![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে কিছু বুনো ছাগু চড়ে বেড়াচ্ছে, শাথে তাদের হিজড়া রক্ষিতারাও আছে যারা কল্প কাহিনী দিয়ে সবাইকে বুঝাতে চাচ্ছে যে শাহবাগে চলছে গাঞ্জার আসর। আবার কেউ বোঝাচ্ছে এটা একটা অহেতুক কান্ড।
সবাই আসেন বুনো ছাগুদের লিষ্টী দেন যাতে আন্দোলন সফল করে সবাই যখন ঘরে ফিরবে তখন এদের উষ্টার উপর রাখা যায়। ----------
আমি কয়েক্টাকে লিষ্টে রাখছি -
১) ইসমাইল (লিঙ্কটা হারিয়ে ফেলেছি) সার্চ করে পাচ্ছিনা। মনে হয় ডুব দিয়েছে
২) এফ এম-৯৭
৩) Ali Khan Russell
৪) কমজান্তা
পোষ্ট আপডেট হতে থাকবে.........।।
শাহবাগ আজ উত্তাল, রাজশাহী, সিলেট, চিটাগং, খুলনা সরবোপরি সারা দেশ আজ উত্তাল এক্টাই দাবীতে।
আর এই সুযোগে খেকশিয়ালের দল, জোট বেধে নেমেছে ব্লগে, ফেসবুক এ। যে সকল দেশপ্রেমিক, সাধারণ মানুষেরা আসতে পারেন নি, তারাও উদ্গ্রীব হয়ে আছেন আন্দোলনের খবর নিতে। টিভি, পত্রিকা আর অনলাইনএ হুম্রি খেয়ে পড়ে আছে নাওয়া খাওয়া ভুলে। আর সেই সুযোগ টাকেই কাজে লাগাচ্ছে এই খেকশিয়ালের দল (৭১ এর রাজাকার হায়েনাদের বিবর্তিত ভার্সন)। মিথ্যা, ভন্ডামি, প্রপাগান্ডা, অশ্লীল কথা আর কুরুচি পুর্ন পোষ্ট প্রশব করে ব্লগ ভাসিয়ে দিচ্ছে। আজ মনে হয় সোনা ব্লগ তার খোয়াড় থেকে সব কয়টা বুনো শূয়োরকেও ছেড়ে দিয়েছে নির্বিঘ্নে চড়ে বেড়াতে। যাতে সাধারণ মানুষ গুলো বিভ্রান্ত হয়।
আরে বেজন্মাদের দল, মনে রাখবি দেশপ্রেম কোন প্রপাগান্ডার কাছে হার মানে না। গনজোয়ার কোন হুমকি আশফালনে থেমে থাকেনা।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
বাঁশ বাগান বলেছেন: আমার নামটা বাদ দিয়েন না।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
ফাহীম দেওয়ান বলেছেন: না কইলেও দিতাম না।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০
এন ইউ এমিল বলেছেন: Click This Link
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১
ফাহীম দেওয়ান বলেছেন: হুম্মম... অগো কাহিনী শুনলে মনে হয় দুনিয়ার তিন ভাগ মাটি আর একভাগ পানি।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১
আমি মুখতার বলেছেন: Click This Link
মাত্র ২ দিন আগে বানাইসি। আজকে আরেক বার আপডেট দিব।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২
ফাহীম দেওয়ান বলেছেন: দারুন হইছে, এইগুলারেই তো খুজতেছি। গত দুইদিন সময়ের অভাবে লিষ্ট করতে পারিনাই। যাই হোক আপনার লিঙ্কটা রইলো আমার এইখানে। নতুন পাইলেই আপডেট দিব ইনশা আল্লাহ্।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০
ঘুড্ডির-পাইলট বলেছেন:
শাহবাগ গেছিলাম দেইখা বাশের কেল্লা আমগোর ছবি বানাইছে
ডাইনেরটা আমি
ওরে কতো কষ্ট করলোরে
৩ লক্ষ মা বোনের ইজ্জত হারাইছি অখন আর এই সব ছবিতে ইজ্জতের ডড় ডড়াই না ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫
ফাহীম দেওয়ান বলেছেন: আজকে দেখলাম ঢাকা ইউনির একটা ব্যানারে "রাজাকারের ফাসি চাই" লেখার জায়গায় "শেখ হাসিনার বিয়াই রাজাকারের ফাসি চাই" বসিয়ে ব্লগাইছে । তবে সামু থেকে তাড়াতাড়ি সরাইছে।
এই গুলারে যারা মানুষ মনে করে তারাই বড় অমানুষ।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: আমার নামটাও দিয়েন...
কাপড় কি উল।টাই রাখবো,.....ফালানোর জন্য?
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
ফাহীম দেওয়ান বলেছেন: আপনি কমেন্টেই থাকেন। সুন্দর বাক্যেই আপনি মানান সই।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
লুব্ধক০১ বলেছেন: View this link
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
লুব্ধক০১ বলেছেন: View this link
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
গুড।
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: @ঘুড্ডির-পাইলটরে আমার সন্দেহ হইতাছে
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
ইখতামিন বলেছেন: প্রকৌশলী আতিক
প্রকৌশলী আতিক এস্কিমো 'র পোস্টে লিখেছে
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
ইফতেখার ভূইয়া বলেছেন: আইডিয়াটা বেশ পছন্দ হলো ধন্যবাদ। এই লিখাটাও সময় করে পড়ুন : আন্দোলনের শুরুটা এখান থেকেই হোক
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
ফাহীম দেওয়ান বলেছেন: পড়েছি, সত্যি অনেক সুন্দর লিখেছেন, ++++++++++++++++===========
সত্যের এই আন্দোলনই বাংলাদেশকে আবার ৭১ এর মুক্তির স্বাদ এনে দিবে, এটাই হবে পুনর্জাগরন, ইনশাল্লাহ।
১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
অসীম িবশ্বাস বলেছেন: রাবিশ
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
ফাহীম দেওয়ান বলেছেন: কারে কইলেন ?
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
স্বপ্নের মানুষ বলেছেন:
ব্লগ/চ্যাট/ ফোরাম এইখানে