নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈশ্বর পটল তুলছে - নীৎসে/নীশে/নিৎচা

উদাসী স্বপ্ন

রক্তের নেশা খুব খারাপ জিনিস, রক্তের পাপ ছাড়ে না কাউকে, এমনকি অনাগত শিশুর রক্তের হিসাবও দিতে হয় এক সময়। গালাগাল,থ্রেট বা রিদ্দা করতে চাইলে এখানে যোগাযোগ করতে পারেন: [email protected]

উদাসী স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

জানের হালুয়া!

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫





সদা সত্যি কথা বলিবে এই কথাটা আসলে সিরিয়াসলি পালন করা রিস্কি। এই ধরেন রাস্তা দিয়ে হেটে চলা ইচড়ে পাঁকা ভাইস্তাকে ডেকে ,”কি খবর?” জিজ্ঞেস করতেই ভাইস্তার সত্যালাপে যদি শুনতে হয়

“আর খবর! গতকাইল রাইতে আব্বা বাসায় আইসা দেখে খাওনের টেবিলে ডাইল ভাত আর আম্মা জান সিটিং রুমে বইসা কানতেছে। বাপে ভাবছে নানী মারা গেছে তাই ডাইল ভাত খাইয়া ঢেঁকুর তুলতে তুলতে আম্মাজানরে যখন ডাক দিলো তখন তার কস্টের উত্তর,”পটলের এই বয়সে ক্যান্সার হইলো, ওর মায়ের কান্না সহ্য করতে পারছি না!” তখন বাপজান চ্যাঙ্গা দিয়ে থালটা ভাংতেই বুঝতে পারলাম ঘরের ভিতর মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হইয়া গেছে। যখন পরিস্থিতি যুদ্ধবিরতির দিকে তখন আব্বাজান আমারে ডাক দিয়া জিগায় সারা দিন ঘরে কি কাম হইছে... তখন তো বুঝতেই আছেন আমার কি অবস্থা! আব্বা জানের পক্ষে গেলে আম্মাজানের কিল আর আম্মাজানের পক্ষে গেলে বাপের বনচটকানা।”

তখন আপনি কিঞ্চিৎ চিন্তিত হইয়া যদি জিজ্ঞেস করেই ফেলেন,” তো তুমি কুজা হইয়া হাটতেছো কেন? উত্তর কুন পক্ষে গেছে?”

ভাইস্তা নিজের পিঠে হাত দিয়ে উহু আহা করতে করতে,”আর পক্ষ! জাতিসংঘের মতো নিরপেক্ষ আচরন করতে গিয়া বইলা ফেলাইছি যে কানে হেডফোন দিয়া সারা দিন ঘুমাইছি। আর যায় কই! গত বছর বার্ষিক পরীক্ষায় ফেল করছি কেন সেই কারন দর্শানোর নোটিশ দেবার আগেই নীরিহ ইয়েমেন বানাইয়া পিঠে বড় বড় বোমা মারলো দুইজনই। তারপর যুদ্ধ শেষ!”

“তো এখন যাও কই?” আপনার চিন্তিত প্রশ্নের উত্তর,”আর কই যাবো! ছালা কিনতে যাই। ডিশের তার কাটনের চেস্টা করলাম কিন্তু চাক্কু দিয়া মোটা তার কাটলো না। তারওপর আম্মাজান যেভাবে নজর দিতেছে মনে হইতেছে দেশের ডিজিএফআই বাংলা ভাইরে নজরদারীর ওপর রাখছে।এখন পিঠে ছালা ছাড়া গতি নাই!”

সেজন্যই বলা যায় কৌশলী হতে দোষ নাই। সত্য কথা সবসময় বলাও ঠিক না। আবার জায়গায় বেজায়গায় সবকিছু বলাও ঠিক না। এই যেমন ছোটকালে আমি একটু বেশী রকমের ভোম্বল ছিলাম। আমার অন্যান্য কাজিনরা সে হিসেবে বেশ চালাক চতুর ছিলো। একজন ব্লাক বেল্ট, আরেকজন সুন্দর গান গাইতো আরেকজন প্রতি ক্লাসেই ফাস্ট আরেকজন তার পিতার ব্যাবসায় ভালোই সাহায্য সহযোগিতা করতো। তো একবার ঈদের দিন সবাই বললো একটা কিছু করে দেখাইতে। তো আমি ঐ ব্লাক বেল্ট রে ডাক দিয়া জিগাইলাম
: ধরেন আপনারে বলা হইলো শূন্য থিকা ২০০ এর মধ্যে একটা সংখ্যা বেছে নেন এবং এটা মনের ভিতর রাখেন।
: রাখলাম।
: তারপর তার সাথে ১০ গুন করে ২০ ভাগ করে শূন্য যোগ করেন।
: করলাম
: তারপর চোখ বন্ধ কইরা শুন্য দিয়া গুন করলে যেটা দেখবেন সেইটা কিন্তু আমি জানি।
: কি জানোস?
: সবকিছু অন্ধকার দেখতেছেন না?

সেই কাজিন চোখ খুলে সোজা এক বনচটকানা মারলে আমার চশমাটা ফুড়ুৎ করে উড়ে যায় আর আমি দিনের বেলা চান তারা দেখতে থাকি।

তাই বলা হয় সর্বদা মুখ খুলতে নাই!

মন্তব্য ৫১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৯

বিজন রয় বলেছেন: হি হি হি হি হা হা হা দিলেন তো!!!!!!!

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩১

উদাসী স্বপ্ন বলেছেন: কি দিলাম??

২| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: :-B

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫

উদাসী স্বপ্ন বলেছেন: দুনিয়াতে তিন ধরনের লোক আছে। একদল আছে যারা অংক জানে আরেকদল আছে যারা অংক জানে না!

৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: দুনিয়াতে তিন ধরনের লোক আছে। একদল আছে যারা অংক জানে আরেকদল আছে যারা অংক জানে না B-))

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২২

উদাসী স্বপ্ন বলেছেন: : মাননীয় স্পিকার, আমি শুধু একটা কথাই বলবো
: জ্বি বলেন মাননীয় সংসদ
: বলেই তো দিলাম!!

৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪

স্বপ্নডানা১২৩ বলেছেন: :-B :-B

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১:৩৮

উদাসী স্বপ্ন বলেছেন: : ডাক্তার সাব, আমি চশমা পড়ে ঘুমাই
: কেন?
: কারন ঘুমাইলে চোখে দেখি না

৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৯

আখেনাটেন বলেছেন: আমার এক ক্লাসমেট ছিল। এখন আপনার পাশের দেশে থাকে। ও মুখ খুললেই আমরা ঝাপ দিয়ে দূরে সরে যেতাম।

কারণ ও দাঁতব্রাশ করত মাসে এক কি দুবার। এটা নাকি ভীষণ বিরক্তিকর। হা হা হা।

ভালো লিখেছেন।

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১:৩৯

উদাসী স্বপ্ন বলেছেন: তাকে বিয়ে করিয়ে দিলে ভালো হতো।

৬| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১:৩২

বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা হাসতে হাসতে পেট ব্যথা শুরু হইল। বনচটকানা কী জিনিস? খাইতে মন চায় =p~

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১:৪০

উদাসী স্বপ্ন বলেছেন: এর আগের পোস্টের কমেন্ট গুলো দেখতে পারেন। সেখানে ব্যাপক গবেষনা হইছে

৭| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১:৪৭

ফেইরি টেলার বলেছেন: একেবারে জেনুইন কথাটা বলছেন, মায়েরা ছোটকালে ধাম ধুম কিল দেয় আর বাপের বনচটকানা , আজও এর রহস্য উদঘাটন পেলাম না : বাপেরা কেন কিল দেয়া না , আর মায়েরা বনচটকানা

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১:৪৯

উদাসী স্বপ্ন বলেছেন: ভালো কথা বলছেন তো।

জিনিসটা আগে ভাবি নাই

৮| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১:৫৪

ফেইরি টেলার বলেছেন: আমিও না , কিন্তু আপনার ভাতিজার সাথে আমার ফেইট হুবহু মিলে গেলো, তাই টাস্কি খেলাম , নিশ্চিত হলাম সব সন্তানই বাপ্ মায়ের মারের ক্ষেত্রে সিমিলার অভিজ্ঞতা পায়

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

উদাসী স্বপ্ন বলেছেন: ঘটনা কিন্তু কাল্পনিক

৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অঙ্ক আমার কাছে সব সময়ই কঠিন ছিল। বিশেষ করে স্থিতি বিদ্যা, গতি বিদ্যা এই জাতীয় অঙ্ক আমার কাছে অঙ্ক নয় আতঙ্ক ছিল।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:০৫

উদাসী স্বপ্ন বলেছেন: আমার কাছে মজা লাগতো। বরংচ বাংলা পরীক্ষার সময় আমার ঘাম ছুটে যেতো। এত ফ্যাদল প্যাচাল মনে থাকতো না। স্থিতিবিদ্যা গতিবিদ্যা তথা হাইয়ার ম্যাথে আমার লেটার মার্ক ছিলো, প্রায় ১০০ এর মতো মার্ক ছিলো যদিও জেনারেল ম্যাথে আমি লেটার পাইনি। ক্যাতদারী করতে গিয়ে জ্যামিতি অংশ দুটো থেকে একটা করে দুটো উপপাদ্য সম্পাদ্য এক্সট্রা সলভ করার সময় আমি চারটা করে দিয়ে আসছিলাম যার ফলে পরে আর ম্যাথ শেষ করার সময় পাইনি। একটা বেশি কনফিডেন্স ছিলো আমার।

আপনার আই ইএলটিএসের কি খবর? আপনাকে আসলে বলা হয়নি যে আমি নিজে কখনো খুব ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেই নি। আগের দিন রাতে লম্বা ট্যুর থেকে ফিরে দুবারই ৬.৫ উঠিয়েছিলাম। এখন তো ৭.৫, ৮ এর যুগ। এজন্যই এ বিষয়ে কিছু বলা থেকে নিজেকে বিরত রেখেছি।

১০| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এগুলা কী ছাড়তেছেন আইজকাইল =p~ =p~

০৫ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:০৭

উদাসী স্বপ্ন বলেছেন: ভাবলাম মজা করি। ধর্ম নিয়ে অরুচী এসে গেছে। ভেবেছিলাম লেখা লেখিটা অন্য দিকে মোড় ঘুরাবো! শুধুই এক্সপেরিমেন্ট!

১১| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: প্রথমত ছবিটি দেখে আমি কয়েক মিনিট হাসলাম, তারপর আপনার পোষ্ট পড়ে আরো হাসলাম। মনে হচ্ছে দিনটা ভালোই যাবে। কেমন আছেন আপনি?

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০১

উদাসী স্বপ্ন বলেছেন: আগের মতোই। ছুটি শেষের দিকে। কাল আবার নেটফ্লিক্সে পানিশারের সিজন টু আসবে। আজকে ওয়েইন সিজন ১ শেষ করলাম। একদিকে এসব দেখার জন্য উত্তেজনা অনুভব করছি আরেকদিকে ছুটি শেষ ভেবে কিছুটা বিষন্ন.

তবে এই ছুটিতে ৪ টা বই শেষ করেছি বলে মনকে কিছুটা সান্তনা দিতে পারছি।

আপনি কেমনে আছেন? নববর্ষ, নির্বাচন, নতুন বছর সব মিলিয়ে কেমন গেলো?

১২| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৭

ফেইরি টেলার বলেছেন: কি অবস্থা আপনার , শনির দশা কেটেছে ?

০৫ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:০৮

উদাসী স্বপ্ন বলেছেন: শনির দশা! খুল! ২০১৯ শুরু হতে চললো, এখনো এসবে কেউ বিশ্বাস করে? মুড অফ ছিলো কিছু দিন। তাই একটু স্পেস নিয়েছিলাম সবকিছু থেকে! ব্লাডি শিটি থিং! ব্যাস্ততাও বেড়েছিলো তার সাথে যোগ হয়েছে কয়েকটা দাঁতের রূট ক্যানেল আর পার্মানেন্ট ফিলিং করানোর পেইন।

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

নীল-দর্পণ বলেছেন: =p~ =p~ =p~

০৫ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:০৯

উদাসী স্বপ্ন বলেছেন: প্রতিবেশী, কি খবর? মাদারীপুর শহর শেষবার গেছি ২০ বছর আগে। অসাম শহর। পাল্টে গেছে নিশ্চয়ই, তাই না?

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫৫

বলেছেন: সর্বদা মুখ খুলতে নেই -- সত্য বচন।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪২

উদাসী স্বপ্ন বলেছেন: হুমম

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০

সিদ্ধার্থ. বলেছেন: আছেন কেমন ? আমি তো বাবা হয়ে গেলাম ।এখন পোলা কে আপনার সাথে পরিচয় করে দেবনি । :D

২৮ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৪

উদাসী স্বপ্ন বলেছেন: আমারে তাইলে চাচা বানাইয়াই ছাড়লেন! তারপরও খুশি!


আপনার পুত্রের জন্য শুভ কামনা! জার্মানী যাবার প্লান আছে শীঘ্রই

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

বিজন রয় বলেছেন: খবর-টবর কি?

বাঁইচা থাকলে সাড়া দিয়েন!!!!

এহবারে গর্তে ঢুকছেন নি??

২৮ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৫

উদাসী স্বপ্ন বলেছেন: দন্ত ব্যাথা আর ঘুরাঘুরি নিয়া একটু দৌড়ের উপর আছি।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২

কালীদাস বলেছেন: হাহা, সেই পুরান আমলের উদাসী স্বপ্ন :D পুস্টের ফটুটা ঝাকানাকা হৈসে /:)

২৮ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৫

উদাসী স্বপ্ন বলেছেন: আবার জিগস। আছেন কৈ? দেশ কুনটা এখন? আইডিটা হারাইয়া পুরা বিশ্ব থিকা বিচ্ছিন্ন হইয়া আছি :((

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

কালীদাস বলেছেন: ইউরোপেই আছি দেশে পুরাপুরি ফিরার আগ পর্যন্ত ;) দেশ জিগায়েন না ;)
ব্লগে আসলে তো লেখাটেখা ঝারতেন আগে। ইদানিং এত নীরব কেন?

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

উদাসী স্বপ্ন বলেছেন: ট্যুরে একটা দ্বীপে আছি। ট্যুর শুরু করার আগে বিজেজের(ব্রাজিলিয়ান জুজিতসু) লক প্রাকটিস করার সময় বাদিকের ভারটেব্রো স্টারনাল রিবসের ২ নম্বর কোস্টাল কার্টিলেজের দিকে কট করে শব্দ হয়। ডক বলছে ১০ সপ্তাহ নো নড়াচড়া। তা শুনিনি। পাহাড়ে ওঠা, প্রাকটিস করতে গিয়ে একটু বেকায়দায়। এখন শুয়ে বসে দিন কাটতেছে। ব্যাথা কমলে ফিরে আসবো ভাবছি ট্যুর শেষ না করেই...

তাই লেখা টেখা সব বাদ। তার ওপর জঙ্গি মৌলবাদীদের দাবিতে আমার কমেন্টে সুলেমানী ব্যান মারছে জানা আপা আর কাভা মিয়া। তাই সব বন।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভাই সাহেব, নতুন পোস্ট দিচ্চেন না যে। আপনার পোস্ট পড়ার অপেক্ষায় থাকি।

আমার ইংরেজি জ্ঞান বড়ই খারাপ। রবার্ট ক্লাইভ বেঁচে থাকলে আমার ইংরেজি জ্ঞানের বহর দেখে খুবই রাগ করতেন। ভাগ্য ভালো যে, উনার সাথে আমার দেখা হয়নি। এখন তো তেরেজা মে- এর আমল।

আজকাল এফএম রেডিও-তে জকিদের মুখে লটর ফটর বাংলিশ শুনে আমার ইংরেজি জ্ঞানের পরিধি বেড়ে যাচ্ছে। তাই আশা করাই যেতে পারে যে আমি খুব তাড়াতাড়ি উন্নতি লাভ করিব।

পোস্টের অপেক্ষায় রইলাম।

আর হ্যাঁ, মানুষকে অপেক্ষায় রাখা ঠিক না। ইহাতে বিধাতা নারাজ হন।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৮

উদাসী স্বপ্ন বলেছেন: ইংরেজী শিখিয়া কি হবে এখন সেটাই বুঝি না। কোনো মতে চলনসই ইংলিশ জানাই যথেষ্ট। এ বয়সে যদি কেউ আই ইএলটিএস দিতে বলে আমি নিজেই সমস্যায় পড়ে যাবো। কপাল ভালো এটার প্রয়োজন এখন ফুরিয়েছে। তবে চেস্টা করলে মানুষ সব কিছুই করতে পারে। নিজের ওপর আত্মবিশ্বাস জরুরী। অবসর সময়ে বিবিস সিএনএন স্ট্যান্ডার্ড আর্টিক্যাল বা ব্রিটিশ অস্ট্রেলিয়ান এক্সেন্টের ড্রামা সিরিজ দেখেন, বোঝার চেস্টা করেন। প্রচুর সাহায্য করবে। তার চেয়ে আরো বেশি সাহায্য করবে প্রতিদিন কিছু লেখা সেটা ফেসবুক কমেন্টে হোক অথবা নিজের খাতাতে হোক।

আর নতুন পোস্টের ব্যাপার গতকাল ছুটির ঘুরাঘুরি শেষ হলো। বাসায় ফিরে রুম গোছালাম আজ। থিতু হওয়া বাকি। কিছু কোর্সে ভর্তি হইছি ভাবছি কয়েকমাস পর জব ছেড়ে পুরোপুরি এআই মেশিন লার্নিং আর নিজস্ব প্রজেক্টে মন দেবো। বিস্তর পড়াশোনা করার খায়েষ। তাই একটু প্রিপারেশন নিচ্ছি। লেখালেখি কখন কি করবো সেটা একটু বুঝে উঠতে পারছি না। তবে ফেসবুকে বিভিন্ন গ্রুপে লিখি যেমন পেন্সিল, ৯৬৯৮ এর মতো জায়গায়। তবে সেরকম মনোযোগ দেয়াটা একটু সমস্যা।

ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভ কামনা

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার উত্তর শুনিয়া যারপরনাই প্রীত হইলাম। নবীজি বলিয়াছেন- দোলনা হইতে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর।

জ্ঞান অর্জন করছি। কিন্তু উহা না বেড়ে বরং দিনে দিনে কমে যাচ্ছে। বুঝতে পারছি না কবে যে আবার অজ্ঞান হয়ে যাই।

কোন এক লেখায় পড়েছিলাম- ভাই, আপনি জ্ঞান হারিয়েছিলেন তাই আমরা দ্রুত ধরাধরি করে আপনাকে হাসপাতালে নিয়ে ভর্তি করার পর আপনার জ্ঞান ফিরে এসেছে।

- আমার আবার জ্ঞানী ছিলাম কবে যে জ্ঞান হারালাম! ( যে জিনিস নাই উহা হারাবেন কি করে!)

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮

উদাসী স্বপ্ন বলেছেন: কোথায় যেনো শুনেছিলাম

জানার কোনো শেষ নাই
জানার চেস্টা বৃথা তাই....

ভালো থাকবেন

২১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪১

সোহানী বলেছেন: হাহাহাহাহা..... হাসতে হাসতে আমি মরলাম =p~

আরে আপনি আমার সম বুইড়া ব্লগার আর আপনার লিখায় কম বুকিঁ ঝুকিঁ দেই!!!!!! সরি ব্রাদার, জীবনভরই দৈাড়ের উপর থাকলাম। তাই আপনার সাথে ক্রসসকানেকশান কমই হলো। কিন্তু আপনার ভাবনা বা তার এক্সপ্রেশান কিন্তু অসাধারন। আমি কিন্তু আপনার লিখার কঠিন ফ্যান (Fan নয়)। ওই যে বলি অনেক লিখাই পড়ি কিন্তু মন্তব্য করা হয় না। কারন অফিসে যাওয়া আসার সময় ঝুলতে ঝুলতে যাই :(( । তার উপর ১৮ কেজি ওজনের জ্যাকেট ও হাত মোজা বের করে ঝুলতে ঝুলতে টাইপ করা কষ্টসাধ্য বটে!!!!!!!!!!!!!!!

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৫

উদাসী স্বপ্ন বলেছেন: শীতের দেশে আমিও ছিলাম। পুরো বঙ্গবাজার হয়ে ঘুরতাম ছাত্র থাকা অবস্থায়। তবে ঠান্ডাটা মিস করি। কন কনে তুষার সকালে একটা আলাদা দম বন্ধ করা ঘ্রান নাকে লাগে, তখন মনে হয় এই সাদা সকালে বিছানায় গা এলিয়ে জানালা দিয়ে তুষারপাত দেখি। সবচেয়ে বেশী মিস করি ক্রিসমাসের তুষারপাত। চারিদিকে এত আলো গান, শিশুদের বরফের পাহাড়ে লুটোুটি দেখলে ছোটবেলার ঈদের কথা মনে পড়ে। এখন ঈদ কবে আসে কবে যায় টের পাই না। নতুন জামা কাপড়, সুস্বাদু খাবারেও মন বসে না।

এসব দেশে নতুন কাপড় চোপড়, সুস্বাদু খাবার চাইতে সবচেয়ে ভালো লাগে যদি জমাটি আড্ডা আর রাতভর গান বাজনা ঘুরাঘুরি লং ড্রাইভ। কিন্তু কারো হাতে সময় নেই।

আপনি যে চুপি চুপি পড়েন সেটাও জানা ছিলো না। আপনাকে বরাবরই আমার ভাবগাম্ভির্যপূর্ন মুরুব্বী মনে হতো।

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখে গেলাম B-))

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫

উদাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ চোখ দুটোকে কাজে লাগাবার জন্য

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

উদাসী স্বপ্ন বলেছেন: B-) B-)

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: চোখ কিন্তু অনেক কিছুই দেখে ;)

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩

উদাসী স্বপ্ন বলেছেন: চোখ দিয়ে যদি শোনার কাজ করতো তাহলে একটা অস্বাভাবিক ব্যাপার হতো তাই না?

২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: মিয়া কি চ্যাটিং মুডে আছোনি =p~

আলবাত অস্বাভাবিক হতো :D
তবে বড় বড় কিছু দেখা যেত না ;)

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৮

উদাসী স্বপ্ন বলেছেন: আবার জিগস।

হাজার হোক জ্ঞানী লোকের কথা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.