![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"মানুষের প্রতি সম্মান দিন দিন কমে যাচ্ছে। অনেক দিন পর গ্রামে গিয়ে দেখি , তাদের ভিতরে মিলমিশ নাই। "আমাদের ছোত গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর"" এই কথা গুলি এখন শুধু কবিতায়। আগে কবিতার সাথে গ্রামের মিল খুজে পেতাম, এখন আর পাই না। কেউ মিলে মিশে থাকে না, এক জন আর এক জন কে সম্মান করে না। গ্রামের মুরুব্বি ও মাতাব্বর এক সময় গ্রামের সরকার ও আদালত মনে করা হত । তাদের প্রতি সম্মান নাই। এই জেনারেনের কেমন যেন আচারন। সন্ধ্যার পর বাজারে বাজারে মাদকের আসর। যে গ্রাম ১৫ বছর আগে দেখেছিলাম, এখন আর সেই দিনের আচারন বিন্দু মাত্র দেখতে পেলাম না। ভেবেছিলাম গ্রামে গিয়ে থাকবো, না আর থাকা গেলো না। শহর গ্রাম সব এক। সামান্য বাপার নিয়ে মামলা মুকুদ্দমা । খুব অস্থির লাগলো তাই চলে আসলাম ইট পাথরের শহরে । ঢাকা শহরে ইট পাথরে বাড়ীতে থেকে থেকে মন্টা কেন যেন ইট পাথর হতে যাচ্ছে। কিন্তু আমার মন সব সময় ফিরে পেতে চায়, আমার ছোট্ট সোনার গায়। আমি কি ফিরে পাব সেই আমার ছোট্ট সোনার গা, যেথায় কোকিল ডাকে , পাখি ডাকে??
©somewhere in net ltd.