নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি ....

ফয়সাল হিমু

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও? আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি....

ফয়সাল হিমু › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানীদের জন্য ভিক্ষা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩২

"আম্মা পাঁচটা ট্যাকা দিবেন?"
"এহ! পাঁচ ট্যাকা দিব! ট্যাকা কি গাছে ধরে? দুই টাকা নিবা?"
.
আমাদের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পাপন সাহেব এই প্রথম মনে হয় ভাল কিছু বলেছেন। আগামী এপ্রিলে পাকিস্তানের বাংলাদেশে আসার কথা সিরিজ খেলতে, কিন্তু তারা শর্ত দিয়েছে এই সিরিজ থেকে আয়ের ৫০ শতাংশ তাদেরকে দিতে হবে। তা নাহলে নাকি তারা আসবে না। আরও কিছু শর্ত আছে। পাপন সাহেব উত্তরে বলেছেন - "ওরা যদি বলে, বিমান ভাড়া দিয়ে দাও, সেটা ভিন্ন ব্যাপার।"
.
দুইটা সিনারিওতে আমি কেমন জানি মিল পাচ্ছি। অনেকের ভিন্ন মত থাকতে পারে। আমার হাতে কিন্তু যুক্তি আছে মিল পাওয়ার পেছনে।
.
পাকিস্তানের জিডিপি বৃদ্ধির হার ৩% এর আশেপাশে। বাংলাদেশের ৭% এর কাছাকাছি। বাংলাদেশে বেকারত্বের হার পাকিস্তানের চেয়ে কম। পাকিস্তান সাক্ষরতার হারে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে। পাকিস্তানের খাদ্য ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি। বৈদেশিক ঋণ পাকিস্তানের বাংলাদেশের দ্বিগুণেরও বেশি। বাংলাদেশি ১ টাকায় পাকিস্তানের ১.৩০ রূপী।
তাহলে কি দেখা যাচ্ছে?
সেদিন খুব বেশি দূরে নাই যেদিন পাকিস্তানীরা বাংলাদেশে এসে ভিক্ষা করার চিন্তা করবে। প্রসেস শুরু হয়ে গেছে।
.
কিন্তু ওদেরকে আমরা ভিসা দেব কিনা এটা গুরুত্বের সাথে ভাবতে হবে। কারন ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের জনগণ ধর্মীয় অনুশাসন ঠিকঠাক ভাবে মানে না। পাকিস্তানে এইডস আক্রান্তের সংখ্যা বাংলাদেশের ১৫ গুনেরও বেশি। :P

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

ফয়সাল হিমু বলেছেন: এখন থেকে খারাপ কিছু বলব না বলে ঠিক করেছি। :)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

ভূতের কেচ্ছা বলেছেন: ভালো বলেছে.........

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৬

মহান অতন্দ্র বলেছেন: বেশ ভাল । লিখতে থাকুন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

ফয়সাল হিমু বলেছেন: ধন্যবাদ।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: কিন্তু ওদেরকে আমরা ভিসা দেব কিনা এটা গুরুত্বের সাথে ভাবতে হবে। কারন ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের জনগণ ধর্মীয় অনুশাসন ঠিকঠাক ভাবে মানে না। পাকিস্তানে এইডস আক্রান্তের সংখ্যা বাংলাদেশের ১৫ গুনেরও বেশি। :P

এক জরিপে দেখা গেছে অনলাইন ভিত্তিক এডাল্ট সাইটগুলোতে পাকিস্তানীদের বিচরণই বিশ্বে সবচেয়ে বেশী। তাও পাকিস্তান ইসলামিক রাষ্ট্র। :P আল্লাহ্‌র নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ফেলে কিন্তু নারী দেখলেই লোলুভ দৃষ্টি পড়ে। কী দারুণ মুসলমান তারা! ছিঃ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.