| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
যারা নচিকেতার গান শোনেন তারা জানেন যে তাদের কাছে নচিকেতা একটি আদর্শের নাম, একটি চেতনার নাম, একটি দর্শনের নাম।ওয়েবসাইট অবলম্বনে নচিকেতার একটি সাক্ষাৎকার আপনাদের উপহার দিলাম। এতে এইসব আদর্শিক সমষ্টির একটা বড় দিকের কথা ঊঠে এসেছে।আশা করি সবারই ভালো লাগবে।
আপনি অনেক এলবাম করেছেন, সামনে যে এলবাম আসছে এতে কি কি পরিবর্তন আছে বলে মনে করেন?
এটা আসলে অনেক সিরিয়াস একটা এলবাম।আমি কম্পোজিশানের ক্ষেত্রে আমার স্টাইল পরিবর্তনের চেষ্টা করেছি এতে।আমি এতে রাগের আবির্ভাব ঘটিয়েছি যা আমার আগের এলবাম সমূহে ব্যবহার করিনি।পাশাপাশি আমি গানের কথায় কিছু অদ্ভুত উপভাষা এবং আঞ্চলিক ভাষার ব্যবহার করেছি।তিন বছরের পরীক্ষা-নীরিক্ষার ফল এটা।এখন এলবামটার রেকর্ডিং এর কাজ চলছে এবং আশা করছি পুজায় ভিন্ন স্বাদের কিছু নিয়ে আমি শ্রোতাদের সামনে হাজির হতে পারব।
বলিউডের কাজগুলোর ব্যপারে আপনি কেমন সিরিয়াস?
আমি বলিউডে সাধারনত আমার বন্ধুদের জন্যই কাজ করে থাকি।আমি "বিডি" গানটা করেছিলাম বিশাল (ভরদ্বাজ) এর জন্য।আমি "অন্তরদান্দ" নামক একটা হিন্দী ছবির জন্যেও রেকর্ডিং করেছি।
নচিকেতাকে একজন গায়ক, গীতিকার এবং সুরকার হিসেবে মূল্যায়ন করুন।আপনি কি মনে করেন?কোন ক্ষেত্রে আপনি সেরা?
খুব স্বাভাবিক কারনেই নিজেকে মূল্যায়ন করা আমার জন্যে খুব কঠিন কারন আমার ভিউ আসলে সময়ের সাথে সাথে পাল্টায়।ঠিক এখন আমি মনে করি আমি ভালো গীতিকার এর চেয়ে একজন ভালো গায়ক এটাই বেশী ঠিক।এর সাথে সাথেই আমি আরো বলব আমি সুরকার হিসেবে যতটা না তার চেয়ে গীতিকার হিসেবে বেশী ভাল।
নচিকেতা কি আসলেই একজন উদ্ধত মানুষ?
মানুষ যখন আমাকে উদ্ধত বলে তখন তারা আসলে অমূলক কিছু বলেনা।হ্যা, আমি উদ্ধত! তো কি হয়েছে?এই ঔদ্ধত্য আসলে একটা সততার দৃঢ় ভিত্তি থেকে এসেছে।
অধিকাংশ শিল্পীই ভগ্নমনস্ক হয়ে থাকে।আপনিও কি তাই?
এই ব্যাপারটায় আসলেই আমিও ব্যতিক্রম নই।
এটা কি আপনার সঙ্গীত সৃষ্টিতে সহযোগীতা করে?
আমার গানের কথাগুলো আসলে আমার প্রকৃ্তির বা স্বভাবের দুটো দিক প্রকাশ করে।আমি যখন অণির্বান, নীলাঞ্জনা এবং পৌ্লমী'র মত গান লিখি তখন চরিত্রগুলোর সাথে মিশে যাই।আর উদ্ধত নচিকেতা তখনই বেড়িয়ে আসে যখন আমার "একা একা পথ চলা"র মত গান লিখি।আমার এসব দিকের প্রমাণ পেতে আপনি যে আমার যে কোন গান নিয়ে দেখতে পারেন।
আপনি যদি বর্তমান সময়ের প্রক্ষাপটে একটা গান লেখেন সে ক্ষেত্রে নচিকেতার কোন দিকটা আপনার সৃষ্টিকে বেশী অনুপ্রাণিত করবে?
ঠিক এই সময়ে আমি সর্বোচ্চ ঔদ্ধত্যের অবস্থানে আছি।হালদিয়ায় বাম ফ্রন্ট মাত্রই ম্যন্ডেট জিতল।সুতরাং অনেক মানুষও কিন্তু মার্ডার হয়েছে।আমি আসলেই জানিনা মানুষ কিভাবে এখনো এদের ভোট দিতে এগিয়ে যায় নাকি ভোট দিতে চাপ প্রয়োগ করা হয়েছিল! এইসব রাজনৈ্তিক বিষয়ের প্রেক্ষাপটে আমার ঔদ্ধত্যের ছোঁয়া থাকবে আমার আসন্ন কয়েকটি এলবামে।
আপনি যখন শো করেন তখন কি স্ক্রিপ্ট নিজেই লেখেন?
আমি সবসময় শুধুমাত্র নিজের লেখা কথাই বলি।আমার করা শো গুলো আমার সন্তানের মত এবং আমি জানি শো এর জন্য সর্বোৎকৃষ্ট কী হতে পারে।আমি সে অনুযায়ীই প্রত্যেকটা লাইন লিখি।
এমন কোন বিষয় আছে কি যেটা সম্পর্কে আপনি যথেষ্ট জানেননা বলে আপনার মনে হয়?
বর্তমানের জিনিসগুলোর মধ্যে ক্রিকেট খেলাটা আমি বুঝিনা।আর বর্তমানের রাজনীতিটাও আমি বুঝিনা অবশ্য।
ভালোবাসা কি?
আমি এই ভালোবাসা বুঝিনা যেটাকে বর্তমানে ডিফাইন করা হয় "ইয়েহ দিল মাঙ্গে মোর' হিসাবে।
তো আপনি কিভাবে ভালোবাসাকে ডিফাইন করবেন?
ভালোবাসা আসলে পিটুইটারী গ্রন্থির খেলা।আমি এ কথা অনেক আগেই বলেছি এবং আজও আমি আমার এই অবস্থানে অনড়।
একজন নারী কলালক্ষীর প্রয়োজন আপনার ক্ষেত্র অন্তত কতটুকু?
আমি যদি এ পর্যন্ত ১৫০টা গান করি, তবে তার মধ্যে মাত্র দশটায় নারীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে লিখেছি।আমি নারী বিদ্বেষী, এতে আমার কষ্ট নেই, বরং আমি গর্বিত।
বর্তমানের এই নারীর ক্ষমতায়নের যুগে নারী বিদ্বেষী তকমা গায়ে লাগিয়েও আপনি খুশী হন কিভাবে?
এভাবে যে, শুধুমাত্র পুরুষকে প্রবল প্রতিরোধ করাই আমার কাছে নারী মুক্তি আন্দোলন মনে হয়না।আমি আমার ফিলিংস সম্পর্কে সৎ হতে কখনো লজ্জিত হইনা।আমার নারী বিদ্বেষটা আসলে লিঙ্গ সম্পর্কীয় নয়।তাহলে লতা মুঙ্গেশকরকেও এরকম বিদ্বেষী বলা যায়, তাই না?মহাশ্বেতা দেবী'কে উৎসর্গ করে আমি আসলে বিদ্বেষটা ভালোবাসি।
******************************************************************
ওয়েবসাইট অবলম্বনে।
৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১০
জয় সরকার বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ...............।।
২|
৩১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৭
অদৃশ্য বলেছেন:
নচিকেতা...............আমার কয়েকজন প্রিয় গায়কদের মধ্যে সেরা একজন....... ওনার প্রতি আমার অনেক ভালোবাসা জমানো আছে। খুব ছোট থেকেই ওনার গান ভালোবাসি........এখনও বাসি।
সাক্ষাতকার খুব ভালো লাগলো।
শুভকামনা........
৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১১
জয় সরকার বলেছেন: অনেক ধন্যবাদ............আমার প্রিয় শিল্পী নচিদা.........।।
৩|
৩১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৪
সাইপ মাহমুদ বলেছেন: সুন্দর.............. হেব্বি............++++++++++++
৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১১
জয় সরকার বলেছেন: অনেক ধন্যবাদ...............।
৪|
৩১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৭
নুশেরা বলেছেন: নচিকেতার একটা সাক্ষাতকারে আছে তার স্ত্রীর কথা। নচিকেতার ভাষ্যমতে তার স্ত্রী সুন্দরী নন। তবে খুব অল্পবয়স থেকে তাদের প্রেম ছিলো। নচিকেতা প্রথাগত পেশাজীবিতার জীবনে পা না বাড়ানোয় অনেকদিন আর্থিকভাবে অস্বচ্ছল ছিলেন। তখন নাচের শিক্ষকতার উপার্জন দিয়ে তার স্ত্রী (তখনও প্রেমিকা) তাকে অবিরত সাপোর্ট দিয়ে গেছেন।
৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১২
জয় সরকার বলেছেন: স্ত্রী সুন্দরী হোক বা না হোক তার মনটা সুন্দর কিনা সেটাই মূল বিবেচ্য হওয়া উচিৎ।
আপু ওই সাক্ষাৎকারটা কি আপনার সংগ্রহে আছে?
আপনার নাতিরা কেমন আছে?
ভালো থাকবেন।
৫|
৩১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
নচিকেতার গান ভালো লাগে........
" শুধুমাত্র পুরুষকে প্রবল প্রতিরোধ করাই আমার কাছে নারী মুক্তি আন্দোলন মনে হয়না"
কথাটা ভালো বলেছেন নচিকেতা।
শুভেচ্ছা জয়।
৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৪
জয় সরকার বলেছেন: আপু কথাটা আমারও বেশ ভালো লেগেছে...............
অনেক ধন্যবাদ সাজিপু..................।
৬|
৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৪
ডিজিটাল কলম বলেছেন: সাক্ষাৎকার ভালো........... কে নিছে ?????????তুই???? ++
৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৫
জয় সরকার বলেছেন: ওয়েব সাইট অবলম্বনে লেখা..................
কি করছিস ছুটির তুমুল দিনগুলোতে??
৭|
৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১১
হা...হা...হা... বলেছেন: এভাবে যে, শুধুমাত্র পুরুষকে প্রবল প্রতিরোধ করাই আমার কাছে নারী মুক্তি আন্দোলন মনে হয়না।আমি আমার ফিলিংস সম্পর্কে সৎ হতে কখনো লজ্জিত হইনা।আমার নারী বিদ্বেষটা আসলে লিঙ্গ সম্পর্কীয় নয়।তাহলে লতা মুঙ্গেশকরকেও এরকম বিদ্বেষী বলা যায়, তাই না?মহাশ্বেতা দেবী'কে উৎসর্গ করে আমি আসলে বিদ্বেষটা ভালোবাসি।
+++
৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৬
জয় সরকার বলেছেন: অনেক ধন্যবাদ...............
কথাগুলো আমারও খুব ভালো লেগেছে............
ভালো থাকবেন।
৮|
৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৩
তাজা কলম বলেছেন: নচিকেতা আমার এক প্রিয় শিল্পী। ওর সাক্ষাতকারটি তুলে ধরায় জয় সরকারকে অভিবাদন।
Click This Link
৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৮
জয় সরকার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ............কেমন আছে তাজা কলমটা??
৯|
৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৩
ডিজিটাল কলম বলেছেন: নারে ছুটি ভালো পাইনা............. এক দিনেই অস্থির লাগছে.......... কাল বেড়াতে যেতে পারি কাছে পিঠে কোথাও.............. তোর প্ল্যান কি?????????????????
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২৫
জয় সরকার বলেছেন: আমার মত ছাপোষাদের আবার প্ল্যান।
দিন আনি দিন খাই..............।..।..।..।...।আর রাইতে ঘুমাই।
এইতো দিনলিপি।
১০|
৩১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
অপ্সরা বলেছেন: আমার প্রিয় নচিকেতা যার লাইভ শো আমি বার বার কলকাতায় দেখেছিলাম।
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২৮
জয় সরকার বলেছেন: আপু আপনাকে হিংসে লাগছে।আমার কত শখ ছিল ওর একটা কনসার্ট দেখি।তো এইবার ঢাকায় আসল মাসের শেষে।টাকা ছিলনা তাই দেখতে পারলামনা।
আর সে যেভাবে বলে "১০ বছর পর আমি বাঁচব কিনা সন্দেহ" তাতে ওর কনসার্ট আর দেখতে পারব কিনা জানিনা।
ভালো থাকবেন আপু..........।..।..।...।খুব ভাল লাগল জেনে যে আপনিও নচিদার ফ্যান।
১১|
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৬
বুদ্ধিজীবী বলেছেন: পিরিয় গায়করে লইয়া লিকচেন............ধইন্যা.........
সাক্ষাৎকার হেব্বী হইচে...............
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪১
জয় সরকার বলেছেন: অনেক ধন্যবাদ বুদ্ধিজীবী ভাই...............।
১২|
২৩ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৩
হাম্বা বলেছেন: ভালোবাসা আসলে পিটুইটারী গ্রন্থির খেলা।
২৪ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:৩৩
জয় সরকার বলেছেন: আমরা বোকারা বলি প্রেম!
১৩|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:৫৭
হাম্বা বলেছেন: ইটস এ গেইম
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৭
জয় সরকার বলেছেন: ইটস এ গেম।
১৪|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:১১
রিয়াজ উল বলেছেন: নচিকেতা আমার খুব প্রিয় গায়ক। দারুণ লাগলো সাক্ষাৎকারটা।
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৮
জয় সরকার বলেছেন: আপনার ভালোলাগায় আমি স্বার্থক!
১৫|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৭
জাতি জানতে চায় বলেছেন: যদিও তিনি রাজনীতি বোঝেন না বলে কিঞ্চিত ভাব ধরতেছেন, তবুও বেশ কিছু খাটি কথা কইছেন!
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫২
জয় সরকার বলেছেন: আর বর্তমানের রাজনীতিটাও আমি বুঝিনা অবশ্য।
বাম রাজনীতি করা লোক তো!
১৬|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২০
অস্থির পোলাপাইন বলেছেন: " শুধুমাত্র পুরুষকে প্রবল প্রতিরোধ করাই আমার কাছে নারী মুক্তি আন্দোলন মনে হয়না"
বিদ্বান ব্যাক্তিরা তো এই কথাটাই বুঝবার চায় না....।
+++++++++++ এবং ধন্যবাদ....
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৯:২৫
জয় সরকার বলেছেন: যাহারা এই কথাটা বুঝতে চায়না, তাহার ত্যানা প্যাচানিতে অতি ওস্তাদ!!
কি বলেন?
১৭|
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২৮
সুবিদ্ বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৯:২৬
জয় সরকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩২
জইন বলেছেন: অসাধারণ লাগলো.....তুলে দেবার জন্য ধন্যবাদ