নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!!

ফাহীম দেওয়ান

৭১ আমার মুক্তি, দেশ ভালোবাসি, দশ ভালোবাসি!!!

ফাহীম দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

এইখানে সামুর সবচাইতে ভদ্র ব্লগারের আড্ডা হচ্ছে] । প্লীজ লাগে কোন অভদ্র ব্লগার ঢুইকেন না। B:-) B:-) B:-)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

এইখানে সামুর সবচাইতে ভদ্র ব্লগারের আড্ডা হচ্ছে । প্লীজ লাগে কোন অভদ্র ব্লগার ঢুইকেন না।

*** আপডেট ঃ পোষ্ট টি সরিয়ে ফেলা হয়েছে। মোবাইল ভার্সন টা এখানে এখনো দেখা যাচ্ছে।



সামুতে যে এত্ত ভদ্র লুক আছে তা না দেখলে বিশ্বাস হয়না। চোক্ষে পানি আইসা পড়ছে।



তয় কারো যদি ভদ্রতার সার্টিফিকেট দরকার হয় তবে নিজের গরজে, নিজের খরচে, নিজেরে ঝুকি নিজের হাতে লইয়া যাইতে পারেন।



খুব লজ্জা লাগলো বলেই লিখলাম। লজ্জার আড়ালে কষ্ট আছে। কেউ দেখবে না।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: সামুর ভদ্রলোকদের আড্ডা এখানে বসছে--আপনি ভুল লিংক দিয়েছেন।

Click This Link


আপনার চেন্জ দেখে আমার ভালো লাগলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

ফাহীম দেওয়ান বলেছেন: জ্বী ড্যানিশ। ব্লগে আমরা কিন্তু একটা পরিবারের মতো। এখানে কোন নির্দিষ্ট মতাদর্শীদের এভাবে নোংরা ভাবে আক্রমন করা খুবই লজ্জার। আপনারা সেখানে কিভাবে গালাগালি দিচ্ছিলেন, আপনি সেটাকে কোন ধরনের ভদ্রতা বলবেন?

হ্যা আমি অস্বীকার করিনা আওয়ামীলিগ, বিএনপির অনেক ব্লগার ই এমন গালা গালি করে থাকেন। আমি কখনোই সেটা সাপোর্ট করিনা। তবে সেটা বিষয় ভিত্তিক আলোচনায়, বা ব্লগিং এ হওয়াটা একরকম আর এভাবে সরাসরি আক্রমনাত্মক ব্লগিং অন্য রকম। আর ব্লগে সব ইস্যুতেই তো এই দুই দলের ব্লগাররা ভিন্ন মতের হয়না। তবে এমন আক্রমনাত্মক ব্লগিং অবশ্যই একটা বিশেষ ধরনের কু ইচ্ছা বা ষড়যন্ত্র যা কিনা ব্লগের ব্লগারদের ঐক্যের মধ্যে একটা বিরাট ভাঙ্গন তৈরী করা।

আমি এই লিঙ্ক এ গিয়ে ও সবাইকে শান্ত থাকতে অনুরোধ করেছি।

আর হ্যা গালাগালি পছন্দ নয় বলে যে আমিও সব সময় নিজেকে সংযত রাখতে পেরেছি তা দাবী করবো না। তবে চেষ্টা করি।


তবে আমি জামাত -শিবির নামক বেহায়া গুলার ব্যাপারে পুরোপরি অন্য রকম। তাদের ব্যাপারে আমি এক চোখাই বলতে পারেন। কারন তাদের আমি কোন দিনই দেখতে পারিনাই।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

ঘুমকাতুর বলেছেন: আপনি ৫টা ভদ্র আম্বার নাম দিতে পারলে খুশী হইতাম

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

ফাহীম দেওয়ান বলেছেন: প্লিজ... আমি খারাপ, অভদ্র, গালিবাজ। এখন একটু চুপ জান।

সব দলের সমর্থকদের মধ্যেই ভালো খারাপ, ভদ্র অভদ্র থাকতে পারে। কিন্তু আপনি এই প্রশ্ন করার আগে নিজেকে জাজ করতে শিখুন। আপনি নিজে ভদ্র না অভদ্র ?

এর পরেও যদি বলেন, বলবো, আপনি কাউকে ভদ্র বা অভদ্র ট্যাগ দিলেই সে তা হয়ে যাবেন যদি না সে সত্যিই তাই হয়।
সুতরাং অসুস্থতার পরিচয় না দিয়ে সুস্থ ব্লগিং করুন, সুস্থ থাকুন।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

ফার্ুক পারভেজ বলেছেন: ফাহীম সাহেব আপনার লিংকে তো পোষ্ট নাই .......কি এমন জিনিস আছিলো কইবেন?

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

ফাহীম দেওয়ান বলেছেন: পোষ্ট টি সরিয়ে নেয়া হয়েছে। এইখানে মোবাইল ভার্সন টা এখন ও হয়তো পড়তে পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.