নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!!

ফাহীম দেওয়ান

৭১ আমার মুক্তি, দেশ ভালোবাসি, দশ ভালোবাসি!!!

ফাহীম দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

উদ্ধার করেন ভাই, উদ্ধার করেন - জরুরী ভিত্তিতে সাইবার টেকী হেল্প দরকার।

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১০

আমার মামার মোটামুটি সব ধরনের টেকী সহযোগীতা আমি দিয়ে থাকি।

কিন্তু হটাৎ দুদিন আগে আমাকে এক অদ্ভুদ বিপদে ফেলে দিলো।

বললো ইয়াহু ই-মেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে গিয়ে কি করে ফেলেছেন এখন আর ই-মেইল খুলছেনা। কয়েকবার ট্রাই মেরেছেন, পাসওয়ার্ড ভুল দেখিয়ে ই-মেইল খুলেনি। অবশেষে ইয়াহু আংকেল উনার ই-মেইলে তালা মেরে দিয়েছে ১২ ঘন্টার জন্য। যাই হোক আমি বললাম ব্যাপার না।

১২ ঘন্টা পর ট্রাই দিলাম। পাসওয়ার্ড রিকভারী করার প্রসেস ফলো করে এগুলাম। এবার সিক্রেট প্রশ্নের উত্তর চাইলো,

"তোমার ছোট সন্তানের নিক নাম কি ? "



মামাতো বোনের নাম লিখলাম। ওমা !!!! এটাও তো ভুল বলে। কয়েকবার নামের বানানের ভাওয়েল এদিক অদিক করে দিলাম কিন্তু কিছুই হচ্ছে না।

আবার ১২ ঘন্টার জন্য তালা। মামা এই একাউন্ট খুলেছিলেন ২০০৯ এ।

সম্ভবত কোন অল্টারন্রটিভ ই-মেইল একাউন্ট বা মোবাইল নাম্বার ইয়াহু প্রোফাইল এ দেননি।



উনার অনেক গুরুত্ব পুর্ন ও দরকারী তথ্য উনি এই ই-মেইল একাউন্টে ইমেইল হিসেবে রেখে দিতেন।



সিক্রেট প্রশ্ন ছাড়া কিভাবে এই একাউন্টটা রিকভার করা যায়, একটু হেল্প করবেন প্লিজ ?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

মাহিরাহি বলেছেন: আবার ঢুকার চেষ্টা করুন।

পিসি পাসওয়ার্ড মেমোরাইজ করে রাখার কথা।

২| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭

মাহিরাহি বলেছেন: গতকাল ঠিক একই সমস্যায় পড়েছিলেন আমার বাবা।

কিন্তু পিসি পাসওয়ার্ড মেমোরাইজ করে রেখেছিল।

পরে পাসওয়ার্ড চেন্জ করে ফেলি।

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

ফাহীম দেওয়ান বলেছেন: নারে ভাই আমার এই পিসি পাসওয়ার্ড মনে রাখে নাই :(( :(( :((

কারন ভাই বেরাদার মাঝে মধ্যে ইউজ করে। তাই মেমোরাইজ করতে দেইনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.