নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!!

ফাহীম দেওয়ান

৭১ আমার মুক্তি, দেশ ভালোবাসি, দশ ভালোবাসি!!!

ফাহীম দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

দুপুর ১.৪৪, ১০ ফেব্রুয়ারী, ২০১৩ - দুপুরটা ভালো লাগছে সামুর প্রথম পেজে এক্টাও ছাগুপোষ্ট পেলামনা !:#P !:#P !:#P !:#P

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

দুপুর ১.৪৪, ১০ ফেব্রুয়ারী, ২০১৩ - দুপুরটা ভালো লাগছে সামুর প্রথম পেজে এক্টাও ছাগুপোষ্ট পেলামনা !:#P !:#P !:#P !:#P





এই আনন্দ ধরে রাখতে চাই।



তাই লেখাটা আবার দিলাম--------------------



আমি অবাক হয়ে গেছি, হটাৎ করে অনেক গুলো নতুন আইডি থেকে এই প্রপাগান্ডা গুলোবেশী করছে। আরো খেয়াল করেছি এরা পালাক্রমে একের পর এক পোষ্ট দিয়ে যাচ্ছে। তেলবাবু নামক এক টা আইডি গত কাল রাতে ৯।৪৮ থেকে ১০।১৯ এর মধ্যে ৪ টা পোষ্ট করেছে। সব গুলোই কোন না কোন ভাবে শাহবাগ আন্দোলন বিরোধী। আমি তিন্টার সচ্রীনশট নিয়ে রেখেচিলাম। পরে আমি স্ক্রীন শট দিয়ে একজনের ব্লগে কমেন্ট করলে তিনটা পোষ্ট সরিয়ে ফেলে।



আরো অনেক গুলো আইডি একি ভাবে অপ্রচার করতে দেখেছি। আমি বিশ্বাস করতে চাইনা যে সামুর কোন মডারেটর এমন কাজে সহায়তা করতে পারে। এর পক্ষে আর একটা ক্লু হচ্ছে, এই ফেক আইডি গুলোর বেশীর ভাগ ই সর্বোচ্চ ৫-৬ মাসের পুরোনো। পোষ্টের সংখ্যা নিতান্তই কম। তার মানে হচ্ছে এইগুলো শিবিরের পোলাপাইন আগে ভাগেই করে রেখেছে যেনো এমন মুহুর্তে প্রপাগান্ডা চালানো যায়। এটা ওদের পুর্ব পরিকল্পিত।



তাই এখনি সময় ক্রমান্বয়ে এগুলো কে বেছে বেছে ব্যান করুন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

আমি সুফিয়ান বলেছেন: সামুর মডারেশনের ব্যর্থতা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

ফাহীম দেওয়ান বলেছেন: হইতারে।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

চেয়ারম্যান০০৭ বলেছেন: blogger ra shobai active hole era r sahos pabena

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

ফাহীম দেওয়ান বলেছেন: হক কথা, চেয়ারম্যান সাহেব।

তবে আপনার মতো পুংটা থাকলে ওগোরে সাইজ করা কোন ব্যাপার না। ;) ;) ;)

***নাস্তা সাইরা সুন্দর বাসায় আইতেই বাপে কয় " আইজকা কি শিখলা বাজান" ?:)
খাইলাম নি ধরা:-* ,লেকিন আমার উপস্থিত বুদ্ধি ইজ ভেরি প্রখর :-0
আমি কৈলাম" তু তু তুত্তু তারা মর্জিনার মা মার্কা মারা" এইডা শিখছি গো আব্বা :D
কথা শেষ হৈতে না হৈতে ডাইন কানের উপ্রে ঠাডায় এক বন খাইলাম:((



পুংটা কইলাম দেইখা মাইন্ড খাইয়েন না, ব্রাদার। :#) :#) :#)

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

্্্আিরফুল ইসলাম বলেছেন: আমার এই ব্লগের নামে সমস্যা তাই আমি নতুন একটা ব্লগ খুলছি কিন্তু সামুর মডারেটররা আমার ব্লগ প্রকাশ করতে দিতেছেনা ।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

যাযাবর৮১ বলেছেন:





গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

ফাহীম দেওয়ান বলেছেন: ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.