![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্তের নেশা খুব খারাপ জিনিস, রক্তের পাপ ছাড়ে না কাউকে, এমনকি অনাগত শিশুর রক্তের হিসাবও দিতে হয় এক সময়। গালাগাল,থ্রেট বা রিদ্দা করতে চাইলে এখানে যোগাযোগ করতে পারেন: [email protected]
১)
দুই থাল খাইয়া ভাত গেলাম টাট্টিতে
টাট্টির বাইরে পোলাপান কয়
"খাইলেন কি?
সাউন্ডে শুইনা মনে হইতেছে পুরা ডিস্কো শুরু হইছে।"
টাট্টি কইরা শান্তি নাই
হে আল্লাহ! বিচার চাই!
তাও আবার আন্তর্জাতিক আদালতে স্বচ্ছ বিচার!
২)
ঘুম থিকা উইঠা দেখি
সুর্য উঠে নাই, ঘর আন্ধার।
আবার ঘুম দিয়া উইঠা দেখি
চান্দু অখনো উঠে নাই।
পরে আবার ঘুমাইতে গিয়া আবিস্কার করলাম
লেপ মুড়া দিয়া ঘুমাইলে সুর্য দেখুম কেমনে?
লেখক: উদা পাগলা
২০১৬-০৪-১৪
টাট্টিখানা, সুইডেন!
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২০
উদাসী স্বপ্ন বলেছেন: ব্লগে দেখলাম কুন হাকিম বিন বিজলানীর আধুনিক যুক্তিবাদী কবিতা দিছে কে জানি! কবিতার সারমর্ম হইলো সুর্য উঠে, সুর্য ডুবে, দিন যায় রাইত আসে কিন্তু চান রাইতেই উঠে।
এই যদি হয় কবিতার যুক্তি, তাইলে আমার কবিতার যুক্তি খারাপ কি!
তাই লেইখা দিছি!
২| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৬
মহা সমন্বয় বলেছেন: আপনি কোবতে লিখতে পারেন আগেে তো ঝানতাম না।
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৯
উদাসী স্বপ্ন বলেছেন: আমি লেখছি কেডা কইলো, আমি তো টাইপ করছি, কালি গেছে আমার ল্যাপুটুপুর!
৩| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০
গেম চেঞ্জার বলেছেন: আপনে হাকিম সাহেবের এপিক পোস্ট দেখেন নাই। দেখলে চিৎপটাং হইতেন Warranty!!
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০
উদাসী স্বপ্ন বলেছেন: লাস্টের টা পইড়াই দুইখান লেইখা ফেলছি। আরো আছে নাকি? তাইলে তো মনে হয় আইজ রাইতে মহাকাব্য দুয়েকটা এক বসায় পয়দা দিয়া দিমু!
৪| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৭
গেম চেঞ্জার বলেছেন: তাইলে হাকিম সাবের দুইটা লিং দিলাম।
দ্য এপিক পোস্ট
এপিক পোস্টের বাইচ্চা পোস্ট!!
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৭
উদাসী স্বপ্ন বলেছেন: পাতলাখান মিজান মিয়ার হাকমতী পাশ এখনো এক প্রশ্নের জন্ম দেয় লোকমনে!
এরকম এপিক লোক আগেও ছিলো, এখনো আছে, আগামীতেও থাকবে!
পরিবেশ বন্ধুর শূন্যতা এর দ্বারাই পূর্নতা লাভ করবে!
৫| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৫
সিদ্ধার্থ. বলেছেন: ইহাকে কয় উত্তর আধুনিক কবিতা
view this link
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৩
উদাসী স্বপ্ন বলেছেন: ভাবছিলাম একটু পর ঘুমামু। বিছানা টা গুছাইলাম। কিন্তু শালার দাতখিচানি মোক্সাঘরানার ঘেউ ঘেউ শুইনা বিছানায় দুইটা ফাল দিতে সব আউলাইয়া গেলো। অখন ঘুম আসলেই শুকুরআলহামদুলিল্লাহ!
আমার ট্রমার ফেলানোর জন্য তেব্র ধিক্কার জানাইলাম!
৬| ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: রাত্তিরে, সকালে অার দুপুরে মোষের মতন ঘুমাইলাম । এখন ব্লগে এসে অাপ্নের উত্তরাধুনিক কোবতে পাঠ করে বেশ মজা পেলুম ।
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৮
উদাসী স্বপ্ন বলেছেন: বড়ই শান্তির কাজ করছেন। এহেন শান্তির কাজ দুনিয়াতে দ্বিতীয়টি নেই। এবং আমি দোয়া করি আপনি জানি ঘুমের ওপর বিশাল বিশাল মাইলফলক স্থাপন করিয়া ঘুমের ইতিহাসে নিজের নাম ডায়মন্ডের হরফে খোদাই করে রাখেন!
৭| ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বেশ কবিতা । মাথামুন্ডু খুঁজতে অনুবীক্ষণ লাগে ডাবল ট্রিপল।।
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২০
উদাসী স্বপ্ন বলেছেন: আপনে তো মাথা মন্ডু বিচড়াইয়া পাইছেন, মাগার আমি পাতলাখান হাকিমে বিজলানীর কবিতা পইড়া নিজের মাথাটাই ৫ মিনিট খুজ পাই নাই!
৮| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৭
পাকাচুল বলেছেন: কোবতে কোবে থেকে লিখা শুরু কর্লেন? এমনিতেই ব্লগে কোবতের জ্বালায় বাচি না, এর মাঝে নতুন কবি!!
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
উদাসী স্বপ্ন বলেছেন: ভাবলাম উত্তরাধুনিক সাহিত্য চর্চায় আমিও কিছুটা অবদান রাখি!
৯| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
মির্জা বাড়ির মেজো বউ বলেছেন: কোবতে কি কবিতার ব্লগীয় নাম?
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
উদাসী স্বপ্ন বলেছেন: হ, এই ব্লগ থিকা এই বাংলা শব্দটি আবিস্কৃত
১০| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯
উল্টা দূরবীন বলেছেন: হাকিমপুরী জর্দা খাইয়া এরুম দুইখান কোবেত ল্যাকতে হইবেক।
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩২
উদাসী স্বপ্ন বলেছেন: শুরু কইরা দেন মামো!
১১| ০৯ ই জুন, ২০১৬ রাত ১:৩৬
ডঃ এম এ আলী বলেছেন: আপনের এই দুই তিন লাইনের কবিতা আমার ১২ টা বাজায়া দিছে উদাসী ভাই । মনে করছিলাম ৪ লাইনের একটা কবিতা লিইখ্যা সামুতে ছাইরা দিব শত শত লাইক ডিস লাইকে ব্লগটা ভইরা যাইব । । পুরা কপাল ৪ লাইনের কবিতায় এমন ভাবই মনের মধ্যে ধরা্ই দিল যে ১০ পৃষ্টার কাব্য লিইখ্যাও শেষ করতে পারলামনা । মানেটা অইল আপনের এই ছোট্ট্ কোবতা দুটির মর্তবা অনেক ।
ভাল লাগল ভাল থাকুন ।
০৯ ই জুন, ২০১৬ রাত ২:৩৪
উদাসী স্বপ্ন বলেছেন: আপনের প্রশংসা পইড়া শসা খাইতে মন চাইতেছে!
দোয়া করবেন আমি এমন কোবতে দিনে দুই চারটা টি২০ এর চার ছক্কার মতো ডেলিভারী দিবার পারি!
১২| ০৯ ই জুন, ২০১৬ ভোর ৫:০২
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । আপনি পারবেন এটা বিশ্বাস করি । ডেলিভারী দিতে থাকেন । ফিজের মত কাটার মাষ্টরের হাতে পরলেও যেন টিকতে পারেন হেই দোয়াও করি ।
২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
উদাসী স্বপ্ন বলেছেন: ব্যাটিং টা তাইলে প্রাকটিস শুরু করতেই হয়!
১৩| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
ডঃ এম এ আলী বলেছেন: কাটার মাস্টর যদি আইসা পড়ে ! হের কাছে নাকি হরেক পদের মাইর আছে !
২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০২
উদাসী স্বপ্ন বলেছেন: তাইলে তো মাইর খাওয়া ছাড়া গতি নাই!
১৪| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
ডঃ এম এ আলী বলেছেন: আপনার ব্যাটেও হরেক পদের মাইর আছে আশা করি মনের সুখে ৪ ৬ পিটাইতে পারবেন ।
২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
উদাসী স্বপ্ন বলেছেন: দোয়া কইরেন ভাইসু!
১৫| ২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
ডঃ এম এ আলী বলেছেন: ইনসাল্লাহ দোয়া রইল ।
১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫
উদাসী স্বপ্ন বলেছেন: এত দোয়া কই যে রাখি!!
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫
পাজল্ড ডক বলেছেন: উদা পাগলার মন মেজাজ ভালা নাই মনে কয়।