![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপপ্রচার কারীরা ফেসবুক ও অন্যান্য সাইটের সাময়িক অসুবিধা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার পায়তারা করছে।
সামু কতৃপক্ষ্য সবাইকে সতর্ক হবার অনুরোধ করে একটা নোটিস ঝোলান, যেন সবাই ধৈর্য ধরে।
সবাইকে অনুরোধ করছি প্যানিক তৈরীতে ব্যাস্ত না হয়ে ধৈর্য্য ধরুন।
হয়তো একসাথে অনেক হিট পড়ায় সার্ভার জ্যাম হয়ে থাকতে পারে। বোর্ড পরীক্ষার রেজাল্টের দিন রেজান্ট প্রকাশ হওয়া সাইটের অবস্থা যেমন হয়।
আবার হয়তো দুষ্কৃতিকারীদের অপপ্রচার, উস্কানি মুলক কর্মকান্ড, বিভ্রান্তিমুলক তথ্য প্রচার ইত্যাদির মাধ্যমে দেশে কোন প্রকার অরাজক অবস্থার তৈরী না হয় সে জন্য হয়তো সংশ্লিষ্ট মহল সাময়িক ভাবে নেট স্পীড কমিয়েছেন। কিন্তু কোন সাইট বন্ধ করা হয় নাই। আমিতো সব সাইটে ঢূকতে পারছি।
ধৈর্য্যহারা না হয়ে শান্ত হয়ে বসুন, পর্যবেক্ষনে রাখুন সব কিছু। মনে রাখতে হবে আমাদের সাময়িক উত্তেজনাও দুষ্কৃতিকারীদের গুটি চালের সাফল্যতা এনে দিতে পারে।
জয় বাংলা।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
করাত বলেছেন: ভাই মিথ্যা সান্তনা আর কত দিবেন? এইটা যেকোনো ওয়েব সাইট না এই টা ফেসবুক...... পৃথিবীর সব চেয়ে দামি সাইট।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
ফাহীম দেওয়ান বলেছেন: আমি পারলাম কেমনে ? প্লিজ ধৈর্য্য ধরেন।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
মোঃ ওহিদুজ্জামান নোমান বলেছেন: ফেজবুকে কেন ঢুকতে পারতেছি না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
ফাহীম দেওয়ান বলেছেন: আমি পারলাম কেমনে ? প্লিজ ধৈর্য্য ধরেন।
অনেক কারনেই এমন হতে পারে। আমার পোষ্টে দুইটা ধারনা লিখেছি। এর বাইরেও কোন কারন হতে পারে। ধৈর্য্য ধরতে কিসের সমস্যা ??
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
নিঃসঙ্গ পথিক.. বলেছেন: ভাই আপনার মত ধৈর্য্য যদি আমরাও পাইতাম। ফেসবুক তো সেই সকাল ১১.৩০টা থেকেই বন্ধ। শুধু ফেইসবুক না, টুইটারও ব্লকড। একসাথে ২টাতেই সার্ভার সমস্যা!!!
স্বাগতম, বাকশাল রাষ্ট্র।
সাঈদীর রায় তো হল, বাংলা পরীক্ষা শেষ... এবার শাহবাগের সেনারা সরকারের অপকর্মগুলোর বিচার চেয়ে আন্দোলন তুলবেন কি? তাহলে বুঝতাম যে গত ২ সপ্তাহ ধরে শাহবাগ সম্বন্ধে সবাই যা বলছিল সেসব মিথ্যা অপপ্রচার ছিল।
দেখেন ছাগুরা একজোট হয়ে কিভাবে সরকারের পিছনে লাগছে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২
ফাহীম দেওয়ান বলেছেন: বাকশাল না চাইলে পাকিস্তান যান মিয়া
মেজাজ খারাপ কইরেন না। সব কিছুর মধ্যেই বাকশাল নিয়া আসেন।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাই, প্রক্সি দিলেই খুলে, আর এমনি দিলে খুলে না। তার উপরে আমার প্রায় ৭/৮জন বন্ধু দেশের বাইরে থাকে, তারা সবাই খুলতে পারতেছে, খালি বাংলাদেশে খুলতে পারতেছি না, তার পরও বলবেন যে সার্ভার লোড?
হাসাইলেন...
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
ফাহীম দেওয়ান বলেছেন: আপনি হাসবেন আপনার মতো, আমি তো দুইটা ধারনাই বলেছি, নাকি ??
নাকি আপনি অর্ধেক পড়েই লিখলেন।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
নিয়ামুল ইসলাম বলেছেন: সবই থিকাছে খালি চ্যাট আর মেসেজিং সার্ভিস টা কাজ করছে না ১ ঘণ্টা ধরে।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঠিক বলেছেন।