![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লো-বাজেটে মোবাইলের রাজা বলতে ওয়ালটন-কেই বোঝাই কেননা ওয়ালটনের মত এত মডেল আর ফিচার সম্পন্ন স্মার্টফোন অন্য কোন মোবাইল কোম্পানীতে নেই বললেই চলে। প্রতিমাসে ওয়ালটন নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করেই চলেছে। আর এখন দেশেই স্মার্টফোন তৈরী হয় বলে ওয়ালটন তাদের তৈরী স্মার্টফোনের দাম অন্যান্য কোম্পানীর তুলনায় কম-ই রাখে। চলুন আজকে জেনে নেবো ওয়ালটনের নতুন ৪জি এনাবল স্মার্টফোন Primo GM3 সম্পর্কে।
৭,১৯৯ টাকার স্মার্টফোনে রয়েছে ফুল ভিউ ডিসপ্লে, ১ জিবি র্যাম, ৮ জিবি রম, ১৩ এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা ৪০০০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি সহ আরো অনেক কিছু।
চলুন প্রথমেই জেনে নেই Primo GM3 এর উল্ল্যেখযোগ্য ফিচার সমূহ:
ডিসপ্লে : 5.34" FULL View IPS Display
প্রোটেকশন : 2.5D Curved Glass
র্যাম : ১ জিবি
রম : ৮ জিবি ( ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
সি.পি.ইউ : ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
জি.পি.ইউ : Power VR Rogue GE8100
ক্যামেরা : রিয়্যার ১৩ মেগাপিক্সেল
: ফ্রন্ট ৫ মেগাপিক্সেল
ব্যাটারি : ৪০০০ মিলি এ্যম্পিয়ার
দাম : ৭,১৯৯ টাকা।
Primo GM3 এর ভালা লাগা ফিচার গুলো:
** ৪জি সাপোর্টেড
** ফিংগার প্রিন্ট সেন্সর
** Android Oreo 8.1, Go Edition
** 18:9 Ful View Display
** 4000 mAh Battery
** OTG
ডিসপ্লে এবং টাচ
Primo GM3 এ ব্যবহার করা হয়েছে রয়েছে 5.34” 2.5D Full View IPS Display. ডিসপ্লের রেজুল্যুশন 480x 960 পিক্সেল।
র্যাম এবং রম
Primo GM3 এ রয়েছে DDR3 ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমোরী। ইন্টারনাল মেমেরাী ৬৪ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
সি.পি.ইউ / জি.পি.ইউ
Primo GM3 এ রয়েছে ১.৩ গিগাহার্টজ প্রোসেসর। এছাড়া জি.পি.ইউ রয়েছে Power VR Rogue GE8100. লো বাজেটের স্মার্টফোনে এই কম্বিনেশন দারুন।
আনবক্সিং
Primo GM3 এর সাথে আপনারা পাচ্ছেন
** একটি Standard Ear phone,
** ইউ এস বি চার্জার উইথ ডাটা কেবল
** স্ট্যান্ডার্ড ইয়ার ফোন
** সিম ইজেক্টর
** ব্যাক কভার
আউটলুক
মেটালিক ফ্রেমে গঠিত Primo GM3 বেশ মজবুত। এর ব্যাকপার্ট-টি এ্যলুমিনিয়াম এ্যালয় হবার কারণে হাত থেকে পরে গেলেও ভাংগার সম্ভাবনা নেই। ৫.৩৪” ডিসপ্লে যুক্ত ডিভাইসটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ফিংগার প্রিন্ট সেন্সর রয়েছে ক্যামেরার নিচের দিকে।
Primo GM3 এর উপরের দিকে রয়েছে অডিও পোর্ট। এছাড়া ইউ. এস বি চার্জিং পোর্ট রয়েছে ডিভাইসের নিচের অংশে।
ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে ডিভাইসের উপরের দিকে ডান পাশে।
ফ্রন্ট প্যানেলে রয়েছে ফ্ল্যাশ লাইট সহ ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাকপার্ট-টি নন রিমুভেবল। সিম কার্ড রয়েছে উপরের দিকে বাম পাশে।
ডিভাইসটি-তে রয়েছে ৪০০০০ মিলি এ্যম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।
ডিভাইসটির দৈর্ঘ্য ১৪৪.৭ মিলিমিটার, প্রস্থ্য ৭০ মিলিমিটার এবং পূরুত্ব ৯.৬ মিলিমিটার। আর ডিভাইসটির ওজন ১৮০ গ্রাম। মাত্র। তবে ডিভাইটির ওজন একটু বেশি লেগেছে আমার কাছে।
হাতে সময় থাকলে উপরের আলোচনা গুলো একটু মিলিয়ে নিন।
ইউজার ইন্টারফেস
Primo GM3 এ ব্যবহৃত হয়েছে স্টক এ্যন্ড্রয়েড ৮.১ এর ইউজার ইন্টারফেস। তবে ইউজারদের সুবিধার জন্য ইউজার ইন্টারফেস বেশ কাষ্টমাইজ করা হয়েছে।
অপারেটিং সিস্টেম
Primo GM3 এ ইউজ করা হয়েছে লেটেস্ট Android 8.1 Oreo. ইউজারদের সুবিধার জন্য OS কিছুটা অপটিমাইজ করা হয়েছে।
ক্যামেরা
ব্যক্তিগত ভাবে আমি Primo GM3 এর ক্যামেরা নিয়ে সন্তুষ্ট। সেলফি তোলার জন্য রয়েছে ফ্ল্যাশ লাইট সহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া রিয়্যার প্যানেলে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামরা।
কানেক্টিভিটি এবং সেন্সর
Primo GM3 এ যে সকল সেন্সর রয়েছে তা হলো:
Accelerometer (3D), Proximity, GPS ইত্যাদি।
Primo GM3 এ যে সকল কানেক্টিভিটি রয়েছে: WI-FI, Bluetooth V4, Micro USB 2.0, OTG, OTA, WLAN Hotspot ইত্যাদি।
স্পেশাল ফিচার:
** Radio with recording system.
এই ফিচারটি কিন্তু বেশ ইফেক্টিভ। বিশেষ করে যারা গান শুনতে ভালোবাসেন।
** নোটিফিকেশন লাইট:
এই ফিচারটি কিন্তু বেশ উপকারী। ফোন সাইলেন্ট অবস্থায় কোন কল আসলে বা ম্যাসেজ আসলে নোটিফিকেশন লাইট জ্বলতে থাকবে।
বেঞ্চমার্ক স্কোর
স্মার্টফোন কিনলে বেঞ্চমার্ক টেস্ট করা এখন একটা ম্যানিয়া হয়ে দারিয়েছে। চলুন দেখে নেই Primo GM3 এর বেঞ্চমার্ক স্কোর দেখে নেই।
দাম
Primo GM3 এর বাজার মূল্য রাখা হয়েছে ৭,১৯৯ টাকা। আমার কাছে পার্সোনালী এই বাজেটে এর চেয়ে ভালো স্মার্টফোন চোখে পরেনা।
©somewhere in net ltd.