![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যামেরার সাথে হরতালের একটা সুসম্পর্ক
আছে;
... আগে, পিকেটাররা ভয়
পেতো সাংবাদিকদের সামনে অঘটন
ঘটাতে... মিডিয়ার চোখ
এড়িয়ে দুয়েকটি অঘটন ঘটিয়ে দ্রুত
সটকে পড়তো।
কিন্তু এখন মিডিয়াকে ডেকে তাদের
সামনেই ঘটানো হচ্ছে অঘটন; তারা যেনও
অপেক্ষাই করে, “হরতালের দিন কখন তার
এলাকায় ক্যামেরা আসবে”
গত হরতালে দেখলাম; এলাকা শান্ত... হুট
করে এক চ্যানেলের ক্যামেরাম্যান
গাড়ি থেকে নেমে ক্যামেরা অন করার
সাথে সাথেই পাশের চা এর দোকান
থেকে ৩/৪ টা চিকনা পিকেটার, তাদের
থেকে বড় ব্যানার দিয়ে দাঁড়িয়ে গেলো, দশ
গজ যেতে না যেতেই
তারা সামনে পাওয়া কোনও একটা যানবাহন
ভাংচুর করলো, আগুন দিলো
... তারপর ৪ জন ৫
দিকে তিড়িংবিড়িং করে দৌড়
দিলো এটা বুঝাতে যে, দেশে গণতন্ত্র
একদমম নাই
"টিভির সামনে এরকম ৫ মিনিটের
সিনেমা করার মানে, অমুক এলাকায় সফল
হরতাল হচ্ছে... টিভি দেখে হাই কমান্ডরাও
খুশি এলাকার পাতিদের উপর"
এক চ্যানেলে দেখলাম, এক পিকেটার
গাড়ি ভাঙছে ঠিকই কিন্তু
ট্যাড়ায়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে;
সম্ভবত, শিওর হওয়ার জন্য যে তার এফরট
ক্যামেরা বন্দি হচ্ছে তো!!
আরেক চ্যানেলে দেখলাম, এলাকা শান্ত...
ক্যামেরাম্যান
ক্যামেরা ঘুরিয়ে আশেপাশের দৃশ্য ধারন
করছে; এক চেংরা ডাবের
দোকানে দাঁড়িয়ে ডাব খাচ্ছিলো হাসিখুশি,
সে হঠাৎ
ক্যামেরা দেখে একটা ঝাকুনি নিয়ে তার
অর্ধ খাওয়া ডাব ছুঁড়ে দিলো রাস্তার বাসের
দিকে। বাঙালী হলো একটুতেই পেনিক
করে মজা পাওয়া জাতি, মুহূর্তে এলাকায়
দৌড়া দৌড়ী শুরু হয়ে গেলো...
...হরতাল সফল
আমি শিওর ওই ডাব-খোর কোনও এক
পাতি নেতা, পিকেটিং কামাই
দিয়ে লুকায়ে ডাব খাচ্ছিল... কিন্তু
ক্যামেরা দেখে ইমোশান কন্ট্রোল
করতে পারে নাই। ডাব ছুড়ে... ঠোটে পাইপ
ঝুলতে থাকা অবস্থাতেই
একশানে নেমে পড়েছে
...
আচ্ছা, এই
ক্লিপগুলো নিয়ে আপনারা কি করেন? শুধু
আপনাদের নিউজের জন্যই নিয়ে আসেন?
এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু করার আছে
সমানে দেখাতে থাকেন তাদের চেহারা...
দেশে তো টিভি চ্যানেল কম নেই;
এভাবে সবাই প্রতিদিন তাদের
দেখাতে থাকলে, আমি শিওর কয়েকদিন পর
এরা ক্যামেরা দেখলে, চেহারা লুকানোর
জন্য পাইপ ছাড়াই ডাব খাওয়া শুরু করবে
সাড়া দিন তো আপনারা খালি ‘টিটো ...
টিটো ... টিটো’ এড দেখিয়ে তো আমাদের
গান্দা করে ফেলছেন
টিটো’র শার্টের কয়টা বোতাম, রুমের
ফার্নিচার, টাইলসের কালার সব তো মুখস্ত
হয়ে গেছে আমাদের
কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি,
টার্মটা আপনাদের মত কর্পোরেটদের
ক্ষেত্রে প্রযোজ্য না?
©somewhere in net ltd.