাথে বিভিন্ন দেশের অর্থনীতির খোজখবর রাখতে হবে । এসব করতে পারলে টাকা ইনভেস্ট করেন । নেটবুক , আইফোন, ৩জি, ওয়াইম্যাক্স থাকলে ভাল হয় ।
আমার বড় ভাই এসব খেয়াল করে প্রথমে অনেক টাকা লাভ করেছে ।
কিন্তূ বড় ভাই লংটার্মে এতকিছু খেয়াল না করে অনেক বেশি টাকা লস করছে । কারন যথেষ্ট সময় দিতে পারতো না ।
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:১৭
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: আপনার ট্রেডিংয়ের দক্ষতার উপর আপনি ইনভেস্ট করবেন । তবে ব্যালান্স বেশি থাকলে সাপোর্ট বেশি পাবেন । আপনি কম টাকায় ও বেশি লাভ করতে পারেন আবার বেশি টাকায় ও কম লাভ করতে পারেন । এটা আপনার সফল ট্রেডের উপর নির্ভর করবে ।
২| ১৩ ই জুন, ২০১৩ রাত ১০:৩৫
আসফি আজাদ বলেছেন: একটা সহজ প্রশ্ন করি। বলুন তো, ফরেক্স ট্রেডিং-এর সাথে ইন্টারনেট স্পীডের সম্পর্ক কি?
১৩ ই জুন, ২০১৩ রাত ১১:২৬
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: ইন্টরনেট স্পীড না থাকলে আপনি সঠিক সময়ে সঠিক নিউজগুলো জানতে পারবেন না । ইন্টরনেট স্পীড না থাকলে আপনি সঠিক সময়ে সঠিকভাবে ট্রেড করতে পারবেন না । এতে আপনার কিছুটা লস বা সময় নষ্ট হতে পারে । তবে এতে লস নিয়ন্ত্রন করা গেলেও সময় নষ্ট হওয়া থেকে বাচার উপায় নাই ।
৩| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৪২
নাহিদ বলেছেন: ভাই ফরেক্স খায় না ফিন্ডে?
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২৯
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: ধন্যবাদ
৪| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৫৮
নতুন বলেছেন: আমি ডেমো প্রক্টিস করছি কিছু দিন.... যতটুকু পড়াশুনা করেছি এই ব্যপারে তাতে বুঝেছি ফোরেক্স মোটেও সহজ না...
প্রচুর সময় দিয়ে গবেষনা করে বাজার যাতে বোঝা যায় সেই দক্ষতা অজ`ন করতে হয় তবেই ভাল করা সম্ভব...
আর একটা বিষয় হলো মন নিয়ন্ত্রন.... আপনি যখন দেখবেন যে আপনার একাউন্টের টাকা লস হচ্ছে তখন কিন্তু আপনি ট্রেডটি বন্ধ করে দেবেন...
তাই যারা স্থির মন নিয়ে এক লক্ষনিয়ে সারা বিশ্বের বাজারের উপরে নজর রেখে ফোরেক্স করতে পারবে তারা ভাল করতে পারে...
আর মিনিমাম ৬মাস থেকে ১ বছর ডেমো ট্রেড করার জন্য অনেক অভিঙ্গ ট্রেডারাই উপদেশ দেয়...
আমার ইচ্ছা আছে মাগার সময় নাই...
১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২৮
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: ঠিক বলেছেন ।
৫| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:১২
আসফি আজাদ বলেছেন: দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের ইন্টারনেট স্পীড কি ফরেক্স ট্রেডিং-এর জন্য উপযুক্ত?
প্রথম প্রশ্নের উত্তর যথাযথ হয়নি। আপনি যদি ফরেক্স ট্রেডিং সম্বন্ধে ভালো জেনে থাকেন, তাহলে টূ দ্য পয়েন্ট উত্তর দিতেন।
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৪
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: জানি না ।
আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করেছি ।
আপনি জানালে জানতে পারবো আশা করি ।
ধন্যবাদ
৬| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৫০
আসফি আজাদ বলেছেন: আপনি কি স্পট ট্রেডিং করেন নাকি পজিশন হোল্ড করেন? এত কম জেনে একটা পোষ্ট দিয়ে বসলেন, তাও ফরেক্সের উপর! আল্লাহই ভালো জানেন দেশে কত মানুষ কত টাকা খোয়াচ্ছে এই ফরেক্স ট্রেড করে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৩ রাত ১০:২৩
সাবু ছেেল বলেছেন: ফরেক্স কি আদৌ লাভজনক?প্রতি মাসে কত টাকা পর্যন্ত লাভ করা যায় কত ইনভেস্তে??