![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অবাক হয়ে গেছি, হটাৎ করে অনেক গুলো নতুন আইডি থেকে এই প্রপাগান্ডা গুলোবেশী করছে। আরো খেয়াল করেছি এরা পালাক্রমে একের পর এক পোষ্ট দিয়ে যাচ্ছে। তেলবাবু নামক এক টা আইডি গত কাল রাতে ৯।৪৮ থেকে ১০।১৯ এর মধ্যে ৪ টা পোষ্ট করেছে। সব গুলোই কোন না কোন ভাবে শাহবাগ আন্দোলন বিরোধী। আমি তিন্টার সচ্রীনশট নিয়ে রেখেচিলাম। পরে আমি স্ক্রীন শট দিয়ে একজনের ব্লগে কমেন্ট করলে তিনটা পোষ্ট সরিয়ে ফেলে।
আরো অনেক গুলো আইডি একি ভাবে অপ্রচার করতে দেখেছি। আমি বিশ্বাস করতে চাইনা যে সামুর কোন মডারেটর এমন কাজে সহায়তা করতে পারে। এর পক্ষে আর একটা ক্লু হচ্ছে, এই ফেক আইডি গুলোর বেশীর ভাগ ই সর্বোচ্চ ৫-৬ মাসের পুরোনো। পোষ্টের সংখ্যা নিতান্তই কম। তার মানে হচ্ছে এইগুলো শিবিরের পোলাপাইন আগে ভাগেই করে রেখেছে যেনো এমন মুহুর্তে প্রপাগান্ডা চালানো যায়। এটা ওদের পুর্ব পরিকল্পিত।
তাই এখনি সময় ক্রমান্বয়ে এগুলো কে বেছে বেছে ব্যান করুন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০
ফাহীম দেওয়ান বলেছেন: ঠিক বলেছেন, আমরা সাধারন ব্লগাররা যদি রাত জেগে ছাগু পিটাইতে পারি, মডুরা কেন পারেনা, কারন একজন মডু ১০০ জন ছাগু ফাইটারের সমান কাজ করতে পারে। কারন কল কাঠি তো তাদের ই হাতে।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভোর বেলা সামুতে শুধু ছাগু পোষ্ট আর ছাগু পোষ্ট। রিপোর্ট করতে করতে টায়ার্ড হয়ে গেলাম। রাতে একজন মডু দরকার। বুঝতে পারলাম না, বাড়েবাড়ে এত মানুষ বলার পরেও রাতে একজন মডু নেই কেন।
ছাগু পোষ্ট ও কিছু ছাগু এক কমেন্ট সব জায়গায় কপি পেস্ট করছে। সেসকল পোষ্ট গুলো ও মন্তব্যগুলো রিপোর্ট করতে সবাইকে অনুরোধ করছি।