নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন দুইজন ব্যক্তি গল্প করছিল। উক্ত দুই ব্যক্তি অত্যন্ত জ্ঞানী ছিল। তারা ব্যাকরণ ভালো জানতেন। তারা হাঁটতে হাঁটতে দেখল দুইটি কাঁঠালপাতা পড়ে আছে। তখন তারা সেই দুইটি পাতা খেলো। তারা ঘাসও খেলো। ঘাস খাবার পর তাদের মধ্যে ভাবের উদয় হলো। তারা আলোচনা করতে লাগল কোন অঞ্চলের ঘাস ভালো তা নিয়ে। প্রথম ব্যক্তির জ্ঞানগর্ভ বচন শুনে দ্বিতীয় ব্যক্তি অভিভূত হয়ে গেল। সে বলল, আপনি একজন ফাজিল। সে কথা শুনে প্রথম ব্যক্তি রেগে গেল। সে তাকে শিং দিয়ে ঢুশ দিতে গেল। তখন দ্বিতীয় ব্যক্তি বলল, "রেগে যাবেন না। ফাজিল শব্দের অর্থ জ্ঞানী।"। শুনে প্রথম ব্যক্তি ঠান্ডা হলো। সে ঘাস এবং পাতা নিয়ে আরো জ্ঞান জাহির করতে লাগল। দ্বিতীয় ব্যক্তি আবারও মন্তব্য করল, "আপনি শুধু ফাজিল না, মহাফাজিল"। মানে সে বলতে চাইছিল যে প্রথম ব্যক্তি মহাজ্ঞানী। কিন্তু এবার কেন যেন দ্বিতীয় ব্যক্তি ব্যাকরণের প্রতি মুগ্ধতা দেখাতে পারল না। সে কথা বন্ধ করে ঘাস চাবাতে লাগল গম্ভীর হয়ে।
তারা দুইজন হাঁটতে লাগল রাস্তা ধরে। একটা সবুজ মাঠে পৌঁছাল তারা। সেখানে অনেক ঘাস। তারা দৌড়াদৌড়ি করতে লাগল। একজন সুন্দরী মহিলা সেখানে উপস্থিত হলো। মহিলাটি তাদেরকে দেখে সম্ভাষণ জানালো। তাদের আরো ঘাস এবং পাতা লাগবে কি না জিজ্ঞাসা করল। উক্ত দুই ব্যক্তি এই ব্যবহারে মুগ্ধ হয়ে গেল। প্রথম ব্যক্তি বলল, "আপনি একজন চমৎকার মাগী। আপনার সাফল্য কামনা করি"। ব্যাকরণমতে মাগী শব্দের অর্থ মহিলা। তারা আশা করছিল এই শব্দের প্রয়োগের কারণে খুশি হয়ে মহিলাটি তাদেরকে য়ারো ঘাস এবং পাতার পাশাপাশি একটা পড়ে থাকে স্যান্ডেল চিবুতে দিবে। কিন্তু ব্যাকরণজ্ঞানহীন মহিলাটি তাদেরকে শাপ-শাপান্ত করতে করতে স্যান্ডেল দিয়ে মারতে মারতে এলাকাছাড়া করল। ম্যা ম্যা শব্দে প্রকম্পিত হলো চরাচর, কেঁপে উঠল তেপান্তর।
তখন তারা সিদ্ধান্ত নিল যে মানুষের তৈরি ব্যাকরণের চেয়ে ছাগলদের ব্যাকরণেই তারা বেশি মনোযোগ দিবে এবং এখন পর্যন্ত তারা তাই করছে দল বেঁধে।
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫২
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ধন্যবাদ।
২| ০৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২০
নাহল তরকারি বলেছেন: সুন্দর।
০৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৪
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: এখেনে সুন্দরের কী পাইলেন!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: অত্যন্ত চমৎকার লিখেছেন।