নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য ,

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

ফাহিম আহমদ

কানের পাশে কার যেন স্মৃতি ফাটা বিলাপের করুন সুর।

ফাহিম আহমদ › বিস্তারিত পোস্টঃ

গ্রামে যেতে কি কখনো মন চায়না আপনার..?

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২

আমরা শহরে আর শহরের জানজট নিয়ে বসবাস করি অথচ গ্রাম কতইনা সুন্দর যাব আর দেখবো বলে অদেখাই রয়ে গেল, /:) কিছু গ্রামের ছবি এখানে শেয়ার করলাম, দেখুন তো কেমন লাগে.:)

































































































মন্তব্য ৫৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি কোনোদিন গ্রামে যাই নি। খুব ভাল লাগল। ++++ ভরদুপুরে কোনো গ্রামে গিয়ে গাছের নিচে বসে অথবা ওই মেঠোপথ দিয়ে কখনও হেঁটে না গেলে অনেক বড় আফসোস থাকবে :(

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২

ফাহিম আহমদ বলেছেন: এ যেন আমার মনের কথা টা আপনি বলে দিলেন, সত্যি আমার অনেক ইচ্ছা গ্রামে যাই আর আকা বাঁকা নদিতে সাঁতার কাটি কিন্তু হায়রে,,,,,,,,, :(

২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৯

তোমোদাচি বলেছেন: :( :( /:) /:) :(( :((

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২

ফাহিম আহমদ বলেছেন: কান্দো ক্যা....?

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৩

ফাহিম আহমদ বলেছেন: :P

৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

বেলাল আহমেদ রাসেল বলেছেন: দিলেন তো মনটা খারাপ করে,
গ্রামের ছবি দেখলেই মনটা কেমন কেমন করে গ্রামে যাওয়ার জন্য

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

ফাহিম আহমদ বলেছেন: মন খারাপের কিছু নাই একদিন হয়তো যাওয়া হবেই

৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

নীল-দর্পণ বলেছেন: ইট-পাথরের যান্ত্রিক এই শহরে ভাল লাগেনা.....

সুন্দর ছবিতে ++

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৩

ফাহিম আহমদ বলেছেন: নিলাপ্পি,,,,,,,,,,,,, ঠিক বলেছো, আর ভাল্লাগেনা, মুক্ত বাতাস খামু ;) এই গাছের ডাল থেকে লাফাই লাফাই সেই গাছের ডালে যামু আহ কি আনন্দ :P

৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:২৫

আরজু পনি বলেছেন:

আহা! মুক্ত!

শ্বাস নিতে যেতে হবে...




কয়েকটা ছবি দুবার এসেছে, ঠিক করে নিন প্লিজ।।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩১

ফাহিম আহমদ বলেছেন: ব্লগে সু স্বাগতম পনি আরজু, ;) :P থুক্কু আরজুপনি

ওকে ঠিক করে দেব,

৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:০৭

রুদ্র মানব বলেছেন: সুন্দর পোস্ট । গ্রাম এর পরিবেশ সকল ঝামেলামুক্ত । পোস্টে ++++ B-)

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

ফাহিম আহমদ বলেছেন: ঠিক বলেছেন,, ঝামেলা মুক্ত, ধন্যবাদ

৭| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১০

এন ইউ এমিল বলেছেন: দিনটা আমার রাজধানীর মাঝখানে কাটলেও

প্রতিসন্ধ্যায় আমি গ্রামে যাই, গ্রামের আলো বাতাস প্রতিদিন আমি গায়ে মাখাই, প্রতিদিন সকালে পাখির ডাকে ঘুম ভাঙ্গে, এইতো আজো আমি আমের মুকুলের ঘ্রান পেলাম, ছোট ছোট ভাইবোনদের দেখলাম আম গাছের নিচে ছোট ছোট আম কুড়াচ্ছে,

আমি নিজেও বিশ্বাস করতে পারছিনা আমি এতটা ভাগ্যবান,

লেখক এবং স্বর্ণর জন্য দুখ্য প্রকাশ করছি আপনাদের জীবন ১৪ আনাই বাকি রয়ে গেছে,

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৭

ফাহিম আহমদ বলেছেন: ভাই আপনি কতইনা সৌভাগ্যবান, এই জন্য যে আপনি প্রতি সান্ধ্যায় গ্রামের আলো বাতাস গায়ে লাগান, উফফফফফফফ :(

৮| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৪

বোকামন বলেছেন: পোস্টে অক্সিজেন পেলাম .....
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

ফাহিম আহমদ বলেছেন: ধন্যবাদ ,, কিছু অক্সিজেন বক্সে রেখে দিন,,, ;) :P

৯| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৪

রানিং ফ্ল্যাশ বলেছেন:




টবে আমগাছের ছবিটা সরিয়ে ফেলুন... বড়ই বেমানান হয়ে যাচ্ছে।

ছবিগুলো খুব সুন্দর ...

ভালো থাকুন...

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

ফাহিম আহমদ বলেছেন: জ্বী আচ্ছা, ধন্যবাদ

১০| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫

জননেতা বলেছেন: এই শহরে ভাল লাগেনা.....

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫২

ফাহিম আহমদ বলেছেন: আর ভাললাগেনা,,,,,,,, ;) :P

১১| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫

গগণজয় বলেছেন: এখন ঢাকা ই থাকি। কিন্তু আমার বাড়ি থেকে গ্রাম দূরে নই। নদির ধারে সুন্দর এক্ টা গ্রাম। সবচেয়ে মজার ব্যাপার আপনার গ্রামে সবাই আপনার কনো না কনো ভাবে আত্মিয়। কেউ দাদা, কেউ চাচা, ভাই.

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

ফাহিম আহমদ বলেছেন: যাইতে পারলে তো দাদা নানা হইতো ;) :P

১২| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৪

শান্তা273 বলেছেন: অসম্ভব সুন্দর!
মুগ্ধ হলাম!

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০২

ফাহিম আহমদ বলেছেন: বেসম্ভব ধন্যবাদ ;) :P

১৩| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১২

সৈয়দ ফয়সল রেজা বলেছেন: আহারে কি সুন্দর।আমার কোন গ্রামের বাড়ি নাই। ঈদের সময় সবাই যখন গ্রামের বাড়ি চলে যায় আমার যে কি হিংসা লাগে। :(

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৬

ফাহিম আহমদ বলেছেন: ভাই আপনার কাতারে আমি আছি তবে একে বারে যাই নাই তা কিন্তু না, গিয়েছিলাম কিন্তু বেড়ানোর জন্য না, :(

১৪| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

আমি বোকা মানুষ বলেছেন: নস্টালজিক :( :( :(


চমৎকার সব ছবি ও পোষ্টে প্লাস।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৭

ফাহিম আহমদ বলেছেন: মন খরাপ কইরেন না,,,,, বোকা মানুষ,,, ভাবি কে নিয়ে বেড়াতে নিয়ে যাবেন সেই আশা ;) :P


ধন্যবাদ

১৫| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

শাহজাহান আহমেদ বলেছেন: ভাল লাগল। মন ছুঁয়ে গেল

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৮

ফাহিম আহমদ বলেছেন: ধন্যবাদ

১৬| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

আহলান বলেছেন: গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পত, আআআআমাআআআর মন ভুলায় রে ..... ! গ্রমাই তো বাংলাদেশের প্রাণ! যদি প্রত্যেক কৃষক বিণা মূল্যে চিকিৎসা পেতো, যদি তারা প্রথম শ্রেণীর নাগরিকের সুবিধা পেতো! তারাই কিন্তু প্রকৃত দেশ প্রেমিক এবং তারাই সর্বাধিক সুবিধাবঞ্ছিত ...... আর বন্ধ্যা স্বশস্ত্র বাহিনী (যাদের বর্তমানে কোন ভুমিকাই নেই) ফ্রী চিকিৎসা, ফ্রি রেশন, ফ্রি থাকা, ফ্রি পড়া শোনা আর মিশনে গিয়ে কাড়ি কাড়ি ডলারের মালিক ......

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১০

ফাহিম আহমদ বলেছেন: ভাই সত্যি বলছেন, সুন্দর কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

১৭| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

রোজেল০০৭ বলেছেন: একবার যেতে দে না আমায়,
ছোট্ট সোনার গাঁয়,

ছবিতে অনেক অনেক ভালো লাগা দিয়ে গেলাম।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১১

ফাহিম আহমদ বলেছেন: অনকে অনেক ধন্যবাদ আপনাকে ও

১৮| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আহারে..................... :(

কত কাছে তবু কত দূরে ... :( :(

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩

ফাহিম আহমদ বলেছেন: কি আর করমু আসেন কান্দি...... ;) :P

১৯| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

সায়েম মুন বলেছেন: নাইস পোস্ট

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৪

ফাহিম আহমদ বলেছেন: ধন্যবাদ, সায়েম মুন ভাই,,,,,,,,

২০| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫২

শায়মা বলেছেন: গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ
আমার মন ভোলায় রে!!!:)

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৮

ফাহিম আহমদ বলেছেন: শামাপ্পি কেমন আছো...?

শামাপ্পি গ্রামের যামূূূূূূূু :((






;) :P

২১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: কি আর কইতাম। গ্রামে যাওনের লাইগা মুঞ্চায়। বাট পারি না। দোয়া করবেন যেন শহর নামের জেলখানা থেকে মুক্ত হইতাম পারে।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৯

ফাহিম আহমদ বলেছেন: হাহাহা,,,, সত্যি জেল খানায় পড়ে আছি,,,,,,,, ;) :P

২২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১০

মঈনউদ্দিন বলেছেন: ++++++++++++++++++++

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২০

ফাহিম আহমদ বলেছেন: ধন্যবাদ

২৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

সায়েদা সোহেলী বলেছেন: " জদি আবার জন্ম নেই আমি ব্রিশটি হয়ে
পরবো ঝরে আমি তোমার বুকে এসে
তোমাকেি যাবো আমি ভালোবেসে "

আমার দেশের মাটির একটা আলাদা গন্ধ আছে . যেটাকে একসময় নেহাত ধুলাবালি মনে হতো :(
আজ তাকেই সবচাইতে আপন মনে হয় , প্রতিনিয়ত মিস করি

ওনেক ধন্যবাদ ফাহিম এমন সুন্দর একটি ছবি ব্লগের জন্য

২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

ফাহিম আহমদ বলেছেন: thank u sayeda appi

২৪| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

দি সুফি বলেছেন: ছবিগুলো সুন্দর হইছে। গেরামের মজাই আলাদা। অনেক মিস্‌ করি আগের সেই দিনগুলো।
ধন্যবাদ ছবিগুলোর জন্য।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০

ফাহিম আহমদ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ,,,,, তয় ;) আপনাকে কেমন জানি ডর লাগটাছে

২৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১০

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ,,,,, তয় আপনাকে কেমন জানি ডর লাগটাছে

কেন ভাই? :| :|

ভয় পেয়ো না, ভয় পেয়ো না!
তোমায় আমি মারব না!
সত্যি বলছি তোমার সঙ্গে
লড়াই করে পারব না! -- 8-| 8-|

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

ফাহিম আহমদ বলেছেন: pro pic dekhe,,,,,,,,, ;) ;)

২৬| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: pro pic dekhe,,,,,,,,,

প্রো পিকের লোকটা ভয় পাওয়ার মত কেউ না। :|

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

ফাহিম আহমদ বলেছেন: vai kmn jani gonda gonda mone hoy,,,,,,, thik apnar moto,,,, :P :P

২৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩২

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: vai kmn jani gonda gonda mone hoy,,,,,,, thik apnar moto,,,,

আপনারে পিটানো দরকার X( X(

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০

ফাহিম আহমদ বলেছেন: hahahah,,,,,, rag korchen naki vai,,,,,, thik apnar moto na tbe apnar nanar moto,,,,, :P :P :P

২৮| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২০

খেয়া ঘাট বলেছেন: ওয়াও। কী সুন্দর।
ফলের গাছটা চিনলাম না!!!

২৯| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মদ জাকারিয়া বলেছেন: ভাই একটা প্রশ্ন করি কিছু মনে করবেন না প্লিজ! আপনার/এখানে মন্তব্য করা কেউ কেউ- আপনারা কি ঢাকাইয়্যা কুট্টি? একথাটি এজন্য বললাম কারণ একমাত্র খাস ঢাকাইয়্যাদের প্রশ্ন করলেই বলে যে আমাদের কোনও গ্রামের বাড়ী নাই, অর্থাৎ বাবা, দাদা বা তাদের উপরের কেউই কোনও গ্রাম থেকে আসে নাই। যদি তাই হোন তবে আপনাদের গ্রামে না যাবার আফসোস করাটা শোভা পায়। কিন্তু ঢাকার গুটিকয়েক মানুষ ছাড়া বাকী সবারই অরিজিন বাংলার কোন না কোন গ্রাম। যেমন আমার জন্ম, বেড়ে উঠা, স্থায়ী বসবাস সবকিছুই ঢাকা হলেও আমি বলি আমি নরসিংদি অরিজিন।

যাইহোক, কথাটা হচ্ছে আপনাদের যদি কারও দাদা/নানা বাড়ী গ্রামের কোথাও থেকে থাকে তবে আপনারা কেন আফসোস সহকারে বলবেন যে কোনও একদিন হয়ত গ্রামে যাব! কথাটা খুবই দূর্ভাগ্যজনক এবং বিরক্তিকর। আমরা মানুষ খারাপ হতে পারি, কিন্তু এই দেশটা খুব সুন্দর। হিমালয় পর্বতশ্রেণী আর মানস সরোবরকেই শুধু সৌন্দর্য মনে করবেন না। বাংলাদেশে আছে খুবই কোমল একটা সৌন্দর্য যা মনকে নাড়া দিয়ে যায়। এই সৌন্দর্য আপনি ভারতের পশ্চিমবঙ্গের পূর্বের কয়েকটা জেলা বাদে আর কোথাও পাবেন না।

আপনারা কেউ কেউ হয়ত পেশাগত কাজে অত্যধিক ব্যস্ত। কিন্তু তাই বলে অল্প কয়েকটা দিন গ্রামে ঘুরে আসার মত সময় নিশ্চয়ই বছরে একবার মেলে। তাই ইট পাথরের এই কৃত্রিম সুন্দর স্থানে স্বল্প সময়ের এই জীবনের সবটা শেষ না করে মাঝে মাঝে গ্রামে গিয়ে আল্লাহপাকের তৈরি করা প্রকৃতির মাঝে কিছুটা সময় ব্যয় করে আসুন দেখবেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন। অনেকদুর যেতে হবে না, ঢাকার আশে পাশেই অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে।

আঘাত দিয়ে থাকলে ক্ষমা করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.