![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লজ্জা আদিত্য অনীক পাখিটা উড়ে গেল নির্বিঘ্নে সীমানা পেরিয়ে বনের বাঘ বা হরিণও যেতে পারে পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না। সারি বাঁধা পিপড়া বা দল বাঁধা হাতিও পারে, অথচ মানুষ পারে না সীমানা পেরোতে। অতীতে পোড়া লোহায় দাগিয়ে ক্রিতদাস চিহ্নিত করা হতো , পালিয়ে যাবার ভয়ে। এখনো হচ্ছে- ধর্মে , বর্ণে , ভাষায় , অবস্থানে; কতিপয় চতুর লোক শাসন করার জন্য সীমানা পেতে তোমাকে দাগিয়ে দিচ্ছে বিদ্বেষ আর মিথ্যা বিভেদের কালি দিয়ে, বোকার মত তুমি তা মেনে নিচ্ছ। হে মানুষ , বনের একটা পশুর সমান স্বাধীনতাও তুমি অর্জন করতে পারো নি, তোমার লজ্জা হওয়া উচিত।
নিচের ছবিটি আমার দেখামতে সামুর সবচেয়ে ভীতি সঞ্চারক প্রোফাইল পিক।
সবচেয়ে সুন্দর প্রোফাইল পিকটি খুঁজছি। তবে এখনো বের করে উঠতে পারিনি।
আপনাদের পছন্দ অপছন্দের প্রোফাইল পিকগুলো এবং সেগুলো দেখে আপনাদের মধ্যে কিরকম অনুভূতি হয়, জানালে ভাল লাগত। অনেক সময় ব্লগে প্রোফাইল পিকগুলো দেখে সময় কাটাই।
০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩১
শয়তান হন্তারক বলেছেন: এরকম ভীতিসঞ্চারক কোন প্রোফাইল পিক দেখার অভিজ্ঞতা থাকলে দয়া করে পিক সহ বর্ণনা করুণ। ধন্যবাদ।
২| ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩১
সাইফুর বলেছেন: ভয়ে হাত পা
০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
শয়তান হন্তারক বলেছেন: আমি আগেই সাবধান করেছিলাম হার্টের রোগীদের ছবিটির দিকে তাকানো উচিৎ হবে না। যে কোন ধরণের দুর্ঘটনার জন্য আমাকে দায়ি করতে পারবেন না।
৩| ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিউটনের তৃতীয় সূত্র!!!!!
আচ্ছা শেখ মুজিব কি আসলেই স্বাধীনতা চেয়েছিল না ক্ষমতা?
ধা ধা..
বলেনতো কোনটা ক্রিয়া? আর কোনটা প্রতিক্রিয়া?????
০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
শয়তান হন্তারক বলেছেন: শেখ মুজিব কি আসলেই স্বাধীনতা চেয়েছিল না ক্ষমতা, সেটা বুঝতে হলে আমাকে টাইম মেশিন জোগাড় করতে হবে। তবে ইতিহাস বলে উনি স্বাধীনতাই চেয়েছিলেন। আপাতত ইতিহাসে যা লিখা আছে তা বিশ্বাস করা ছাড়া আমার আর কোন উপায় নেই, যেহেতু টাইম মেশিন খুব-ই ব্যয়বহুল যন্ত্র।
আচ্ছা বলুন ত ব্যাপারটা মাধ্যাকর্ষণ না অভিকর্ষণ?
৪| ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
কাঠের খাঁচা বলেছেন: এক্কেরে পিলা চমকায় গেল
০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪০
শয়তান হন্তারক বলেছেন: পিলে চমকাবার মতই ছবিটি!
৫| ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
সায়েম মুন বলেছেন: মইরা গেছি
০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
শয়তান হন্তারক বলেছেন: সতর্কীকরণ: যাদের হার্ট দুর্বল তারা যেন বিরত থাকে।
৬| ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪০
টেকিবাবা বলেছেন: আইজ সারাদিনে বড় বাথরুম করা হই নাই। ম্যালা সিগারেট টাইনাও কাম হইতেসিলো না। খুব অসোয়াস্তিতে ছিলাম রে ভাই। এই ভয়ানক ছবিডা দেখার পর ভালো চাপ অনুভব করছি, যাই ত্যাগ কইরা সুখ অনুভব কইরা আসি। আপনাকে বিশাল থ্যাঙ্কু!
০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
শয়তান হন্তারক বলেছেন: কি বলেন ভাই? এত ডরাইসেন?
৭| ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
আঁতেল বলেছেন: ভাই আমারে নিয়া এত ভীতির কি আছে। আমিও আপনাদের মত একজন রক্তে মাংসে গড়া মানুষ। এই দেখেন আমার হাত পা নাক মুখ চোখ কান সব আপনাদের মত।
০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
শয়তান হন্তারক বলেছেন: ভাই আমি সিরিয়াসলি ভয় পাইসিলাম ছবিটা দেইখা। এহন ভয় কিছুটা কমসে্। এরকম একটা ছবি দেইখা লোকজন হাসাহাসি করতাসে? হরর ফিল্ম দেখতে দেখতে এদের মনে এহন আর কোন ডর ভয় নাই!
৮| ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
ধানমন্ডী ৩২ বলেছেন: দুখী মানব বলেছেন: হাসতে হাসতে শ্যাষ
আতেলরে জাতে তুলে দিলেন।
০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
শয়তান হন্তারক বলেছেন: উনার প্রোফাইল পিক সিলেকশনের পছন্দকে প্রশংসা করতেই হয়। ছবির কনসেপ্টটি অদ্ভুত। প্রথমবার দেখে আমি সত্যি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। ছবিটি ভয় আর কৌতুক মিশ্রিত এক ধরনের অনুভূতি সৃষ্টি করে। তবে এর ভীতিকর দিকটাই প্রকট।
৯| ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫০
ব্যঞ্জনবর্ন বলেছেন: ধানমন্ডী ৩২ বলেছেন:আতেলরে জাতে তুলে দিলেন।
আমার ছবিটা সুন্দর না !!!!
০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫৬
শয়তান হন্তারক বলেছেন: আপনার প্রোফাইল পিকটি এক্সপ্রেসিভ। এর অভিব্যক্তিটা যদি তুলে ধরতেন তাহলে আরো ভাল লাগত।
১০| ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫০
কাঠের খাঁচা বলেছেন: @টেকিবাবা ঃ
আমি তো নরমাল ছিলাম। এই ভয়ানক ছবি দেইখা ঢাইরেক্ট হয়া গ্যাসে।
০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
শয়তান হন্তারক বলেছেন: ভাই তাড়াতাড়ি দৌড়েন!
১১| ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
চাঁপাবাজ বলেছেন: নাহ ডরাইনাই............
আপনেরে মাইনাচ........
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:০০
শয়তান হন্তারক বলেছেন: হরর ফিল্ম দেখতে দেখতে লোকজনের ভয়ডর নষ্ট হয়া গেসে!
১২| ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:০০
শয়তান হন্তারক বলেছেন:
১৩| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:০১
মুকুট বলেছেন:
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:০৪
শয়তান হন্তারক বলেছেন:
১৪| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:০৬
উল্টো মানুষ বলেছেন: এইটা কি মিঃ বিনের প্রেতাত্মা ? চেহারাই মিল আছে।
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:১৪
শয়তান হন্তারক বলেছেন: আমারো তাই মনে হয়।
১৫| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:১০
বিপ্লব কান্তি বলেছেন: গ্রাম বাংলার ছবি ব্যবহার করুন । তাতেই শান্তি আসবে। সুখ ও বিনয় প্রকাশ পাবে । আমার ব্যবহৃত ব্লগের সেরা প্রোফাইল ছবি
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:১৬
শয়তান হন্তারক বলেছেন: পুরোপুরি সুখ ও বিনয় প্রকাশ পেয়েছে। তবে দৈর্ঘটা একটু বেশি।
১৬| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:১২
ওয়ালি বলেছেন: ভালা পাই
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:১৭
শয়তান হন্তারক বলেছেন:
১৭| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:২০
প্লাস_মাইনাস বলেছেন: এইডা মিঃ বিনের এভাটার ভার্সন। আসলেই বেশি জোস
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:২৭
শয়তান হন্তারক বলেছেন:
১৮| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:২২
ফারা তন্বী বলেছেন: আমার টা সবচেয়ে কিউট
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:২৮
শয়তান হন্তারক বলেছেন: সত্যিই কিউট!
১৯| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:২৬
ডিজিঢাল প্রাণী বলেছেন:
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:২৯
শয়তান হন্তারক বলেছেন:
২০| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:২৯
সার্থক বলেছেন: "লেখক বলেছেন: হরর ফিল্ম দেখতে দেখতে লোকজনের ভয়ডর নষ্ট হয়া গেসে!"
যাই হোক, ব্লগে এসে এই ছোট ছোট সাইজের প্রো পিক দেখে কিভাবে সময় কাটান সেইটা একটা গবেষণার বিষয়। ফেসবুকে এই কাম করলেও বুঝা যাইত। "আভাটার" কোন হরর ছবি নয়, কাজেই সেই ছবির চরিত্রের আদলে বানানো একটি ব্যংগাত্নক ছবি দেখে কিভাবে আপনি ভয় পাইলেন, সেইটা তো চিন্তার বিষয়।
যাই হোক, বাকিদের সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই, আমার হার্ট যথেষ্ট স্ট্রং ছিল, এইখানে এসে ব্যাপক উইক হয়ে গেছে। (লেখক কি বুঝতে পারছেন, কেন সবাই এই ধরনের কমেন্ট করছে??)
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:৩৯
শয়তান হন্তারক বলেছেন: ভাই বুঝায়া কন!
২১| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:৩০
খালেদ মো: সাইফুল ইসলাম বলেছেন:
আতেলের প্রোফাইল পিকটা দেইখে আমার প্রথমে ভয় লাগছে ...কিন্তু এরপর যতোবার দেখি কেন্ জানি হাসি আসে...
ফারা তন্বী , আপনারটা সবচেয়ে কিউট কিনা জানিনা , তবে খুব কিওট । উমমম ... হইতেও পারে সবচেয়ে কিউট ...
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:৩৮
শয়তান হন্তারক বলেছেন: প্রথমে আমারও ভয় লাগসিল। ফারা তন্বীর ছবিটা আসলেও কিউট।
২২| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:৩০
সালাহ উদ্দিন০০৭ বলেছেন: ফারা তন্বী বলেছেন: আমার টা সবচেয়ে কিউট
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:৪১
শয়তান হন্তারক বলেছেন: আমারো তাই ধারণা।
২৩| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:৩২
প্রবাস কন্ঠ বলেছেন: হুমমমমমমম
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:৪০
শয়তান হন্তারক বলেছেন: Peace Nowww
২৪| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:৩৭
নীল-দর্পণ বলেছেন: ভুই পাইনাইক্কা বরং মজা পাইসিলাম পরথমে দেইখ্যা। তয় এক দৃষ্টিতে কতক্ষন তাকায় থাকলে চোক্কের মইদ্যে কিলবিল করে
আমাট্টা কিন্তুক কম কিউট না
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:৩৯
শয়তান হন্তারক বলেছেন: তয় এক দৃষ্টিতে কতক্ষন তাকায় থাকলে চোক্কের মইদ্যে কিলবিল করে
সহমত।
২৫| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৯:১২
কারিম বলেছেন: এইটা আমার দেখা সামু ব্লগের সবচাইতে মজার ছবি । আপনি সম্ভবত এ্যাভাটার দেখেন নাই, মি: বিন ও দেখেন নাই । এইডা মিঃ বিনের এভাটার ভার্সন।
ভ্রাতা, আপনি সম্ভবত কিছুটা ব্যাক ডেটেড রইয়া গেছেন
২৬| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৯:১৪
কারিম বলেছেন: এইটা আমার দেখা সামু ব্লগের সবচাইতে মজার ছবি । আপনি সম্ভবত এ্যাভাটার দেখেন নাই, মি: বিন ও দেখেন নাই । এইডা মিঃ বিনের এভাটার ভার্সন।
ভ্রাতা, আপনি সম্ভবত কিছুটা ব্যাক ডেটেড রইয়া গেছেন
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৯:৩১
শয়তান হন্তারক বলেছেন: সহমত।
২৭| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৯:২৬
লেখাজোকা শামীম বলেছেন: এভ্যাটার + বিন = এই ছবি । এতে ভয় পাওয়ার কী আছে ?
আপনে নিজে হার্টের ডাক্তার দেখান। আপনের হার্ট দুর্বল।
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৯:৩৪
শয়তান হন্তারক বলেছেন: হতেও পারে। গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য ধন্যবাদ।
২৮| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৯:২৭
সাধারণমানুষ বলেছেন: আমার টা দেখবার পারেন
তয় আপনারটা দেইখা মজা পাইছি
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৯:৩৭
শয়তান হন্তারক বলেছেন: ভাই এগুলা ত খেলনা বন্দুক!
২৯| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৯:৪০
সাধারণমানুষ বলেছেন: কইছে আপনেরে
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৯:৪৩
শয়তান হন্তারক বলেছেন:
৩০| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১০:২২
মনিরুল হাসান বলেছেন: ফারা তন্বীর সাথে দ্বিমত। আমারটা বেশি কিউট।
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৩২
শয়তান হন্তারক বলেছেন: সহমত।
৩১| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১০:২৯
প্লাস_মাইনাস বলেছেন: আমার টা কিউট না কইলে এজাবত কালে যত প্লাস পইসেন আর সামনে পাবেন সব কইলাম মইনাস হইয়া যাইব....
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:১৭
শয়তান হন্তারক বলেছেন: ব্যাপারটা খেয়াল করি নাই , আপনি যে প্লাস মাইনাস সম্রাট। সত্যি অদ্ভুত আর অসাধারণ আপনার প্রোফাইল পিক।
৩২| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১০:৫০
ই য়া দ বলেছেন: ৩২ নং কমেন্টে +
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১১:৩৩
শয়তান হন্তারক বলেছেন: ৩২ নং প্রোফাইল পিক এ +
৩৩| ০৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:২৬
শোভন এক্স বলেছেন: এই যে পেয়ে গেলেন। আমারটাই সবচে ভালো
০৫ ই জুলাই, ২০১০ রাত ১০:৩৪
শয়তান হন্তারক বলেছেন: সহমত।
৩৪| ০৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৫
নূর-ই-আল-মামুন বলেছেন: দেখেন তো আমার টা কিছুটা ভয়ংকর কিনা।
০৫ ই জুলাই, ২০১০ রাত ১০:৩৪
শয়তান হন্তারক বলেছেন: হ্যা কিছুটা ভয়ংকর।
৩৫| ০৮ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫৬
সরল মানুষ বলেছেন:
১১ ই জুলাই, ২০১০ সকাল ১১:০২
শয়তান হন্তারক বলেছেন: ভয়াবহ!
৩৬| ১১ ই জুলাই, ২০১০ সকাল ১১:০৯
আকাশদেখি বলেছেন:
১১ ই জুলাই, ২০১০ বিকাল ৪:২২
শয়তান হন্তারক বলেছেন:
৩৭| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৩
রেদওয়ান খান বলেছেন: ক্যতুকুতু লাগলো।
৩৮| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩১
ফাও প্যাচাল বলেছেন: গ্রামীণ ব্যাংকের তহবিল স্থানান্তরের প্রমাণ পেয়েছে নরওয়ে
৩৯| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫০
অ্যানালগ বলেছেন: আমারটা Cuteও না NIVEAও ন, তবে খারাপও না।
৪০| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫০
অ্যানালগ বলেছেন: আমারটা Cuteও না NIVEAও না, তবে খারাপও না।
৪১| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৪
ইশতিয়াক মাহমুদ বলেছেন: মাশাআল্লাহ....
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৯
দুখী মানব বলেছেন: হাসতে হাসতে শ্যাষ