| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
বাংলাদেশে অনুষ্ঠান করতে যাই।ফিরে এসে সেই ছোট্ট প্রাণবন্ত দেশটাকে নিয়ে কিছু গান লিখি, আমার বাংলাদেশের শ্রোতাদের জন্য।তার মধ্যে এই গানটা মনে হয় আমার এই বাংলার কিছু মানুষের হয়তো খারাপ লাগবেনা।
বেইলী রোডের ধারে, আমি দেখেছি তোমায়
রাতের অন্ধকারে, আমি দেখেছি তোমায়
আমার বউ বাজারে,আমি দেখেছি তোমায়
দু'দিকের কাঁটা তারে আমি দেখেছি তোমায়
এখানে তুমি হাসি মল্লিক,ওখানে হাসিনা
এখানে তোমার দাম পঞ্চাশ, ওখানে কত জানিনা
নিয়ন আলোয় ঝলসে যাওয়া দুটো শহরের রাত
বেঁচে থাকার জন্য কেনা বেচার দুটো হাত
ডলারের হার কমলে, তাদের দর বদলায়
চোখের জল কিংবা পানি, সেতো নোনতাই থেকে যায়।
কারো খদ্দের টয়োটা চড়ে, কারোর মারুতি জেন
কারো চোখে দিশি নেশা, কারোর ফরেন
তবু চাহিদা সেতো একটাই, একটুখানি সুখ
তাই একই ভাবে লাঞ্ছিত হয় দুটি দেশের মুখ
তবু আবার সকাল আসে, ওরা স্নান করে যায়
দুজনেই মনে মনে, বাংলায় গান গায়।
ডলারের হার কমলে, তাদের দর বদলায়
চোখের জল কিংবা পানি, সেতো নোনতাই থেকে যায়।
এখানে ঘোলাটে গঙ্গার জল, ওখানে ইছামতি
নোংরা নষ্ট, হাজার কষ্ট তবু বয়ে চলে ঠিকই
চেপে রাখা ক্ষত,যত যত হাহাকার
বিশ্বের কাছে দেনার দায়ে লাঞ্ছিত বারবার
তবু আবার রঙ চাপিয়ে,দাঁড়াতেই হয়
বেঁচে থাকার জন্য, বিশ্বের রাস্তায়।
ডলারের হার কমলে, দেশের দর বদলায়
চোখের জল কিংবা পানি, সেতো নোনতাই থেকে যায়।
গানটি শুনতে চাইলে গুতো মেরে ডাউনলোড করে নিন!!
১২ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৫
জয় সরকার বলেছেন: হুমম.........দেখি আরেকদিন সেটাও দিতে পারি...
ধন্যবাদ.........
২|
১২ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৫
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: +
১২ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৬
জয় সরকার বলেছেন: অনেক ধন্যবাদ.........
৩|
১২ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৬
ভাঙ্গন বলেছেন: ওহঃ যেটা বলতে চাইছিলাম, তার আগেই ক্লিকড!
বাংলাদেশ প্রেক্ষাপটে তার বিরহী প্রেমিকা জয়ীতা গানটা আমার ভীষণ ভাল লাগে।
১২ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৭
জয় সরকার বলেছেন: কোন একদিন সে গানটাও আসতেছে.........
৪|
১২ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৬
আহমেদ রাকিব বলেছেন: অঞ্জন আছেন যেখানে, সেই সব খানেই ++ এর বন্যায় ভাসিয়ে দিতে মন চায়।
১২ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৮
জয় সরকার বলেছেন: ধন্যবাদ......আপনার আবেগকে.........
স্যালুট, সুস্থ গানের প্রতি আপনার ভালোলাগাকে......
ভালো থাকুন!
৫|
১২ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৯
ফাহাদ চৌধুরী বলেছেন: গান্টা নামাচ্ছি । লিরিক্টা ভাল লাগছে ।
১২ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫৭
জয় সরকার বলেছেন: গান্টাও ভাল্লগবে!!
৬|
১২ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: +++
১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৩
জয় সরকার বলেছেন: ধইন্যা মনসুর ভাই............
৭|
১২ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২৯
পুশকিন বলেছেন: ভালো লাগলো।।
১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৪
জয় সরকার বলেছেন: অনেক ধন্যবাদ.........
৮|
১২ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩৪
অলোক মিস্ত্রী বলেছেন: অনেকদিন পরে গানটা আবার গাইলাম। আপনাকে ধন্যবাদ। অ্যালবামটা যখন বের হয় একদৌড়ে কিনে নিয়েছিলাম।
১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৫
জয় সরকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ............
৯|
১২ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩৫
হাম্বা বলেছেন: ও অসাধারন একটা গান
সুরটা আরো বেশি সুন্দর
আমার আমার সব চাইতে প্রিয় লাইন-
এখানে ঘোলাটে গঙ্গার জল, ওখানে ইছামতি
নোংরা নষ্ট, হাজার কষ্ট তবু বয়ে চলে ঠিকই
চেপে রাখা ক্ষত,যত যত হাহাকার
বিশ্বের কাছে দেনার দায়ে লাঞ্ছিত বারবার
১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৫
জয় সরকার বলেছেন: আহ.........লাইন গুলো কত কথাই না বলে দেয়!!!
১০|
১২ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪৩
পাহাড়ের কান্না বলেছেন: খালান লামাইতাছি।
১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৬
জয় সরকার বলেছেন: শুইনা কইয়েন কেম্ন লাগ্লো!
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৪
ভাঙ্গন বলেছেন: অঞ্জন দত্তের আরেকটা গান আছে বাংলাদেশ প্রেক্ষাপটে।
জয়ী জয়ী জয়িতা...