নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি প্রবাদ আছে ‘পুরোনো চাল ভাতে বাড়ে’ এই প্রবাদটি আমাদের সঙ্গীত অঙ্গনের ক্ষেত্রে মানায়। বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে (৭০, ৮০, ৯০) এই তিন দশকে প্রচুর সঙ্গীত সৃষ্টি হয়েছে তা কিনা সব জেনারেশনের মন কাঁড়তে সক্ষম হয়েছে। তখন কার সময়টাকে ‘স্বর্ণ যুগ বলা চলে’। এই সময়ে উনারা প্রচুর কালজয়ী সঙ্গীত উপহার দিয়েছেন। অনেক শিল্পী, গীতিকার, সুরকার তাহাদের অমর কর্মে মানুষের মনে বাস করেছেন। নব্বই দশকে তো ক্যাসেট শিল্পে বিপ্লব ঘঠেছিল সব ধরনের উৎসবে নতুন ক্যাসেট উৎসবের আমেজ বাড়িয়ে দিত। সবাই এক উৎসব শেষ হতেই অন্য উৎসবের জন্য গান তৈরির কাজে লেগে যেত।
এই শতাব্দীতে এসে আমাদের সঙ্গীত অঙ্গন ট্যাকনিকেল, টেকনোলজি দিয়ে অনেক উন্নতি করেছে (কিছু ক্ষেত্রে আমরা নকল কথা, সুর ও সঙ্গীতে গান করতেছি) আর এখন আর সে রকম গান সৃষ্টি হয়না যে তিন জেনারেশন এর ভাল লাগবে, এখন প্রচুর প্রচার প্রসার ইন্টানেটের কল্যাণে এক নিমিষে গান পৌছে যাচ্ছে শ্রোতাদের কাছে এবং তা জলদী হারিয়েও যাচ্ছে।
এখন আসি আজকের আলোচনার বিষয়ে এক স্ত্রী বলেছেন ‘তোমার গানের গলা তো বেশ ভাল, সালমান খান হ্যাংওভার গাইতে পারলে তুমি কেন পারবা না? তুমি তার চাইতে অনেক গুণ বেশি ভাল গান গাও’ এই মনোবল বেড়ে গেল এবং তার পর তো ইতিহাস!
ডাঃ মাহফুজুর রহমান উনি উনার স্ত্রীকে খুব ভালবাসে তার প্রমান মিলে গেল শাহজাহান উনার স্ত্রীর জন্য তাজমহল তৈরি করতে পারলে ডাঃ মাহফুজুর রহমান তো শুধু গান গাইলেন এটা কোন অপরাদ নয়, আমরা তো টিভিতে অনেক প্রোগ্রামই দেখি সব প্রোগ্রাম কি ভাল লাগে? ঠিক তেমনি মন্দ লাগা একটি প্রোগ্রাম হিসেবে এটিও হারিয়ে যাবে কিন্তু ডাঃ মাহফুজুর রহমান সাহেবের সাহসকে আমি সাধুবাদ জানাই।
এই থেকে আমাদের শিক্ষা নিয়ে ভাল কথা, সুর, সঙ্গীত কণ্ঠ যাচাই-বাছাই করেই গান তৈরি করতে হবে। যেন অল্প কয় দিনে গানটি হারিয়ে না যায় শ্রোতাদের মনে যেন অনেক দিন থেকে যায়।
প্রবাদ দিয়েই শেষ করি Old is Gold.
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৮
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: স্বর্ণ যুগের গানের কথা বলেছেন নাকি ডাঃ মাহফুজুর রহমানের গানের কথা? আর পোস্টটা বড় করলাম না, লেখা পড়ার সময় নিশ্চয় অনেকের মনে (সোনালী দিনের) সে সব গান গুলো বেজে উঠেছে। অনেক গান কোনটা রেখে কোনটার লিংক দেব তাই দেই নি।
অজস্র ধন্যবাদ ভাল থাকবেন।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শাহাদাৎভাই আপনার মনোবাঞ্ছা পূরণে আমার নিবেদন
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: ধন্যবাদ ভাই অনুষ্ঠানটি শেয়ার করার জন্য,
তবে আমি লিংক দেই নাই
কেননা আমার পোস্টটি উনাকে ছোট করার জন্য নয়।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭
ভাললাগে না বলেছেন: শুধু সাহসের জন্যই সাধুবাদ জানাতে পারি গানের জন্য না
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩২
ফয়েজ উল্লাহ রবি বলেছেন:
পারুক বা না পারুক ইচ্ছে শক্তিতে হয়েছে গায়ক,
আরো করো মানুষ আছে যারা আছে নিয়ে নকল।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফেসবুক ম্যাসেজটা এডিটেড মনে হয়। আর উনাকে নিয়ে ফেসবুক আর সোশ্যাল মিডিয়ায় যা হয়েছে জানি না উনি রক্ত মাংসের গড়া মানুষ কিনা। কীভাবে এসব সহ্য করেন। আর উনার কম বয়সী স্ত্রীও তো এসব রুখতে পারে!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
ফয়েজ উল্লাহ রবি বলেছেন:
গত অনেক বছর ধরে গান গেয়ে কেউ এতো আলোচনায় ছিল বলে আমার মনে হয় না।
সে হিসেবে ডাঃ মাহফুজুর রহমান সফল! অর্থ বা টিভি চ্যানেল থাকলেই গায়ক হওয়া যায় এই ধারণা মিথ্যে। গায়ক হতে হলে স্রষ্টার প্রদত্ত প্রতিভা আর গানের গলা থাকা দরকার। উনার এতো সমালোচনা সহ্য করার ক্ষমতা আছে বলেই সহ্য করে নিচ্ছেন। তবে গান গাওয়ার চেষ্টার জন্য শুভেচ্ছা দিতে পারি, উনার চেয়ে অনেক খারাপ গায় এমন গানও শোনেছি।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ নূর মোহাম্মদ নূরু ভাই।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
জাহিদ অনিক বলেছেন: অপসংস্কৃতি নিপাত যাক।
সংস্কৃতির সুষ্ঠ ধারা বজায় থাকুক ব্লগ, মিডিয়া, সিনেমা সব স্তরে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪১
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: সুষ্ঠ শিল্প সংস্কৃতির চর্চা চলুক এই কামনা করি। ধন্যবাদ প্রিয়।
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭
রাবেয়া রাহীম বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কিছু গানের লিঙ্ক জুড়ে দিতে পারতেন।