![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন রাণী সু উচ্চে কহিলেন-
শুনুন আমার মন্ত্রী সভার সকল মন্ত্রী গণ
আপন চোখে দেখিতে চাই
কেমন আছে কি ভাবে আছে আমার প্রতিটি জনগণ ।
মন্ত্রী সভার সকল মন্ত্রী হতভম্ব,হতবাক,
কি হল হঠাৎ মহা রানীর কেন এহেন সংবাদ ।
তাই নিয়ে যেন পড়ল সবে বেদম চিন্তায়
কেহ কেহ আবার ভাবিতে লাগিল মন্ত্রিত্ব বুঝি যায় ।
ডাকিল পীর ডাকিল দরবেশ ডাকিল যত মাস্তান
কোন শোয়ারে জানাইল রাণীরে আন তরা ধরে আন ।
দরবেশ বসিল গভির ধ্যানেতে পীর বাবা জিকিরিয়ান
মাস্তান ছুটিল পিস্তল হাতেতে সাথে কয় নওজোয়ান ।
চলবে------
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতায়ও হিন্দি সিরিয়াল
চলুক তবে- মহারানী বলে কথা
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
নুরএমডিচৌধূরী বলেছেন: একদিন রাণী সু উচ্চে কহিলেন-
শুনুন আমার মন্ত্রী সভার সকল মন্ত্রী গণ
আপন চোখে দেখিতে চাই
কেমন আছে কি ভাবে আছে আমার প্রতিটি জনগণ ।
মন্ত্রী সভার সকল মন্ত্রী হতভম্ব,হতবাক,
কি হল হঠাৎ মহা রানীর কেন এহেন সংবাদ ।
মহা রাণীর দয়া হোক
লিখায়++++++++
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কবিতার ছন্দ কিছুটা রবীন্দ্রনাথের লেখা কবিতার মত লাগলো! কিছুটা রম্য ধাঁচের! তবে ভালই লাগলো।
শিরোণামে দুইটা টাইপো আছে ঠিক করে নিয়েন- 'সপ্নের
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
দিল মোহাম্মদ মামুন বলেছেন: ভাল লাগলো, চলতে থাকুক।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মন্তব্য কেটে গেল কেন বুঝলাম না?
যাহোক- 'সপ্নের
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল কবিতা।
৯| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫০
বিজন রয় বলেছেন: এমন বাংলা??
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
কল্লোল পথিক বলেছেন: বাহ!বেশ হয়েছে।