![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইতো বসে আছি
সকাল থেকেই,
ভবঘুরে বলা যায়, কিন্তু কাজ নেই বললে ভুল হবে, এটলিস্ট কেউ আমাকে বেকার বলবেন না,
আমি বেকার নই,
চিন্তা করা আমার কাজ, আমার কাজকে কেউ ছোটো করুক এটা আমার পছন্দ না, বিরাট বিরাট চিন্তা আমার, ভাবতে ভাবতে সকাল থেকে সন্ধ্যা গড়ায়,
রীতিমতো ক্লান্ত হয়ে যাই,
রাতে বিশ্রাম আবশ্যক।
আবার সকাল হতেই চিন্তা শুরু, মাইনে ছাড়া অদ্ভুত এক চাকরি।
পার্কের বেঞ্চিতে ছাদ ছাড়া অফিস আমার,
পিওনও আছে, ইব্রাহিম চাচা, কিছুক্ষন পর পর চা দিয়ে যান, চিন্তা করতে সুবিধা হয়।
এখানে কাজের ফাঁকে বিনোদনের অভাব নাই, এইতো কেউ প্রেমিকার হাত ধরে বসে আছে, পরক্ষনে ছেড়ে চলে যাচ্ছে, আবার কিছু পুরোনো হয়ে যাওয়া দম্পতি আসে, আপাতদৃষ্টিতে হয়তো বুড়ো, কিন্তু মনটা বুড়ো নয় ।
জেনারেশনের দোষ দিতে দিতেই শুরু হয় কিছু কিছু দিন, এই মানুষগুলোই আমার ক্লাইন্ট, এদের নিয়েই ভাবি, গভীর গভীর সব চিন্তা।
মাঝে মাঝে তাদের জায়গায় নিজেকে কল্পনা করি, এক প্রেয়সী থাকবে,
গ্রামের কৃষকের বউ যেমন ক্ষেতে দুপুরের খাবার নিয়ে আসে , বেড়ে বেড়ে পরম আদরে বরকে খাইয়ে দেয়,
ঠিক তেমনি, আহা। ধরি যদি এই পার্কে বেঞ্চিতেই টিফিন ক্যারিয়ারে লাঞ্চ, প্রিয়তমা বলবে,আহা চিন্তা করতে করতে শুকিয়েই গেছো একদম,
খাওয়া যাই থাক, টিফিন ক্যারিয়ারের একটি বাটিতে একটু পায়েস থাকবে, মাথায় হাত বুলিয়ে বলবে – আরো দিবো?
থাক এসব চিন্তা বাদ।
একালে থেকে সেকালি বউ চাওয়া একটু বেশিই চাওয়া হয়ে যায়, এটলিস্ট নারী দিবসে এসব নিয়ে চিন্তা করাও হারাম, ফেমিনিজমের চক্করে মিসজাডজ হওয়ার পসিবিলিটি আছে, শেষমেষ বউ তো না, তামাম নারী জাতির জুতার বাড়ি খাওয়া বাকি থাকবে আরকি।
কিসব ভাবছি,‘তুমি’ ভাবনাতে আমার সব এলোমেলো হয়ে যায়। একটা অপর্ণা চাই,অপুর সংসার বাঁধবো।
পাঠক ভাবতে পারেন বিরাট আফসোসে দিন কাটাচ্ছি হয়তো,
মোটেই না।
এক দুনিয়াতে মানুষের সাত আসমান সমান কষ্ট, আমার কষ্ট সেখানে প্রতিনিয়ত ফিকে হয়ে যায়, কিছু মানুষ পার্কে আসে পাহাড়সমান কষ্ট নিয়ে, বাস্তবতা থেকে হালকা ছুটি নিয়ে, এরা আমার মোস্ট টাফ ক্লাইন্টের মধ্যে পড়ে, আমি হাজার চিন্তাতেও তাদের কষ্টের পরিমান আন্দাজ করতে পারি না।
পার্কে কাজ করা মাঝে মাঝে বিরাট চ্যালেঞ্জিং। একবার দালাল সন্দেহে দুইদিন জেলেও ঘুরে এসেছি, বাকিটা বুঝে নিন। পেটের দায়ে কতো মানুষ কত উপায়ে ঘুরে বেড়াচ্ছে, আমার মতো রোমাঞ্চকর জবে না থাকলে বাইরে থেকে বোঝাটা একটু টাফ।
এইতো প্রকারান্তে আমি আর আমার জীবন, সুশীল সম্প্রদায়ের কাছে, নিতান্তই বেকার একটা মানুষ, কিন্তু আবারো বলছি আমি ‘বেকার’ নই। তবুও মাইনে ছাড়া তো চাকরি হয় না, জাস্ট কিছু মাইনে দিবেন, প্রমোশনের চিন্তা নাই, তোষামোদ নাই, শুধু সুন্দর কিছু চিন্তা করে দিবো। আক্ষরিক কাজের পিছনে ছুটে যান্ত্রিক হতে গিয়ে শুধু হাহাকারটাই তো বাড়ছে, আমি এই হাহাকার কমানোর কিছু উপায় চিন্তা করতে পারি, এরকম একটা জবের প্লাটফর্ম তৈরি হবে, যেখানে কিছু মানুষ শুধুই ভাববে। আবেদনের সাথে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সারটিফিকেট টাও দিয়েছি,একটু যাচাই করে দেখবেন।
বিনীত নিবেদক
অমিত রয়
পেশাঃ ভবঘুরে
©somewhere in net ltd.