নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!!

ফাহীম দেওয়ান

৭১ আমার মুক্তি, দেশ ভালোবাসি, দশ ভালোবাসি!!!

ফাহীম দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

এই সেই প্রতীক্ষিত তিনটা মিনিট, একাত্মতার তিন মিনিট।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

মনিটরের নীচের কর্নারে বার বার চোখ যাচ্ছিল, একটা একটা করে ই-মেইল নামছে, কতগুলো নেমেছে বলতে পারিনা, চোখ খালি সময় গুনছে, আগে দাঁড়াবো, সবাইকে ডাকবো.........কিন্তু হটাৎ একটা ডাক "ফাহীম দাঁড়াও, সময় হয়েছে"............আমি অবাক চোখে তাকালাম। যাকে নিয়ে যা ভাবিনি তেমনি একজন আমাকে ডেকে বলছে দাড়াও !!! দাঁড়িয়ে দেখলাম যে যার ডেস্ক এর সামনে দাঁড়িয়ে...



এই সেই প্রতীক্ষিত তিনটা মিনিট, একাত্মতার তিনটা মিনিট।



গর্বিত আমি......খালি ব্লগে, facebook এ কীবোর্ড ভেঙ্গে ফেলা লিখিয়েরাই না, শাহবাগের তরুনরাই না, তাদের সাথে দাঁড়িয়েছে আজ ৪২ বছর ধরে অপেক্ষ্যমান অপরাজনীতির আগুনে পোড় খাওয়া নীরব, নিঃস্বার্থ, আসল শক্তি এইদেশের কোটি কোটী দেশপ্রেমিক হৃদয়, তথাকথিত স্বঘোষিত নিরেপেক্ষ টিভির ক্যামেরা আর পত্রিকার চোখে যারা সাধারন মানুষ (!!!!!)



আমি বলি এরা সাধারণ নয় এরাই অসাধারন, এরাই শক্তি, ৫২ থেকে আজ অবধি.............................

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

হারানো ওয়াছিম বলেছেন: !:#P !:#P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

ফাহীম দেওয়ান বলেছেন: তারুন্যের জয় হোক, মানবতার জয় হোক, জয় বাংলা।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

অজানাবন্ধু বলেছেন: জয় বাংলা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

ফাহীম দেওয়ান বলেছেন: জয় বাঙলা

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

mrikadey বলেছেন: B.N.P একাত্মতা ঘোষনা করেছে শাহবাগের সাথে নয়,
রাজাকারের সাথে
কারন...............
৩মি. এর দাড়িয়ে নীরবতায় তাদেরকে কেউ দেখেছেন ????? যেখানে সারাদেশ পালন করেছে।

তারা আন্দোলন বিতক্রিত করতে উঠে পরে লেগেছে ।আমাদের আরো সত্রক থাকতে হবে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

ফাহীম দেওয়ান বলেছেন: বিএনপির নেতানেত্রীরা যতোই উলটা পালটা বকুক, এই দলের সমর্থক অনেকেই আছে যারা চায়না জামাত কে সাথে রাখতে, যারা চায় এই কুখ্যাত রাজাকারদের ফাসি হোক, যাদের অনেকেই এই প্রজন্ম চত্বরে মিশে আছে বলে আমার বিশ্বাস।

তাই সিধান্তহীনতায় টালমাটাল বিএনপির নেতানেত্রীরা নিজেদের পরিনতি নিজেরাই রচনা করে নিবেন তাদের এই আন্দোলনের ব্যাপারে অবস্থান পরিস্কার করে – হয় সত্যের দিকে নয়তো পরাজীতদের দিকে।
তারুন্যের জয় হোক, মানবতার জয় হোক, জয় বাংলা।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

স্পাইসিস্পাই001 বলেছেন: তারুন্যের জয় হোক, মানবতার জয় হোক, জয় বাংলা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

ফাহীম দেওয়ান বলেছেন: জয় বাংলা।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

তারেক আজিজ ৮৬ বলেছেন: :) :) :) :) :) :) :) :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

ফাহীম দেওয়ান বলেছেন: :#> :#> :#> :#>

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল। জয় বাংলা!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

ফাহীম দেওয়ান বলেছেন: জয় বাংলা! :) :)

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

বাংলাদেশ-ফয়সাল বলেছেন: আপনি কি গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল এর ছাত্র ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.