![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"যখন যুবক ছিলাম, ছিলাম চালাক, তাই চেয়েছিলাম নিজের মতো করে পৃথিবীকে বদলিয়ে নিতে - এখন বয়স বেড়েছে - অভিজ্ঞতা হয়েছে, বেড়েছে জ্ঞান - তাই চাচ্ছি নিজেকে বদলাতে" - ------------------------- জালালুদ্দিন রুমি I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the freedom to not listen to hatred. [এস্কিমো ব্লগের সতর্কীকরন: রাজাকার, আল বদর, আল শামস্, শান্তি কমিটি, ও '৭১ এর দালাল সমর্থকরা নিজ দায়িত্বে প্রবেশ করুন... (জামাত ও শিবির না আসাই ভাল!)] জন্ম: পিতার কর্মস্থল নোয়াখালীর হরিনারায়নপুর রেলওয়ের কোয়ার্টারে। শৈশব কেটেছে হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে। ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে দেশে সরকারী/বেসরকারী চাকুরী করে দেশ ত্যাগ...পথিমধ্যে নেদারল্যান্ডসে গাধার পিঠে আরো কিছু বই চাপিয়ে কানাডার টরন্টোতে চলে আসা। চেষ্টা চালাচ্ছি কানাডার হিমশীতল মাটিতে বসত গড়তে...কিন্তু শিকড়ের টানে সবসময়ই মন চলে যায় ধলেশ্বরীর পাড়ে। বাংলাদেশকে একটা আধুনিক এবং সমৃদ্ধ দেশ দেখার স্বপ্ন নিয়ে ব্লগিং করা।
প্রজন্মের জাগরনের সুনির্দিষ্ট দাবী দাওয়াগুলো সরকার মেনে নিয়েছে - এখন দরকার সেইগুলো কার্যকর করার জন্যে আন্তরিক পদক্ষেপ - তার মধ্যে দুইটা বিষয় গুরুত্বপূর্ন মনে করছি - তা হলো
১) জামায়াত শিবিরকে সংগঠন হিসাবে স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্যে নিষিদ্ধ করা। এই কাজের জন্যে বাচ্চু রাজাকারের রায়ের যে অংশ জামাতের মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা নিয়ে কথা বলা হয়েছে - সেই অংশটা ব্যবহার করা সহজ হবে। এই কাজে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রীতার বিষয়টি নজর রাখা দরকার।
২) জামাত-শিবিবের আর্থিক প্রতিষ্ঠান এবং বানিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রত ব্যবস্থা গ্রহন করা।
জামাত যতটুকু শক্তি অর্জন করেছে আর যে শক্তির জোরে মওদুদ থেকে থেকে জামাতের পক্ষে কথা বলে উঠে তা হলো জামায়াতের অর্থ। জংগীবাদ আর মৌলবাদের প্রসারের জামাত প্রচুর অর্থ ব্যয় করেছে। সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে যথেষ্ঠ দলিল আছে। এখন সময় হয়েছে সেইগুলো ব্যবহার করে জামায়াতের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসার।
মোট কথা - তরুন প্রজন্ম জামাত শিবিরের ৩৫ বছরের অর্জনকে শূণ্যে পৌছে দিয়েছে। অভিনন্দন সকল তরুন প্রজন্মের জন্যে। তোমাদের কাছে কৃতজ্ঞ হয়ে রইল জাতি।
অন্যদিকে জামায়াতের একটিভ পার্টণার বিএনপি অনেকটা প্যারালাইসিস হয়ে যাচ্ছে। তাদের রাস্তায় শক্তি প্রদর্শন বা সমাবেশগুলো সফল করার জন্যে জামাত শিবিরের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলো। জামাত শিবিরের ব্যাক টু দ্যা প্যাভিলিয়ানের দৃশ্য বিএনপি অনেকটাই দিশেহারা। প্রথম কিছুদিন বিএনপির নেতারা চুপ থাকলেও গতকাল থেকে তারা আবার শুরু করেছে তাদের "কিন্তু" "যদি" র খেলা।
গতকাল আব্দুল্লাহ আল নোমান, বিগ্রেডিয়ার হান্নান শাহ আর আসাদুজ্জামান রিপন প্রজন্মের আন্দোলন নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন। আজ দেখলাম জয়নুল আবেদিন ফারুক যদি কিন্তু দিয়ে চলমান আন্দোলনের ভিন্ন ডেফিনেশন দিচ্ছেন।
বিএনপি মুলত দেওয়ালের লেখাটা পড়তে ব্যর্থ হয়েছে - অথবা ডিনাই করছে। জনমানুষের কাতারে আসতে ব্যর্থ রাজনৈতিক দলগুলো যেমন মুসলিম লীগ, জাসদের ইতিহাসের দিকে তাদের দৃষ্টি আকর্ষন করবো। দয়া করে জামাতের মৃতদেহটার থেকে নজর সরান। লাশ টেনে লাভ নেই - জামাত মুলত একটা মৃত সংগঠন - তাকে যথাযথ সৎকারের ব্যবস্থা করার জন্যে অবিলম্বে জামাতের সাথে সম্পৃক্ততা ছিন্ন করার প্রকাশ্য ঘোষনা দিয়ে - যদি কিন্তু ছাড়া প্রজন্মের দাবীর সাথে এক হয়ে যান। নতুবা ইতিহাসের অমোঘ বিধান গুলোর পথেই হেঁটে এক সময় ইতিহাস হয়ে যেতে হবে বিএনপিকেও।
একটা কথা মনে রাখা জরুরী - গনতন্ত্রের স্বার্থে একটা দেশে একাধিক শক্তিশালী দল থাকা জরুরী। ইতোমধ্যেই বিএনপি সাংগঠিক এবং লক্ষ্য আর কর্মসূচীকে যথেষ্ঠ অবিবেচনা আর দূর্বলতার পরিচয় দিয়েছে। গনতন্ত্রকামী মানুষ হিসাবে বিএনপির সবল সাংগঠনিক এবং সক্রিয় ইতিবাচক কার্যক্রম দেখতে চাওয়ার বিকল্প নেই। বিএনপির নেতাকর্মীদের উপলদ্বি করতে হবে - গনজাগরনের বিরুদ্ধে গিয়ে কতিপয় রাজাকারকে বাঁচানোর জন্যে একটা দলকে বিলুপ্তি পথে টেনে নিয়ে যাবেন কি না?
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: এদের বর্জন করে আপনারা স্বাধীন সুন্দর গনতান্ত্রিক ধারাবাহিকতাকে
পুনরুদ্ধারে এগিয়ে আসুন ।
দেশ কে আর অন্ধকারে টেলে দেবেন না প্লিজ
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
ধমাধম বলেছেন: বি এন পিও এদের প্রতিরোধে এগিয়ে এলে জনগনের আস্থা অর্জন করতে পারত। রাজনীতিতে একটা ভালো প্রতিযোগিতা আশা করা যেত। কেননা তখন জনগন আর মার্কা দেখে ভোট দিত না। যাদেরকে ভালো মনে করত তাদেরকেই ভোট দিত। এই রাজাকারদের সাথে নিয়েই বিএনপি পিছিয়ে পড়ল।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
মাহফুজ লিহান বলেছেন: যাদের রাজাকার বলেন তাদের টাকা শেষ পর্যন্ত দেশের মালিকানাই আনবেন! Orthad তাদের টাকাই দেশ চলবে!
আসলেই দেশ রাজাকার ছাড়া অচল! বর্তমান সরকারের মন্ত্রী পরিষদ্ তার বাইরে না!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩২
এস্কিমো বলেছেন: কোন মন্ত্রী রাজাকার ছিলো রে বরাহের শাবক?
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাইয়েরা একটু চোখ খোলে দেখেন তরুনদের জাগরন, এত ভাল মানুষ দেশে থাকতে এখনো কেমনে দর্ষন হয় বলেন তো, কেমনে আগুনে পুড়ে শত শত মানুষ কয়লা হয়!!!! হা হা হা........................আর হাসতে পাড়িনা.
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯
টয় বয় বলেছেন:
বিএনপি নিয়া আপনের এত কান্দন কেন?? নিএনপিরে তাদের মত চলতে দেন|
হাসিনা কত টেকা খাইয়া কাদের মোল্লার রায় দিছে??
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনে আমাকে নিয়ে কেন বিকৃত তথ্য দেন? কেন কমেন্ট মুছলেন? আপনে আসলেই একটা কাপুরুষ!!!
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২
ম.র.নি বলেছেন: সরকারের দালালীর টাকা খেয়ে রাজনীতির ধারাভাষ্য দিয়ে তা উশুলের চেস্টা করে যারা তারা গোলামীই করে যাবে সত্য তাদের মুখ দিয়ে কখনো বের হবে না।শকুনী মামার বি এন পি'র বিলুপ্তির তত্ত্ব পড়ে দারুনভাবে বিচলিত অয়া গেলাম। অহন উফায় কি? একটা কথা মনে রাখা জরুরী - গনতন্ত্রের স্বার্থে একটা দেশে একাধিক শক্তিশালী দল থাকা জরুরী বাকশালীরা এটা কেমতে কয়? ঠান্ডা কমাতে কি পেটে নেপোলিয়ন ব্রান্ডি গেছে?
বর্তমান সরকারের ৭৫ এর বাকশালীয় আচরন দেখতে পাচ্ছি টুয়েন্টি ফার্স্ট সেন্চুরী ভার্সানে।আর পেইড চেলা, স্বঘোষিত মেধাবীরা এসেছে বি এন পি'র কি করা উচিত বা অনুচিত।আপনারা অনেক ভালো,স্বাধীনতার একমাত্র স্বত্বাধীকারি,৭১ এর চেতনায় ভরপুর একমাত্র আপনাদেরই রক্তে,বাংলার (পস্চিম বাংলা ইন্কুডেড না) জনগন শুধু আপনাদেরই ভালো পায় মানলাম; ভাই একটা বার কি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ভোটের আয়োজন করতে পারেন না?সৎ সাহস আর বলিস্ঠ বিশ্বাস থাকলে, দিয়ে দেন দেখেন কোন দল বিলুপ্ত হয়।ঐটাতো পারবেন না পারবেন শুধু লুটপাট, ষড়যন্ত্র আর দাদাদের দালালী করে কিভাবে আজীবন ক্ষমতায় থাকা যায় ঐ চেস্টায়।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
মিতক্ষরা বলেছেন: যে কারনে জামাতকে নিষিদ্ধ করতে হবে, সে কারনে বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে। এক নেতা এক দেশ, বংগবন্ধুর বাংলাদেশ।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
মিতক্ষরা বলেছেন: "গনতন্ত্রকামী মানুষ হিসাবে বিএনপির সবল সাংগঠনিক এবং সক্রিয় ইতিবাচক কার্যক্রম দেখতে চাওয়ার বিকল্প নেই।"
জিয়া রাজাকার ছিলেন বলেই বিএনপিকে নিষিদ্ধ করতে হবে।
"বিএনপির নেতাকর্মীদের উপলদ্বি করতে হবে - গনজাগরনের বিরুদ্ধে গিয়ে কতিপয় রাজাকারকে বাঁচানোর জন্যে একটা দলকে বিলুপ্তি পথে টেনে নিয়ে যাবেন কি না?"
গনজাগরনে আওয়ামী লীগ রয়েছে। সেইখানে বিএনপির কোন ঠাই নাই।
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
মোঃ_হাসান_আরিফ বলেছেন: জামায়াত-শিবিরের আস্তানা
Click This Link