নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!!

ফাহীম দেওয়ান

৭১ আমার মুক্তি, দেশ ভালোবাসি, দশ ভালোবাসি!!!

ফাহীম দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

গল্প গল্প গল্প - - পোড়া মানুষের গল্প - !!!!!

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

গল্পের মায়েরে বাপ।



মানুষ পুইড়া অঙ্গার হয় আর দালালের দল রস কশ মিশাইয়া গল্প বাইর করে।

শাহাবাগের বাসে আগুন দিয়া মানুষ পুড়ে আর সাথে সাথে বাইর হয় রম রমা কাহিনী। যে যেমনে পারে পোড়া মানুষের রোষ্টের ঘ্রানে যেনো তাদের গল্পের রঙ আরো লোভনীয় হইয়ে উঠে। তোরা মানুষ না। মানুষ না।



এইসব গল্প যারা বানায় তাদের মুখেও যেনো লেগে আছে আমার বাবা-মা ভাই-বোন দের পোড়া মাংষের ঘ্রান। পোড়া মানুষের রাজনীতি তো শুধু ওই দুর্বৃত্তরাই করেনা, ইন্টারনেট, ব্লগ সব জায়গাতেই শিক্ষিতরাও চালাইতেছে।



এইসব গল্পকার দের মুখে থু !!!!



আর ভাল লাগেনা। নিজের উপর ই ঘেন্না ধরে যাচ্ছে। উফ খোদা আমাকে একটু ভুলতে দাও।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৯

আমিই মিসিরআলি বলেছেন: /:) X( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.