নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!!

ফাহীম দেওয়ান

৭১ আমার মুক্তি, দেশ ভালোবাসি, দশ ভালোবাসি!!!

ফাহীম দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

সামুতে ছাগু সিন্ডিকেটিংটা মনে হয় আবার মাথা চাড়া দিয়া উঠছে !!!! /:) /:) /:)

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

ইদানিং সামু খুললেই কিছু ভ্যা ভ্যা ম্যা ম্যা - প্যাচাল মার্কা পোষ্ট দেখা যায়, প্রথম পেইজে যেইগুলার একটা না একটা দেখা যাবেই। অনেকটা ফ্লাডিং টাইপ।

এই গুলার বেশীর ভাগ ই বাঁশেরকেল্লা বা তার সতীর্থদের পেইজ বা অনলাইন নিউজ থেকে কপি পেষ্ট যার মুল বিষয় হয় সেনাবাহিনী নিয়ে আজব গুজব, ভারতের গোয়েন্দা সংস্থার এই দেশের আগারে বাগারে অবস্থান গ্রহন তথা ভারত জুজু ইত্যাদি নিয়ে। আর এদের পোষ্ট পড়ার পর কিছু চেনা আইডি থেকে বাহবা অথবা তাল মিলানী কমেন্ট প্রদান ও লক্ষনীয়।



মনে হচ্ছে আর একবার "দি রিটার্ন অফ এ টিম" টা খুব জরুরী হয়ে পড়েছে। ;) ;) ;) ;)

মন্তব্য ৩৯ টি রেটিং +২/-১

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

সাঈফ শেরিফ বলেছেন: ছাগুদের ল্যাদানো খানা সোনার বাংলা ব্লগ বন্ধ করে দিলেন--এখন তারা যাবে কই ? ভাসমান থাকবে? নাকি পাকিস্তানের উর্দু ব্লগে আশ্রয় নিবে?

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

ফাহীম দেওয়ান বলেছেন: হ তাগো জন্য একটা খোয়াড় দরকার ;)

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: @সাঈফ শেরিফ এর সাথে সহমত। তাদের মুখের কথা কেড়ে নেওয়া হয়েছে সুতরাং তারাও কথা বলতে চাই, নাকি তাও বলতে দিবেন না?

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

ফাহীম দেওয়ান বলেছেন: হ তাগো জন্য একটা খোয়াড় দরকার ;)
তাদেরতো ছাগলিক অধিকার আছে :(

৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রিপোর্ট করি, কাজ হয় না।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪

ফাহীম দেওয়ান বলেছেন: একদম ঠিক কথা, অনেক রিপোর্ট করেছি, কাজ হয় নাই।
সামু অধিকর্তা, কর্ত্রীর কাছে জানতে চাই।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

শাহ আজিজ বলেছেন: দি রিটার্ন অফ এ টিম


এই বিষয়টা কি ??

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০১

ফাহীম দেওয়ান বলেছেন: এখানে পড়ে দেখেন -

এ-টিম সম্পর্কে যারা জানতে চান...

৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এ টিম টা কি? এটা নাকি কন্ট্রোভার্সাল ছিল? এর সদস্য কারা?

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

ফাহীম দেওয়ান বলেছেন: লেখক বলেছেন: এখানে পড়ে দেখেন -

এ-টিম সম্পর্কে যারা জানতে চান...

এটা এক ধরনের সিন্ডিকেটিং ব্লগ, উদ্দ্যেশ্য ছিলো সামুকে ছাগু মুক্ত করা। আসলে আমার দৃষ্টিতে ছাগু ও তাদের সমর্থক ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষ্যের সকল ব্লগার ই এ-টিমের হয়ে কাজ করতো। এখানে আওয়ামী, বিএনপি সমর্থক সবাই একাট্টা হয়েই ছাগুদের সাথে ফাইট দিতো এমনকি ব্লগ ছাড়া করতে বাধ্য করতো। ভুল ভ্রান্তি হয়তো থাকতেই পারে, কিন্তু এমন না হলে একটা আবর্জনা মুক্ত ব্লগ পাওয়া দুষ্কর।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২

বেঈমান আমি. বলেছেন: হুম X(

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

ফাহীম দেওয়ান বলেছেন: আপ্নে শুধু হুম বললে কেম্নে চলবে, চলেন শুরু করি।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

সাঈফ শেরিফ বলেছেন: এ টিমরা ছাগুর সাথে সহবাসের ফতোয়া অস্বীকার করেন বলে সদলবলে সামু ছেড়ে চলে গিয়েছেন। সচলায়তন এবং আমার ব্লগ নির্মাণ করে সেখানে আলাদা ঘর সংসার শুরু করেছেন বহু আগে।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

ফাহীম দেওয়ান বলেছেন: চলে যাওয়াটাকে আমি কখোনই মেনে নিতে পারিনা, বরং লড়াই করে নিজেকে প্রুফ করাটাই দ্বায়িত্বশীলতার পরিচ্য় দিতো। অবশ্য গ্রুপিং, দোষা- দোষী এগূলোর সাথে অন্ত কোন্দল টাই নাকি সামু ছাড়ার মুল কারন গুলোর প্রধান ছিলো।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

HHH বলেছেন: সামুতে অসংখ্য বাংলাদেশী জাতীয়তাবাদের সমর্থকরা ব্লগীং করে। তাদেরকে ফালতু ট্যাগিং দিচ্ছেন কেন?

কুকুর একলা একলা অন্য পাড়ায় গেলে মার খেয়ে কেহু কেহু করতে করতে নিজ পাড়ায় ফিরত আসে , পরে নিজের কুকুরের পাল সাথে করে আবার আসতে চায়। আপনাদের অবস্থা এখন সেরকম

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২০

ফাহীম দেওয়ান বলেছেন: আপনি দেখছি বাংলাদেশী জাতীয়তাবাদের জাতটাকেই অন্য চেহারা দিয়ে দিচ্ছেন। জাতীয়তাবাদীরা কখোনো ছাগুপ্রেমী হতে পারেনা। এ-টিমের অনেক সদস্যই বাংলাদেশী জাতীয়তাবাদের ঘোর সমর্থক ছিলো। আপনার কথায় বুঝা যাচ্ছে আপনি সংকর জাত মানে ছাগীয়তাবাদী।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

সুমন কর বলেছেন: X( X(

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২

ফাহীম দেওয়ান বলেছেন: খালি গাল ফুলালে আর নিজেদের মধ্যে মারামারি না করে সকল এন্টি ছাগুইস্ট দের এক হয়ে রুখে দাড়াতে হবে। নইলে নিজের ব্লগে নিজেদেরই মার খেতে হবে।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৮

মামুন রশিদ বলেছেন: খোয়াড়ে বেঁধে রাখা দরকার X(

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

ফাহীম দেওয়ান বলেছেন: চলেন শুরু করি।

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১

হেডস্যার বলেছেন:
হক কথা।
ছাগলগুলা সব আজাইরা পোষ্ট দেয় আর সতীর্থ ছাগলগুলা ম্যা ম্যা শুরু করে...!!

ঐ যে উপ্রে একটা এখানে আইসা পড়ছে.... :D

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

ফাহীম দেওয়ান বলেছেন: আপনি স্যার আসলেই হেডস্যার।

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮

চলতি নিয়ম বলেছেন: ছালাম হেডস্যার। পারফেক্ট অবজার্ভেশন। =p~

একপাল তাড়ানো হৈছে কিছুদিন আগে তারপরে পালের গোদা গুলাও গা ঢাকা দিছে। এখন আবার আরেক পালের আমদানি হৈছে। হাতে নাতে প্রমান দেয়ার পড়েও বলবে আমরা ছাগু না আমরা আবাল।

একমাত্র সামুর সদিচ্ছাই পারে সামুকে ছাগু মুক্ত রাখতে।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

ফাহীম দেওয়ান বলেছেন: একমাত্র সামুর সদিচ্ছাই পারে সামুকে ছাগু মুক্ত রাখতে।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩

কাফের বলেছেন: উপরের একটা পুরাই জঙ্গি!!

যুদ্ধই যদি হয় একমাত্র পথ, তবে তাই হোক। আর যদি!!

সত্যের জন্য যে লড়াই
আমি তার অনন্তকালের যোদ্ধা!

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

ফাহীম দেওয়ান বলেছেন: সত্যের জন্য যে লড়াই
আমি তার অনন্তকালের যোদ্ধা!-------- তুফান

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
একমাত্র সামুর সদিচ্ছাই পারে সামুকে ছাগু মুক্ত রাখতে।

সহমত /:)

উনাদের কতটুকু ইচ্ছা আছে? :-<

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

ফাহীম দেওয়ান বলেছেন: এক্কেবারে একমত।


উনাদের কতটুকু ইচ্ছা আছে? :-<

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩

ইখতামিন বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
একমাত্র সামুর সদিচ্ছাই পারে সামুকে ছাগু মুক্ত রাখতে।

সহমত /:)

উনাদের কতটুকু ইচ্ছা আছে? :-<

সহমত

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮

ফাহীম দেওয়ান বলেছেন: ঠিক কইছেন।


মুভি কিন্তু নামাইতাসি, আইডিএম দিয়া।

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

HHH বলেছেন: হ ভাই, বাবা-চাচাদের ডাকেন।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

ফাহীম দেওয়ান বলেছেন: আপ্নার বাবা- চাচা রা আর এইখানে আসেনা, তাহার আগেই ডলা খাইয়া লাল হয়েছে, তাই আপনেগো পাঠায়।

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

বেঈমান আমি. বলেছেন: ডাক দিছেন আর না এসে কি পারে? ;) :P আয়া পড়ছেরে !:#P

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৬

ফাহীম দেওয়ান বলেছেন: ন্যাড়াবেল তলায় একবারই যায়, কিন্তু এইগুলার কুর কুরানি একটু বেশী। চুচরা পাতার ডলা ছাড়া গতি নাই। চলেন হাত লাগাই।

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

বেঈমান আমি. বলেছেন: আমিতো সবসময় আছি ব্রো।লাগলে মিসকল দিয়েন মহল্লায় আছি। ;)

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

ফাহীম দেওয়ান বলেছেন: ও তাইতো, দিম্নে ;)

১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩

ইখতামিন বলেছেন:
কোনটা? Yaariyan?
মুভিটা সেইরকম। একের ভিতরে অনেক। সমসাময়িক তো বটেই। পাশাপাশি দেশাত্মবোধকও।

দেখে ভালো লাগবে। তবে মুভিটা একটু ছেলেমানুষি টাইপের। :)

ভালো থাকুন।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭

ফাহীম দেওয়ান বলেছেন: হুম ম............রাতে ডাউনলোড করেছি। B-) B-)


খুব শিগ গিরি দেখবো আসা আছে, তবে যদি সঙ্গী পাই। একা দেখতে ভালো পাইনা।

ধন্যবাদ লিঙ্ক শেয়ারের জন্য।

২০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯

জেনারেশন সুপারস্টার বলেছেন: কি করার আছে বলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.