নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মতে, নিজের সম্পর্কে বলা অনেক কঠিন একটা কাজ। তাই কঠিন এই কাজটা না হয় অসম্পূর্ণ থেকে থাক।।।

ফাহিম জামান ।।

।।।

ফাহিম জামান ।। › বিস্তারিত পোস্টঃ

চলুন আমরা আমাদের দেশ ও দেশের মানুষের উন্নয়নে এগিয়ে আসি।।।

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০১

গাজীপুর যাচ্ছি ভি.আই.পি সিটিং বাসে। এখন বনানী পর্যন্ত আসছি। তীব্র যানজটে আটকে আছি। বাসায় ওয়াই ফাই থাকার কারনে নেট কিনা হয় না। তাই জ্যামে আটকে থাকতে বরিং লাগছিল যেহেতু করার মত কিছুই ছিল না । তখনি বাসের কন্টেক্টার মামা বলল বাসে ওয়াই ফাই আছে। বাহহহহহ!!! ভালই তো এখন নেট ব্লাউজিং করা শুরু করে দিলাম।।। সাথে টিভি তো আছেই। এখন জ্যামযট ভালই লাগছে।।।।
.
আমাদের দেশ একটু একটু করে সামনের দিকে অগ্রসর হয়েছে আগের থেকে অনেকটাই । মানুষের মৌলিক চাহিদা আগের থেকে অনেকটাই পূরন হয়েছে।
.
আমাদের কলেজের কোন এক ডিপার্টমেন্ট এর অধ্যাপকের কাছ থেকে শুনা, তাকে কোন এক ফরাসি ফ্রেন্ড বলছেন যে, বাংলাদেশের প্রতিটি মানুষই এক একজন ইঞ্জিনিয়ার।
.
সত্যি তাই।।। আমাদের দেশ এগুছে। দেশের মানুষ এগুছে।।। ঢাকার জিনজিরা এখন দ্বিতীয় জাপান হিসাবে স্বীকৃত পেয়েছে।।। ভালই তো।।।
.
চলুন আমরা আমাদের দেশ ও দেশের মানুষের উন্নয়নে এগিয়ে আসি।।।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৪

মোস্তফা সোহেল বলেছেন: দেশ এগিয়ে গেলে আমরাও এগিয়ে যাব

২| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬

মুখচোরা বলেছেন: জ্যামে বসে থেকে থেকে যে পোঁদ ব্যাথা হয়ে যায় তখন আপনার ওয়াইফাই কি পোঁদ টিপে দেয়? :P

৩| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮

ফাহিম জামান ।। বলেছেন: এরকম কুরুচি কথা না বললেই পারতেন @ মুখচোরা

৪| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯

ফাহিম জামান ।। বলেছেন: হুম ঠিক বলছেন @ মোস্তফা সোহেল

৫| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৯

বিজন রয় বলেছেন: আছি।
++++

৬| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪২

মহা সমন্বয় বলেছেন: চলুন আমরা আমাদের দেশ ও দেশের মানুষের উন্নয়নে এগিয়ে আসি।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.